Telangana: আচমকাই ধস তেলঙ্গানার নির্মীয়মাণ সুড়ঙ্গে! ভিতরে আটকে ৬-৭ শ্রমিক

People's Reporter: ঘটনাটি ঘটেছে তেলেনাঙ্গার নাগারকুর্নুল জেলার শ্রীশৈলম বাঁধের কাছে নির্মীয়মাণ একটি সুড়ঙ্গে। শনিবার সকালে আচমকাই ধস নামে ওই সুড়ঙ্গে।
এই সুড়ঙ্গেই কাজ চলছিল
এই সুড়ঙ্গেই কাজ চলছিলছবি - সংগৃহীত
Published on

তেলেঙ্গানায় নির্মাণাধীন সুড়ঙ্গ ধসে আটকে পড়লেন ৬-৭ জন শ্রমিক। ইতিমধ্যেই উদ্ধারকাজ শুরু হয়েছে। তবে ভিতরে ঠিক কত জন শ্রমিক রয়েছেন তা নির্দিষ্ট করে এখনও পর্যন্ত জানা যায়নি।

ঘটনাটি ঘটেছে তেলেনাঙ্গার নাগারকুর্নুল জেলার শ্রীশৈলম বাঁধের কাছে নির্মীয়মাণ একটি সুড়ঙ্গে। শনিবার সকালে আচমকাই ধস নামে ওই সুড়ঙ্গে। সূত্রের খবর, চার দিন আগেই কাজ শুরু হয় সুড়ঙ্গে। তারমধ্যেই এই বিপত্তি।

প্রশাসনের এক বিবৃতিতে বলা হয়, সুড়ঙ্গের ১৪ কিলমিটার পয়েন্টের বামদিকের ছাদটি ৩ মিটার পর্যন্ত ধসে পড়ে। সেই সময় অনেক শ্রমিকই কাজ করছিলেন সেখানে।

দ্রুত উদ্ধারকাজ চালানোর জন্য নির্দেশ দিয়েছেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি। তিনি জেলাশাসক, এসপি, দমকল বিভাগ এবং সেচ বিভাগের আধিকারিকদের ঘটনাস্থলে উপস্থিত থাকার নির্দেশ দিয়েছেন।

আর এই সুড়ঙ্গ বিপর্যয়ের ঘটনা নিয়ে তেলেঙ্গানায় রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। দুর্ঘটনার জন্য সরাসরি তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী এ রেবন্ত রেড্ডিকে দায়ী করলেন বিআরএস-র কার্যকরী সভাপতি তথা বিধায়ক কে টি রামা রাও। বার বার এই ধরণের ঘটনা এটাই প্রমাণ করে যে সরকারের গাফিলতি রয়েছে এবং কমিশন পাওয়ার জন্য দ্রুত কাজ করা হচ্ছে। আমি চাই সকলকে নিরাপদে উদ্ধার করা হোক। আহতদের অবিলম্বে চিকিৎসা প্রদান করা হোক।

এই সুড়ঙ্গেই কাজ চলছিল
Mahakumbh 2025: কুম্ভে মহিলাদের স্নানের ভিডিও সোশ্যাল মিডিয়ায় বিক্রির অভিযোগ! গ্রেফতার ৩
এই সুড়ঙ্গেই কাজ চলছিল
Bengaluru: পানীয় জল শুধুই পান করতে হবে, নিয়ম ভাঙলেই জরিমানার ঘোষণা বেঙ্গালুরুতে

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in