
পানীয় জল ব্যবহার করা যাবে পান করার কাজেই। ঘরের অন্য কোনও কাজ বা অপ্রয়োজনীয় কাজে পানীয় জল ব্যবহার করলেই মিলবে শাস্তি। এমনকি দিতে হবে ৫০০০ টাকা জরিমানাও। এবার এমনই নির্দেশ জারি করা করেছে বেঙ্গালুরু ওয়াটার সাপ্লাই অ্যান্ড সিউয়েজ বোর্ড (BWSSB)। ১.৪ কোটি জনসংখ্যার বেঙ্গালুরু শহর সাম্প্রতিক সময় তীব্র জলকষ্টের সাক্ষী থেকেছে।
গত কয়েক বছরে বেঙ্গালুরুতে জলসঙ্কট এক বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। গরম পড়তে না পড়তেই গোটা শহর জুড়ে জলের হাহাকার পড়ে যায়। জল অপচয় বন্ধ করতে এর আগেও নানা রকম পদক্ষেপ করেছে প্রশাসন। কিন্তু তার পরেও জলের অপচয় বন্ধ হয়নি। তাই এবার গরমের আগেই কড়া পদক্ষেপ করল BWSSB।
BWSSB–এর চেয়ারম্যান, রামপ্রসাদ মনোহর জানিয়েছেন, পানীয় জলের অপচয় বন্ধ করতে নাগরিকদের জরিমানা করার রাস্তায় হাঁটতে চলেছে পুরসভা। অনেকেই পানীয় জল গৃহস্থালীর অন্যান্য কাজে ব্যবহার করেন। এছাড়াও গাড়ি ধোয়া, বাগান পরিচর্যা, নির্মাণকাজ, রাস্তা পরিষ্কারের মতো কাজেও ব্যবহার করা হয়। নতুন নির্দেশের পর এসমস্ত কাজ আর করা যাবে না। যদি কেউ নির্দেশ অমান্য করে, তাহলে ৫০০০ টাকা জরিমানা করা হবে। তারপরেও নির্দেশ না মানলে প্রতি দিন ৫০০ টাকা করে জরিমানা দিতে হবে।
বেঙ্গালুরু ওয়াটার সাপ্লাই অ্যান্ড সিউয়েজ আইন ১৯৬৪–র ধারা ৩৩ ও ৩৪ অনুযায়ী, পানীয় জল গাড়ি পরিষ্কার, নির্মাণ, মল পরিষ্কার, সিনেমা হলগুলিতে ফোয়ারা এবং বিনোদনের মতো উদ্দেশ্যে ব্যবহার করা যাবে না। এমনকি এই জল রাস্তা পরিষ্কার এবং রক্ষণাবেক্ষণের কাছেও ব্যবহার করা যাবে না। রামপ্রসাদ মনোহর আরও জানিয়েছেন, ১৯১৬ নম্বরে BWSSB–র অফিসিয়াল নম্বরে যোগাযোগ করে বাসিন্দারা যে কোনো নিয়ম লঙ্ঘনের রিপোর্ট করতে পারে।
কর্মকর্তারা জানাচ্ছেন, শহরে পানীয় জলের সঙ্কট রুখতে এই পদক্ষেপ জরুরী। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স–এর বিজ্ঞানীরা আগামী মাসগুলিতে অপার্যপ্ত বৃষ্টিপাত এবং ভূগর্ভস্থ জলের স্তর হ্রাসের কারণে জলের ঘাটতি বাড়তে পারে বলে সতর্ক করেছে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন