
সৌরবিদ্যুৎ প্রকল্পে ঘুষ দেওয়ার প্রস্তাব মামলায় আরও বিপাকে গৌতম আদানি। এবার তদন্তের জন্য ভারত সরকারের সাহায্য চাইলো আমেরিকার শেয়ার বাজার নিয়ন্ত্রক সংস্থা এসইসি। তবে কেন্দ্র সরকার এবিষয়ে কী পদক্ষেপ নেবে তা এখনও জানা নেই।
আমেরিকার শেয়ার বাজার নিয়ন্ত্রক সংস্থা এসইসি নিউইয়র্কের আদালতে জানিয়েছে, ঘুষকাণ্ডের তদন্তের জন্য ভারত সরকারের সাহায্য প্রয়োজন। কারণ গৌতম আদানি এবং তাঁর ভাইপো সাগর আদানি ভারতে থাকেন। সেক্ষেত্রে তাঁদের আইনি নোটিশ দেওয়ার জন্য আইন মন্ত্রকের সাহায্য প্রয়োজন।
এই নির্দেশের পরই সরব হয়েছে কংগ্রেস। কংগ্রেস নেতা জয়রাম রমেশ প্রশ্ন করেন, আমেরিকায় আদানি প্রসঙ্গ উঠতেই নরেন্দ্র মোদী ব্যক্তিগত বিষয় বলেছিলেন। কিন্ত এবারও কি ব্যক্তিগত বিষয় বলতে পারবেন? নাকি এসইসিকে সাহায্য করবেন?
এই মামলা সংক্রান্ত বিষয়ে আদানি গোষ্ঠী এক বিবৃতিতে জানিয়েছিল, গৌতম আদানি, সাগর আদানি এবং বিনীত জৈনের বিরুদ্ধে বৈদেশিক দুর্নীতি আইনে কোনও মামলা হয়নি। সংবাদমাধ্যম ভারতের পাশাপাশি বিদেশেও আদানি সম্পর্কে ভুল তথ্য প্রচার করেছে।
প্রসঙ্গত, গৌতম আদানির সংস্থা আদানি গ্রিন এনার্জি লিমিটেডের সাথে এক মার্কিন সংস্থা অ্যাজুরে পাওয়ারের চুক্তি হয়। যৌথ উদ্যোগে ১২ গিগাওয়াট সৌরশক্তি বিভিন্ন রাজ্যে বিক্রি করা হবে - এমনই লক্ষ্য ছিল প্রকল্পটির। প্রকল্পটি বিপুল লাভজনক। ২০ বছরে সংস্থাটি প্রায় ১৭ হাজার কোটি টাকা লাভ করত। এই প্রকল্পের জন্যই ঘুষ দিতে চেয়েছিলেন আদানি।
গত ২১ নভেম্বর ইস্টার্ন ডিসট্রিক্ট কোর্টে আদানি গোষ্ঠীর বিরুদ্ধে ‘প্রমাণ-সহ অভিযোগপত্র’ (ইনডিক্টমেন্ট) পেশ করেছিল আমেরিকার ন্যায়বিচার দফতর এবং বাজার নিয়ন্ত্রক এসইসি সংস্থা এসইসি। অভিযোগ, ঘুষের কথা গোপন করেই আমেরিকা ব্যাঙ্ক এবং আমেরিকার লগ্নিকারীদের থেকে প্রকল্পের জন্য কোটি কোটি টাকা তোলে আদানি গ্রিন এনার্জি লিমিটেড।
এরপরেই ৩টি মামলা হয় মার্কিন মুলুকে। ৩টি মামলা হল ইউএস বনাম আদানি ও অন্যান্যরা (আদানির বিরুদ্ধে ফৌজদারি মামলা), সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) বনাম আদানি ও অন্যান্যরা (আদানির বিরুদ্ধে দেওয়ানি মামলা), এবং এসইসি বনাম ক্যাবানেস (অন্য অভিযুক্তদের বিরুদ্ধে দেওয়ানি মামলা)। এই মামলাগুলি বিচারের দায়িত্ব দেওয়া হয়েছে জেলা জজ নিকোলাস জি গারাফিসকে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন