Mahakumbh 2025: কুম্ভে মহিলাদের স্নানের ভিডিও সোশ্যাল মিডিয়ায় বিক্রির অভিযোগ! গ্রেফতার ৩

People's Reporter: ৩ জনকে গ্রেফতার করল পুলিশ। ধৃতদের মধ্যে ২ জন মহারাষ্ট্রের এবং ১ জন প্রয়াগরাজের বাসিন্দা বলে জানা যাচ্ছে।
কুম্ভ মেলা
কুম্ভ মেলাছবি - সংগৃহীত
Published on

কুম্ভমেলায় মহিলাদের আপত্তিকর ভিডিও তুলে সোশ্যাল মিডিয়ায় বিক্রি করার অভিযোগে ৩ জনকে গ্রেফতার করল গুজরাট পুলিশ। ধৃতদের মধ্যে ২ জন মহারাষ্ট্রের এবং ১ জন প্রয়াগরাজের বাসিন্দা বলে জানা যাচ্ছে।

বেশ কিছু দিন ধরেই সমাজমাধ্যমে প্রয়াগরাজে মহিলাদের স্নানের এবং পোশাক বদলের একাধিক ভিডিও ভাইরাল হয়। যা নিয়ে কোতওয়ালি থানায় অভিযোগ দায়ের হয়। তদন্ত শুরু করে উত্তরপ্রদেশ পুলিশ। যোগী সরকারের পুলিশের থেকে পাওয়া তথ্যের ভিত্তিতেই মহারাষ্ট্রের লাতুর থেকে প্রজ্জ্বোল তাইলি ও সাংলি থেকে প্রজ পাটিল নামের দু'জনকে গ্রেফতার করা হয়। তাঁদের জেরা করে চন্দ্রপ্রকাশ ফুলচাঁদ নামের এক ইউটিউবারকে গ্রেফতার করে গুজরাট পুলিশ।

২০১৯ সালে, এলাহাবাদ হাইকোর্ট কুম্ভমেলায় মহিলাদের স্নানের ছবি/ভিডিও প্রকাশ নিষিদ্ধ করে। এর পরিপ্রেক্ষিতে, উত্তরপ্রদেশ পুলিশের সোশ্যাল মিডিয়া টিম ক্রমাগত এই ধরনের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলি চিহ্নিত করে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করছে। উত্তরপ্রদেশের পুলিশের ডিজি প্রশান্ত কুমার বলেন, ১৩ জানুয়ারি মেলা শুরু হওয়ার পর থেকে এখনও পর্যন্ত মোট ১৭টি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে।

প্রসঙ্গত, গত ১৭ ফেব্রুয়ারি মহিলা পুণ্যার্থীদের পুণ্যস্নানের আপত্তিকর ভিডিও পোষ্ট করার অভিযোগ ওঠে একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট @neha1224872024-এর বিরুদ্ধে। এরপর ১৯ ফেব্রুয়ারি, বুধবার আরও একটি টেলিগ্রাম অ্যাকাউন্ট, নাম - CCTV CHANNEL 11-এর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। ওই টেলিগ্রাম অ্যাকাউন্টের বিরুদ্ধে মহিলাদের স্নানের ভিডিও বিক্রি করার অভিযোগ ওঠে।

কুম্ভ মেলা
Mahakumbh 2025: 'চরম অব্যবস্থা, সত্য গোপনের চেষ্টা' - মহাকুম্ভ নিয়ে বিস্ফোরক অভিযোগ শঙ্কারাচার্যের!
কুম্ভ মেলা
Adani: আদানির বিরুদ্ধে তদন্তে ভারত সরকারের সাহায্য প্রয়োজন - দাবি মার্কিন সংস্থার!

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in