INDIA: সংসদে শুধুমাত্র আদানি ইস্যুতে আলোচনায় 'না', ইন্ডিয়া মঞ্চের বৈঠকে ফের অনুপস্থিত তৃণমূল

People's Reporter: সোমবার সকালে অধিবেশন শুরুর আগেই কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের ঘরে বৈঠকে বসেন ইন্ডিয়া মঞ্চের নেতারা।
প্রতীকী ছবি
প্রতীকী ছবিছবি - সংগৃহীত
Published on

ইন্ডিয়া মঞ্চের বৈঠকে ফের একবার অনুপস্থিত রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। সোমবার সংসদে অধিবেশন শুরুর আগে কংগ্রেসের ডাকে বৈঠকে বসেন ইন্ডিয়া মঞ্চের নেতারা। কিন্তু সেখানে তৃণমূলের কোনও প্রতিনিধিকেই দেখা যায়নি।

শীতকালীন অধিবেশন শুরুর প্রথম থেকেই ইন্ডিয়া মঞ্চ থেকে দূরত্ব বজায় রেখে ছিল তৃণমূল। জোটে কংগ্রেসের 'নেতৃত্ব'-এর বিরোধিতা করেছিলেন একাধিক তৃণমূল নেতাও। আজ ফের একবার কংগ্রেসের ডাকা বৈঠকে গরহাজির থাকলেন তৃণমূলের প্রতিনিধিরা।

সোমবার সকালে অধিবেশন শুরুর আগেই কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের ঘরে বৈঠকে বসেন ইন্ডিয়া মঞ্চের নেতারা। বৈঠক হয় মূলত আদানি ইস্যুতে। শীতকালীন অধিবেশন শুরুর দিন থেকেই কংগ্রেস আদানি, মণিপুর ইস্যু নিয়ে সংসদে আলোচনা চেয়েছে। ব্যাপক হট্টগোলের জেরে বারবার মুলতুবি হয়ে যায় সংসদের দুই কক্ষ। তৃণমূল অবশ্য আদানি ইস্যুতে কংগ্রেসকে তেমন সমর্থন করছে না।

তৃণমূলের দাবি, সংসদ সচল রেখেই আদানি ইস্যুতে আলোচনা করা হোক। মানুষের অসুবিধার কথা, বাংলার বঞ্চনার কথা আগে সংসদে তুলতে চায় তৃণমূল। এর আগে তৃণমূলের সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক ব্যানার্জি বলেছিলেন, 'আমাদের অবস্থান খুবই পরিষ্কার। আমরা প্রথমে বাংলার ইস্যুগুলোকে প্রাধান্য দেব। কেন্দ্র বাংলার পাওনা আটকে রেখেছে। আমরা এই বিষয়গুলো নিয়ে সংসদে আলোচনা চাই'।

এছাড়া বারাসাতের তৃণমূল সাংসদ কাকলী ঘোষ দস্তিদার বলেন, 'আমরা চাই সংসদ চলুক। আমরা শুধু একটি ইস্যুতে সংসদকে ব্যাহত করতে চাই না। আমরা এই সরকারকে একাধিক বিষয় নিয়ে প্রশ্ন করতে চাই'।

প্রতীকী ছবি
Maharashtra: মহারাষ্ট্রে 'মহা-জট', মহাযুতির বৈঠকে গরহাজির শিন্ধে! দিল্লি উড়ে গেলেন অজিত পাওয়ার
প্রতীকী ছবি
Parliament Winter Session: দিনের মত মুলতুবি সংসদের দুই কক্ষের অধিবেশন, সরকার আলোচনা চাইছে না - রমেশ

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in