
ঘোষণা হয়েছিল আগেই। বুধবার অহিন্দু কর্মচারীদের বিরুদ্ধে পদক্ষেপ করল অন্ধ্রপ্রদেশের তিরুপতি মন্দির কর্তৃপক্ষ। ১৮ জন অহিন্দু কর্মীকে সরে যাওয়ার বা সেচ্ছাবসর নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। মন্দির কর্তৃপক্ষের বক্তব্য, তিরুপতি মন্দিরের আধ্যাত্মিক পবিত্রতা রক্ষার স্বার্থেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
অন্ধ্রপ্রদেশের তিরুপতি মন্দির পরিচালনা করে তিরুমালা তিরুপতি দেবস্থানম ট্রাস্ট (টিটিডি)। এই ট্রাস্টটি অন্ধ্রপ্রদেশ সরকার নিয়ন্ত্রিত। পরিচালন সমিতি ওই ১৮ জন অহিন্দুকে চিহ্নিত করেছে। চেয়ারম্যান বিআর নাইডুর নেতৃত্বাধীন টিটিডি সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে, ওই ১৮ জন কর্মচারীকে অন্যত্র বদলি নিতে হবে। অথবা তাঁদের স্বেচ্ছায় অবসর নিতে হবে। কর্তৃপক্ষের স্পষ্ট নির্দেশ, তাঁরা মন্দিরের কাজ করতে পারবেন না বা মন্দিরের অন্য কোনও কাজের সঙ্গে যুক্ত থাকতে পারবেন না।
তিরুপতি মন্দিরের অহিন্দু কর্মচারীরা নিজ নিজ ধর্মীয় অনুষ্ঠান পালন করেন। পাশাপাশি তাঁরা মন্দিরের কাজ করেন এবং মন্দিরের ধর্মীয় অনুষ্ঠানেও যোগ দেন। আর এখানেই আপত্তি ছিল সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। সেকারণেই ওই ১৮ জন কর্মচারীর বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ করা হয়েছে।
কিছুদিন আগে তিরুপতি মন্দিরে প্রসাদ হিসাবে দেওয়া লাড্ডুতে প্রধান উপকরণ হিসেবে ব্যবহার করা ঘি-তে পশুর চর্বি মেশানোর অভিযোগ ঘিরে বির্তক হয়েছিল। এরপরেই পুরনো বোর্ড বদলে নতুন করে টিটিডি বোর্ড গঠন করা হয়। বিআর নাইডুকে ট্রাস্টের চেয়ারম্যান পদে নিযুক্ত করা হয়। নতুন বোর্ড গঠনের পরেই অহিন্দু কর্মচারীদের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। বুধবার তা কার্যকর করা হল।
বিজেপি নেতা এবং টিটিডি বোর্ডের সদস্য ভানু প্রকাশ রেড্ডি এই পদক্ষেপকে সমর্থন জানিয়ে বলেন, তিনি অহিন্দু কর্মচারীদের সরে যাওয়া দেখতে প্রস্তুত ছিলেন।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন