
এবার দেশজুড়ে আমিষ খাবার বন্ধের পক্ষে সওয়াল করলেন আসানসোলের তারকা তৃণমূল সাংসদ শত্রুঘ্ন সিনহা। তাঁর মতে, কোনও নির্দিষ্ট জায়গায় নয়, দেশজুড়ে আমিষ খাবার নিষিদ্ধ করা উচিত। পাশাপাশি, উত্তরাখণ্ডের অভিন্ন দেওয়ানি বিধি (ইউনিফর্ম সিভিল কোড বা ইউসিসি)–এর প্রশংসা করলেন তিনি। বহু বাধা-বিতর্ক থাকা সত্ত্বেও ইউসিসি চালু করেছে, সেজন্য উত্তরাখণ্ড সরকারকে সাধুবাদ জানান তৃণমূল সাংসদ।
মঙ্গলবার সংসদের বাইরে সাংবাদিকদের তৃণমূল সাংসদ জানান, ‘‘শুধু গোমাংসই নয়, দেশে সমস্ত আমিষ পদ নিষিদ্ধ করা উচিত। সরকার বিভিন্ন জায়গায় গোমাংস বিক্রি বন্ধ করেছে। তবে এখনও অনেক জায়গায় গোমাংস বিক্রি বা খাওয়ায় কোনও আইনি বাধা নেই। উত্তর-পূর্বের মানুষ প্রকাশ্যে এগুলো খেতে পারেন। কিন্তু উত্তর ভারত পারে না”। তাঁর সংযোজন, ‘‘উত্তর-পূর্বে গোমাংস খেলে ইয়াম্মি, আর উত্তর ভারতে খেলে মাম্মি! এ তো হতে পারে না। নিষেধাজ্ঞা সর্বত্র প্রয়োগ করা উচিত”।
পাশাপাশি, তৃণমূল সাংসদ সওয়াল করেন, যে আইন উত্তর ভারতের জন্য আছে, একই আইন উত্তর-পূর্বের জন্যও চালু হওয়া উচিত। দেশ একটাই, তাই নিয়মও এক হওয়া উচিত। তবে আসানসোলের সাংসদ মনে করেন, অভিন্ন দেওয়ানি বিধিতে কিছু ফাঁকফোকর রয়েছে। শত্রুঘ্ন বলেন, “ইউসিসি কার্যকর করার আগে একটি সর্বদলীয় বৈঠক ডাকা উচিত”।
গত ২৭ জানুয়ারি দেশের প্রথম রাজ্য হিসাবে উত্তরাখণ্ডে চালু হয়েছে অভিন্ন দেওয়ানি বিধি বা ইউসিসি। নতুন বিধি অনুযায়ী, লিভ-ইনের জন্য সমস্ত যুগলকে বিয়ের মতো প্রায় একই ধাঁচের রেজিস্টেশন করাতে হবে। নিয়ম না মানলে অথবা রেজিস্টেশনের সময় ভুল তথ্য দিলে হতে পারে তিন মাসের কারাবাস। এমনকি ২৫ হাজার টাকা পর্যন্ত জরিমানাও হতে পারে।
এ নিয়ে বিতর্কের মাঝে শত্রুঘ্ন বলেন, ‘‘দেশে অভিন্ন দেওয়ানি বিধি তো চালু হওয়া উচিত। পুরো দেশ সেটা মানবে। তবে আইনে অনেক বিষয় থাকে। অনেক বিষয়ে নজর দিতে হয়। এক দিন মনে হল, আর ভোটকে পাখির চোখ করে বলে দিলেন, চলুন, আজ থেকে অভিন্ন দেওয়ানি বিধি চালু হল, এমনটা হতে পারে না”।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন