নরেন্দ্র মোদী, রাহুল গান্ধী এবং অরবিন্দ কেজরীওয়াল
নরেন্দ্র মোদী, রাহুল গান্ধী এবং অরবিন্দ কেজরীওয়ালছবি সংগৃহীত

LIVE BLOG Of Delhi Polls 2025: ভোটারদের টাকা বিলি করছে বিজেপি - অভিযোগ আপের

People's Reporter: ৭০টি আসনে মোট ৬৯৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ২২০ কোম্পানি আধা-সেনা, ১৯ হাজার হোমগার্ড এবং ৩৫,০০০-র বেশি দিল্লি পুলিশ মোতায়েন করা হয়েছে।

আপ ভুয়ো ভোটার আনছে, অভিযোগ বিজেপি প্রার্থীর

সিলামপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অনিল গৌরের অভিযোগ, "৩০০-৪০০ ভুয়ো ভোটার উত্তর প্রদেশের লোনি থেকে আনা হয়েছে। আমার মনে হচ্ছে তাঁরা বাংলাদেশি, তাঁদের মধ্যে পুরুষ এবং মহিলা উভয়ই আছেন। আমরা ২৫ জনকে ধরেছি। এখানে ভুয়ো ভোট হচ্ছে। আমরা এটি বন্ধ করেছি। কেজরিওয়াল এই সমস্ত ভুয়ো ভোটের পিছনে রয়েছেন।"

বিজেপি কর্মীরা এই ঘটনার প্রতিবাদে বিক্ষোভ দেখাচ্ছেন।

ভোটের দিন বাল্মীকি সম্প্রদায়ের মানুষদের আটক করা হচ্ছে - অভিযোগ আপ নেতার

ভোটের দিন বাল্মীকি সম্প্রদায়ের নেতাদের কেন আটক করা হচ্ছে? নিজের এক্স হ্যান্ডেলে এই প্রশ্ন তুললেন আপ নেতা সঞ্জয় সিং।

তিনি তাঁর এক্স হ্যান্ডেলে লিখেছেন, “বাল্মীকি সম্প্রদায়ের আর এক নেতা, হরিশজীকে সাউথ অ্যাভিনিউ থানার পুলিশ গ্রেপ্তার করেছে। খবর পাওয়া গেছে যে পুরো দিল্লি জুড়ে বাল্মীকি সম্প্রদায়ের লোকদের ইচ্ছাকৃতভাবে গ্রেপ্তার করা হচ্ছে। @AmitShah বাল্মীকি সম্প্রদায়ের সাথে আপনার শত্রুতা কীসের?”

তিনি আরও বলেন, “আপনি এখনও পর্যন্ত এই সম্প্রদায়ের কতজনকে গ্রেপ্তার করেছেন? বাল্মীকি সম্প্রদায় তাদের ভোটের শক্তি দিয়ে এই অপমানের প্রতিশোধ নেবে।”

জঙ্গপুরায় ভোটারদের টাকা বিলি করছে বিজেপি - অভিযোগ আপের

"জঙ্গপুরায়, বিজেপি প্রকাশ্যে ভোটারদের একটি বাড়িতে নিয়ে যাচ্ছে এবং টাকা বিলি করছে। জঙ্গপুরা বিধানসভায় বিজেপি বুথ সংলগ্ন একটি বাড়িতে ভোটারদের মধ্যে টাকা বিতরণ করা হচ্ছে। দিল্লি পুলিশ এবং নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে এই সব করা হচ্ছে। @ECISVEEP যদি আপনার সামান্যতম আত্মসম্মান অবশিষ্ট থাকে, তাহলে সংবিধানের এই হত্যাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিন।" নিজেদের এক্স হ্যান্ডেলে এক পোষ্টে এই দাবি করেছে আম আদমি পার্টি।

যদিও এই অভিযোগের প্রতিক্রিয়ায়, দিল্লি পুলিশ জানিয়েছে, টাকা বিলির অভিযোগ প্রমাণিত হয়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং বিভ্রান্তি দূর করা হয়েছে।

ভোটারদের আটকানো হচ্ছে - অভিযোগ আপ নেতা সৌরভ ভরদ্বাজের

দিল্লি পুলিশ ভোট দিতে আসা ভোটারদের আটকাচ্ছে। চিরাগ অঞ্চলের ১৭-১৮টি বুথে এই কাজ করা হচ্ছে বলে অভিযোগ জানিয়েছেন আপ নেতা সৌরভ ভরদ্বাজ। এদিন তিনি বলেন, "আপনারা সকাল থেকে এখানে দাঁড়িয়ে আছেন নির্বাচনকে প্রভাবিত করার জন্য। এখানে ব্যারিকেড কেন লাগানো হয়েছে? দিল্লি পুলিশের কোন ঊর্ধ্বতন কর্মকর্তা তাদের ব্যারিকেড লাগাতে বলেছেন? দরিদ্র গ্রামবাসীদের বিরক্ত করার জন্যই এসব করা হচ্ছে। মালব্য নগরের এসিপি এবং এসএইচও যেখানেই আপের শক্ত ঘাঁটি আছে সেখানেই প্রকাশ্যে এই সব করছেন।

তিনি আরও বলেন, এখানে ২১,০০০ মানুষের ভোট আছে। দিল্লির চিরাগের ১৭-১৮টি ভোটকেন্দ্রেই পুলিশ এটি করছে। মানুষ মেট্রো থেকেও আসতে পারবে না, রাস্তায়ও ভোট দিতে পারবে না... বীরেন্দ্র সচদেব বা রাষ্ট্রপতি মুর্মু কি ভোটকেন্দ্র থেকে ২০০ মিটার দূরে গাড়ি থেকে নেমেছিলেন?

দুপুর ১টা পর্যন্ত ভোট পড়েছে ৩৩.৩১ %

দিল্লি বিধানসভা নির্বাচনে দুপুর ১টা পর্যন্ত ভোট পড়েছে ৩৩.৩১%।

ভোটারদের টাকা বিলি করা হচ্ছে - অভিযোগ আপ সাংসদের

দিল্লি নির্বাচন নিয়ে চাঞ্চল্যকর অভিযোগ তুললেন আপ সাংসদ সঞ্জয় সিং। নিজের এক্স হ্যান্ডেলে এক পোষ্টে তিনি লিখেছেন, বিজেপির দুষ্কৃতীরা রাষ্ট্রপতি ভবনের কাছে এন ব্লকের ২৭ নম্বর বুথে ভোটারদের টাকা বিলি করছে। যা অত্যন্ত স্পর্শকাতর এলাকা। যখন আমি সেখানে যাই তারা পালিয়ে যায়। দিল্লিতে নির্বাচনকে প্রহসনে পরিণত করা হচ্ছে।

সস্ত্রীক ভোট দিলেন প্রাক্তন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়

স্ত্রীকে সাথে নিয়ে ভোট দিলেন দেশের প্রাক্তন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়। এরপর সাংবাদিকদের সামনে তিনি বলেন, "গণতন্ত্রে প্রতিটি নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। যখন কোনও নির্দিষ্ট নির্বাচনের কথা আসে, তখন এর সাথে যুক্ত সকলেই এটিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করেন। দিল্লি হোক, জাতীয় নির্বাচন হোক বা রাজ্য নির্বাচন, প্রতিটি নির্বাচনই অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে, সারা বিশ্ব এবং আমাদের নিজস্ব সমাজের কাছে আমরা প্রমাণ করি যে আমরা নাগরিক হিসেবে গণতন্ত্রের প্রক্রিয়ায় দায়িত্বশীল অংশগ্রহণকারী।"

সস্ত্রীক ভোট দিলেন ডিওয়াই চন্দ্রচূড়
সস্ত্রীক ভোট দিলেন ডিওয়াই চন্দ্রচূড়

সকাল ১১টা পর্যন্ত দিল্লিতে ভোট দানের হার ১৯.৯ শতাংশ

ভোট দিলেন সিপিআইএম নেতা প্রকাশ কারাত এবং বৃন্দা কারাত

ভোট দিলেন সিপিআইএম নেতা প্রকাশ কারাত এবং তাঁর স্ত্রী বৃন্দা কারাত। তিনি জানান কেন্দ্র এবং উপরাজ্যপালের হস্তক্ষেপের বিরুদ্ধে ভোট দিয়েছেন। তিনি বলেন, ''দিল্লিতে নির্বাচিত সরকারকে কাজ করতে দেওয়া হয়নি। আমরা কেন্দ্র এবং উপরাজ্যপালের এই হস্তক্ষেপের বিরুদ্ধে ভোট দিয়েছি। নির্বাচিত সরকারের কাজ করার অধিকার থাকা উচিত।"

ভোট দিলেন সোনিয়া গান্ধী

লোধি এস্টেটের অটল আদর্শ বিদ্যালয়ে (এনডিএমসি) ভোট দিলেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী। তাঁর সাথে ছিলেন সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী বঢরা এবং নয়াদিল্লি কেন্দ্রের দলীয় প্রার্থী সন্দীপ দীক্ষিত।

স্বামী-ছেলেকে সাথে নিয়ে ভোট দিলেন প্রিয়াঙ্কা গান্ধী

স্বামী রবার্ট বঢরা এবং ছেলে রায়হান বঢরাকে সাথে নিয়ে লোধি এস্টেটের একটি ভোটকেন্দ্রে ভোট দিলেন কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী।

আপ সরকারের তীব্র আক্রমণে রাহুল গান্ধী, কংগ্রেসকে ভোট দেওয়ার আবেদন

সকাল সকাল নিজের ভোট দিয়ে এসেছেন রাহুল গান্ধী। এরপর নিজের এক্স হ্যান্ডেলে আপ-কে আক্রমণ করে ভোটারদের কংগ্রেসকে ভোট দেওয়ার অনুরোধ জানিয়েছেন তিনি। তিনি লেখেন, "আমার প্রিয় দিল্লির ভাই ও বোনেরা, কংগ্রেসকে আপনার দেওয়া প্রতিটি ভোট আপনার অধিকার রক্ষা করবে, সংবিধানকে শক্তিশালী করবে এবং দিল্লিকে অগ্রগতির পথে ফিরিয়ে আনবে। ভোট দেওয়ার সময় মনে রাখবেন দূষিত বায়ু, নোংরা জল, ভাঙা রাস্তার জন্য কে দায়ী? স্বচ্ছ রাজনীতি করার কথা বলে দিল্লিতে সবচেয়ে বড় কেলেঙ্কারি কে করেছে মনে রাখবেন।”

সস্ত্রীক ভোট দিলেন আপ নেতা মণীশ সিসোদিয়া

জঙ্গপুরা আসনের আপ প্রার্থী মণীশ সিসোদিয়া এবং তাঁর স্ত্রী লেডি আরউইন স্কুলের একটি পোলিং বুথে ভোট দিলেন। সিসোদিয়া বলেন, "আমি আমার পরিবারের সাথে দিল্লির মানুষের উন্নত জীবনের জন্য ভোট দিয়েছি। আমি দিল্লির জনগণের কাছে আবেদন করছি, তাঁরা যেন তাঁদের সন্তানদের মানসম্মত শিক্ষা, সুস্বাস্থ্য, জল ও বিদ্যুতের জন্য ভোট দেন। আমরা আশা করি 'শিক্ষা বিপ্লব' জয়ী হবে।"

সস্ত্রীক ভোট দিলেন আপ নেতা মণীশ সিসোদিয়া
সস্ত্রীক ভোট দিলেন আপ নেতা মণীশ সিসোদিয়া

গুন্ডামি হারবে, দিল্লি জিতবে: কেজরিওয়াল

দিল্লিবাসীর উদ্দেশ্যে এদিন নেজের এক্স হ্যান্ডেলে কেজরিওয়াল লেখেন, "ভোট মানে কেবল একটি বোতাম টেপা নয়, এটি আপনার সন্তানদের উজ্জ্বল ভবিষ্যতের ভিত্তি। এখানে ভালো স্কুল, চমৎকার হাসপাতাল আছে এবং প্রতিটি পরিবারেরই সম্মানজনক জীবনযাপনের সুযোগ রয়েছে। আজ আমাদের মিথ্যা, ঘৃণা এবং ভয়ের রাজনীতিকে পরাজিত করতে হবে এবং সত্য, উন্নয়ন এবং সততার জয় করতে হবে। নিজে ভোট দিন এবং আপনার পরিবার, বন্ধুবান্ধব এবং প্রতিবেশীদেরও অনুপ্রাণিত করুন। গুন্ডামি হারবে, দিল্লি জিতবে।''

ভোট দিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না

ভোট দিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না
ভোট দিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না

ভোট দিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অতিশী

ভোট দিলেন দিল্লির মুখ্যমন্ত্রী তথা কালকাজি কেন্দ্রের আপ প্রার্থী অতিশী। এরপর সাংবাদিকদের সামনে তিনি বলেন, "এটি একটি 'ধর্মযুদ্ধ'। সত্য বনাম মিথ্যার এই লড়াইয়ে, আমি আশা করি দিল্লির মানুষ সত্যের পাশে দাঁড়াবেন এবং গুন্ডামিকে পরাজিত করবেন। দিল্লি পুলিশ যেকোনো কিছু করতে পারে। একদিকে বিজেপির গুন্ডামি চলছে, অন্যদিকে দিল্লি পুলিশ প্রকাশ্যে বিজেপিকে পূর্ণ সমর্থন দিচ্ছে"

ভোট দিলেন ভারতের প্রধান নির্বাচন কমিশনার রাজীব কুমার

নিউ মতিবাগের একটি ভোটকেন্দ্রে ভোট দিয়েছেন ভারতের প্রধান নির্বাচন কমিশনার রাজীব কুমার।

ভোট দিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু

ডঃ রাজেন্দ্র প্রসাদ কেন্দ্রীয় বিদ্যালয়ের ভোটকেন্দ্রে নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।

ভোট দিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু
ভোট দিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু

সস্ত্রীক ভোট দিলেন বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর

বিদেশমন্ত্রী ডঃ এস জয়শঙ্কর এবং তাঁর স্ত্রী কিয়োকো জয়শঙ্কর তুঘলক ক্রিসেন্টের এনডিএমসি স্কুল অফ সায়েন্স অ্যান্ড হিউম্যানিটিজে তৈরি করা একটি ভোটকেন্দ্রে নিজেদের ভোট দিয়েছেন।

 ভোট দিলেন রাহুল গান্ধী 

সকাল সকাল নির্মাণ ভবনের একটি ভোটকেন্দ্রে এসে ভোট দিলেন লোকসভার বিরোধী দলনেতা তথা কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী।

ভোট দিলেন রাহুল গান্ধী
ভোট দিলেন রাহুল গান্ধী

আগে ভোট, তারপর জলখাবার - ভোটারদের বার্তা প্রধানমন্ত্রীর

গণতন্ত্রের উৎসবে শামিল হওয়ার জন্য সকলকে আহ্বান জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, ‘‘গণতন্ত্রের উৎসবে পূর্ণ উৎসাহের সাথে অংশগ্রহণ করার জন্য এখানকার ভোটারদের আহ্বান জানাচ্ছি। আপনারা আপনাদের মূল্যবান ভোট দিন। প্রথমবার ভোট দিতে যাওয়া সকল তরুণ বন্ধুদের আমার বিশেষ শুভেচ্ছা। মনে রাখবেন - আগে ভোট, তারপর জলখাবার!’’

জয় আশা করছে বিজেপি-ও

বিজেপি এবার জয়ের আশা করছে দিল্লিতে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ বিজেপির শীর্ষ নেতৃত্ব একাধিকবার বিশাল সমাবেশ করেছেন দিল্লিতে।

মর্যাদার লড়াই আপ-এর

এবারের দিল্লি বিধানসভা নির্বাচন আম আদমি পার্টির কাছে বড়ো চ্যালেঞ্জ। দিল্লি আবগারি দুর্নীতি সংক্রান্ত মামলায় আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল সহ দলের একাধিক তাবড় তাবড় নেতা কেন্দ্রীয় এজেন্সির হাতে গ্রেফতার হয়েছেন। দীর্ঘ কয়েক মাস জেলে থেকেছেন। যদিও এই মুহূর্তে সকলেই জামিনে মুক্ত আছেন। এই পরিস্থিতিতে এই নির্বাচন আম আদমি পার্টির কাছে মর্যাদার লড়াই।

এক নজরে হেভিওয়েট প্রার্থীরা

নয়াদিল্লি কেন্দ্র থেকে লড়ছেন আপ সুপ্রিমো অরবিন্দ কেজরীওয়াল। এই কেন্দ্রে বিজেপির প্রার্থী প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী সাহিব সিংহ বর্মার ছেলে তথা প্রাক্তন সাংসদ পরবেশ বর্মা। কংগ্রেস প্রার্থী করেছে আর এক প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী শীলা দীক্ষিতের ছেলে তথা প্রাক্তন সাংসদ সন্দীপ দীক্ষিতকে। অর্থাৎ নয়াদিল্লি কেন্দ্রের সব প্রার্থীই হেভিওয়েট।

কালকাজি কেন্দ্র লড়ছেন দিল্লির বর্তমান মুখ্যমন্ত্রী তথা আপ নেত্রী আতিশী। এই কেন্দ্রে বিজেপির টিকিটে লড়ছেন প্রাক্তন সাংসদ রমেশ বিধুরি। কংগ্রেসের প্রার্থী দলের মহিলা শাখার সর্বভারতীয় সভানেত্রী অলকা লাম্বা। অর্থাৎ এই কেন্দ্রটিও হেভিওয়েট কেন্দ্র।

জঙ্গপুরা থেকে লড়ছেন দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রী তথা আপ নেতা মণীশ সিসোদিয়া।

একনজরে গত দুটি বিধানসভা নির্বাচনের ফলাফল

২০২০ সালের বিধানসভা নির্বাচনে ৭০ আসনের মধ্যে আম আদমি পার্টি জয়ী হয় ৬২ আসনে এবং বিজেপি জয়ী হয় ৮ আসনে। সেবার আপ-এর প্রাপ্ত ভোটের হার ছিল ৫৩.৫৭ শতাংশ এবং বিজেপির প্রাপ্ত ভোটের হার ছিল ৩৮.৫১ শতাংশ।

২০১৫ সালের নির্বাচনে আম আদমি পার্টি জয়ী হয় ৬৭ আসনে এবং বিজেপি জয়ী হয় ৩ আসনে। সেবার আম আদমি পার্টির প্রাপ্ত ভোট ছিল ৫৪.৩% এবং বিজেপির প্রাপ্ত ভোট ছিল ৩২.৩%। এবার জিতলে হ্যাট্রিক করবে আপ।

ভোটদান করবেন ১.৫৬ কোটি ভোটার

আজ ভোটদান করবেন দিল্লির ১.৫৬ কোটি ভোটার। যার মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ৮৩.৭৬ লক্ষ, মহিলা ভোটার ৭২.৩৬ লক্ষ এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১,২৬৭ জন।

২২০ কোম্পানি আধা-সেনা, ৩৫,০০০-র বেশি পুলিশ মোতায়েন

বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে দিল্লির নিরাপত্তা সুনিশ্চিত করতে তৎপর নির্বাচন কমিশন। ২২০ কোম্পানি আধা-সেনা, ১৯ হাজার হোমগার্ড এবং ৩৫,০০০-র বেশি দিল্লি পুলিশ মোতায়েন করা হয়েছে।

এছাড়াও ৩৯ জন জেনারেল অবজার্ভার রাখা হয়েছে। পুলিশ অবজার্ভার থাকবেন ১১ জন। কাউন্টিং অবজার্ভার ৭০ জন।

ভোট গ্রহণ শুরু দিল্লিতে

আজ দিল্লি বিধানসভা নির্বাচন। সকাল ৭টা থেকে ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু হয়েছে সেখানে। এক দফাতেই ৭০ আসনে নির্বাচন হবে। আগামী ৮ ফেব্রুয়ারি ফল ঘোষণা।

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

logo
People's Reporter
www.peoplesreporter.in