
বদলে যাচ্ছে প্রায় ২৫০ বছরের পুরনো ঐতিহাসিক ফোর্ট উইলিয়ামের নাম। ভারতীয় সেনার ইস্টার্ন কম্যান্ডের সদর দফতর হিসাবে পরিচিত এই দুর্গের নতুন নাম হয়েছে ‘বিজয় দুর্গ’। যদিও কেন্দ্রের পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা এখনও হয়নি। তবে প্রশাসনিক মহলে এই পরিবর্তন কার্যকর হয়েছে অনেক আগেই।
কলকাতার প্রতিরক্ষা মন্ত্রকের প্রধান জনসংযোগ আধিকারিক উইং কমান্ডার হিমাংশু তিওয়ারি জানিয়েছেন, এই সিদ্ধান্তটি ২০২৩ সালের ডিসেম্বর মাসে নেওয়া হয়েছে। তিনি বলেন, নাম পরিবর্তনের নির্দেশ আসে সে বছর ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে। এখনও পর্যন্ত সরকারি ঘোষণা না হলেও, প্রশাসনিক কাজকর্মে ‘বিজয় দুর্গ’ নাম ব্যবহার করা হচ্ছে।
তিনি আরও জানান, শুধু দুর্গই নয়। ফোর্ট উইলিয়ামের ভিতরের দুটি গুরুত্বপূর্ণ অংশের নামও পরিবর্তন করা হয়েছে। সাউথ গেট এখন ‘শিবাজী গেট’ নামে পরিচিত। আগে এর নাম ছিল ‘সেন্ট জর্জ গেট’। আগে পরিচিত কিচেনার হাউসের নতুন নাম দেওয়া হয়েছে ‘মানেকশ হাউস’। প্রশাসনিক সূত্রের খবর, ঔপনিবেশিকতার ছাপ মুছে ফেলার জন্যই এই নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র সরকার।
ফোর্ট উইলিয়াম ইস্ট ইন্ডিয়া কোম্পানি নির্মাণ করে। তৎকালীন ব্রিটেনের রাজা তৃতীয় উইলিয়ামের নামে এর নামকরণ করা হয়েছিল। ১৬৯৬ সালে তৈরি হওয়া এই দুর্গ একসময় বাংলার নবাব সিরাজ-উদ-দৌলার আক্রমণের মুখে পড়ে ক্ষতিগ্রস্ত হয়। পরে, ১৭৮১ সালে লর্ড ক্লাইভ দুর্গটি পুনর্নির্মাণ করেন।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন