Madhya Pradesh: গোপনে ছাত্রীদের পোশাক বদলের ভিডিও করা! গ্রেফতার তিন এবিভিপি নেতা

People's Reporter: মঙ্গলবার মন্দসৌরের মহারাজা যশবন্ত রাও হোলকার সরকারি কলেজে ছিল ইউথ ফেস্টিভ্যাল। অনুষ্ঠানের জন্য পোশাক বদল করছিলেন ছাত্রীরা। ওই সময় লুকিয়ে ভিডিও করছিলেন তিন এবিভিপি নেতা।
প্রতীকী ছবি
প্রতীকী ছবিছবি - সংগৃহীত
Published on

গোপনে ছাত্রীদের পোশাক বদলের ছবি, ভিডিও তোলার অভিযোগে আরএসএস-এর ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (এবিভিপি) -র তিন ছাত্র নেতাকে গ্রেফতার করল মধ্যপ্রদেশ পুলিশ। বুধবার ওই কলেজের অধ্যক্ষার অভিযোগের ভিত্তিতে ওই তিন ছাত্র নেতাকে গ্রেফতার করা হয়েছে।

ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের মন্দসৌরের মহারাজা যশবন্ত রাও হোলকার সরকারি কলেজে। মঙ্গলবার ওই কলেজে ছিল ইউথ ফেস্টিভ্যাল। সেই অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য পোশাক বদল করছিলেন ছাত্রীরা। অভিযোগ, ওই সময় লুকিয়ে ছাত্রীদের পোশাক বদলের ভিডিও করে অভিযুক্তেরা।

কলেজের অধ্যক্ষা ড. প্রীতি শর্মা জানান, ছাত্রীরা এই ঘটনার কথা কর্তৃপক্ষকে জানায়। অভিযোগের ভিত্তিতে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হলে দেখা যায়, চারজন ছাত্র পোশাক পালটানোর ঘরের ভেন্টিলেটর দিয়ে মোবাইল ফোনে ভিডিও তুলছিল।

তিনি বলেন, “ছাত্রীদের কাছ থেকে খবর পাওয়ার পর আমরা সঙ্গে সঙ্গে সিসিটিভি ফুটেজ পরীক্ষা করি। তখনই দেখা যায়, চার ছাত্র এই জঘন্য কাজ করেছে। যাতে ভিডিওগুলি বাইরে না ছড়ায় এবং মেয়েরা মানসিক চাপে পড়ে কোনও চরম পদক্ষেপ না নেয়, সে কারণে আমরা দ্রুত পুলিশকে খবর দিই।"

অভিযোগ পাওয়ার পর ভানপুরা থানার পুলিশ অভিযুক্ত ছাত্রদের মধ্যে তিনজনকে গ্রেফতার করেছে। চতুর্থ জন পলাতক। গ্রেফতার হওয়া তিনজনই বিএ তৃতীয় বর্ষের ছাত্র। অভিযুক্তদের মধ্যে রয়েছেন এবিভিপি-র স্থানীয় সম্পাদক উমেশ যোশি, কলেজ ইউনিটের সহ-প্রভারি অজয় গৌর এবং কর্মী হিমাংশু বৈরাগী। পুলিশ ওই তিনজনের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা (BNS) -এর ধারা ৭৭ এবং ৩(৫) -এর অধীনে মামলা দায়ের করেছে।

তিন অভিযুক্তকে আদালতে তোলা হলে তাঁদের জেল হেফাজত দেওয়া হয়েছে। এদিকে পুলিশ ওই তিনজনের মোবাইল ফোন বাজেয়াপ্ত করে ফরেন্সিকে পাঠিয়েছে। ফোনে আরও ওই ধরনের ছবি, ভিডিও আছে কি না, তা খতিয়ে দেখতে চায় পুলিশ।

প্রতীকী ছবি
কর্ণাটকে নিষিদ্ধ হতে পারে RSS! খাড়গের চিঠি পেয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস মুখ্যমন্ত্রীর
প্রতীকী ছবি
Javed Akhtar: 'লজ্জায় মাথা হেঁট হয়ে গেছে', ভারতে তালিবান মন্ত্রীর অভ্যর্থনায় ক্ষুব্ধ জাভেদ আখতার!

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in