'সংবিধানের উপর আক্রমণের আগে দু'বার ভাবুন' - ফের নির্বাচন কমিশনের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ রাহুলের

People's Reporter: রাহুলকে পাল্টা অভিযোগ প্রমাণের দাবি জানিয়েছে নির্বাচন কমিশন। বিজেপির আইটি সেল প্রধান অমিত মালব্যও এই অভিযোগকে “রাজনৈতিক নাটক” বলে কটাক্ষ করেছেন।
রাহুল গান্ধী
রাহুল গান্ধীছবি - রাহুল গান্ধীর ফেসবুক পেজ
Published on

গতকালের পর আজ ফের নির্বাচন কমিশনের বিরুদ্ধে সুর চড়ালেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী (Rahul Gandhi)। কমিশনের উদ্দেশ্যে কংগ্রেস সাংসদ সাফ জানান, “সংবিধানের ওপর আক্রমণ করার আগে দু’বার ভাবুন। আমরা একে একে আপনাদের ধরব। সময় লাগবে, কিন্তু ধরব।”

শুক্রবার কর্ণাটকে এক জনসভায় বক্তব্য রাখেন রাহুল গান্ধী। সেখানেই নির্বাচন কমিশন (ইসি)-এর বিরুদ্ধে তিনি অভিযোগ করেছেন, সংস্থাটি বিজেপির সঙ্গে যোগসাজশ করে “বৃহৎ মাত্রার ভোট জালিয়াতি” করেছে।

রাহুল দাবি করেন, নির্বাচন কমিশন গত দশ বছরের ভোটার তালিকা ও ভোটকেন্দ্রের ভিডিও রেকর্ড প্রকাশ করার ক্ষেত্রে গোপনীয়তা বজায় রাখছে। বৃহস্পতিবার কংগ্রেস “একশ শতাংশ প্রমাণ” করেছে যে ইসি ও বিজেপি ভোট চুরি করেছে। তিনি আরও জানান, আজ বিহার, মধ্যপ্রদেশ ও রাজস্থানে ইসি-র ওয়েবসাইট অচল হয়ে পড়েছে।

রাহুল আরও বলেন, "যদি আমরা ইলেকট্রনিক তথ্য হাতে পেয়ে যাই তাহলে প্রমাণ করে দেব ভারতের প্রধানমন্ত্রী চুরি করে প্রধানমন্ত্রী হয়েছেন। যদি সংবিধানকে আক্রমণ করে আপনারা বেঁচে যাবেন ভাবছেন তাহলে ভুল। আমরা প্রত্যেককে ধরবো। এক এক করে ধরবো।"

রাহুল অভিযোগ করেন, গত বছরের মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে এক কোটি “নতুন” ভোটারের উদ্ভব হয়েছিল। তাঁর দাবি, এটি বৃহত্তর “ভোট চুরি” চক্রের অংশ, যা কর্ণাটক ও উত্তরপ্রদেশেও চলছে।

যদিও বিরোধী দলনেতাকে পাল্টা অভিযোগ প্রমাণের দাবি জানিয়েছে নির্বাচন কমিশন। বিজেপির আইটি সেল প্রধান অমিত মালব্যও তাঁর অভিযোগকে “রাজনৈতিক নাটক” বলে কটাক্ষ করেছেন।

রাহুলের জনসভার আগেই বিজেপি কর্ণাটকের এক্স হ্যান্ডেল থেকে কংগ্রেস সরকারের বিরুদ্ধে একাধিক দুর্নীতির মামলা তুলে ধরে আক্রমণ করা হয়, যার মধ্যে রয়েছে মাইসুরু আরবান ডেভেলপমেন্ট অথরিটি কেলেঙ্কারি এবং প্রান্তিক জনগোষ্ঠীর জন্য বরাদ্দ ১৮৭ কোটি টাকা আত্মসাতের অভিযোগ।

রাহুল গান্ধী
Odisha: নতুন-পুরনো সমস্ত সরকারি ভবনের রঙ হবে গেরুয়া! নির্দেশ ওড়িশার বিজেপি সরকারের
রাহুল গান্ধী
Rahul Gandhi: 'গত ১০-১৫ বছর ধরে চলছে ভোট চুরি' - নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিস্ফোরক রাহুল গান্ধী

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in