Odisha: নতুন-পুরনো সমস্ত সরকারি ভবনের রঙ হবে গেরুয়া! নির্দেশ ওড়িশার বিজেপি সরকারের

People's Reporter: ৩০ জুলাই জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সব সরকারি ভবনের জন্য একই রঙ করতে হবে। ভবনের বাইরের দেয়ালগুলির জন্য হালকা গেরুয়া এবং সীমানা বা বর্ডারের জন্য টেরাকোটা রঙ নির্ধারিত হয়েছে।
ওড়িশার মুখ্যমন্ত্রী মোহনচরণ মাঝি
ওড়িশার মুখ্যমন্ত্রী মোহনচরণ মাঝিছবি - সংগৃহীত
Published on

ওড়িশার সমস্ত সরকারি অফিস গেরুয়া রঙ করার নির্দেশ দিল সেই রাজ্যের বিজেপি সরকার। এই পদক্ষেপকে ঘিরে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক বিতর্ক।

ওড়িশা ওয়ার্কস (Works) দফতরের তরফ থেকে ৩০ জুলাই জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নতুন এবং পুরনো সব সরকারি ভবনের জন্য একই রঙ করতে হবে। বিশেষ করে নির্মাণ, মেরামতি বা সংস্কারের সময়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভবনের বাইরের দেয়ালগুলির জন্য হালকা গেরুয়া (light saffron) এবং সীমানা বা বর্ডারের জন্য টেরাকোটা (terracotta) রঙ নির্ধারিত হয়েছে।

চলতি বছরের মার্চ মাসে সরকারি স্কুলগুলিও গেরুয়া রঙে রাঙানোর নির্দেশ দিয়েছিল সেরাজ্যের নব নির্বাচিত বিজেপি সরকার। দেওয়াল গেরুয়া এবং সীমানার রঙ অরেঞ্জ ট্যান (orange tan) করা বাধ্যতামূলক করা হয়।

এছাড়া, মুখ্যমন্ত্রী ছাত্রছাত্রী পরিধান যোজনার অধীনে স্কুলের ইউনিফর্মের রঙ এবং ডিজাইনেও পরিবর্তন করা হয়েছে। আগে যেখানে ইউনিফর্ম ছিল সাদা ও সবুজ, এখন তা বদলে হালকা বাদামি ও মেরুন করা হয়েছে।

এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করেছে বিরোধী দল বিজেডি (BJD)। দলের মুখপাত্র লেনিন মোহান্তি বলেন, “রাজ্যে নারীদের ওপর অপরাধ বেড়ে চলেছে, সেই বিষয়ে নজর না দিয়ে বিজেপি সরকার রঙ বদলে মানুষের দৃষ্টি ঘোরাতে চাইছে।”

তিনি আরও বলেন, “১৩ মাসের শাসনে বিজেপি সরকার সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। আইন-শৃঙ্খলা ভেঙে পড়েছে, প্রশ্নপত্র ফাঁস হয়েছে ১৩ বার, উন্নয়ন কার্যত থমকে গেছে। রথযাত্রার মতো ধর্মীয় অনুষ্ঠানও সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারেনি সরকার। সেই ব্যর্থতা ঢাকতেই এখন রঙের রাজনীতি করছে সরকার।”

প্রসঙ্গত, কোনও সরকারের এই ধরণের নির্দেশিকা নতুন নয়। পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর রাস্তার রেলিং থেকে শুরু করে সরকারি বিদ্যালয়, দফতর এবং রাজ্যের প্রশাসনিক ভবনগুলিকে নীল-সাদা রঙ করার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।

ওড়িশার মুখ্যমন্ত্রী মোহনচরণ মাঝি
Rahul Gandhi: 'গত ১০-১৫ বছর ধরে চলছে ভোট চুরি' - নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিস্ফোরক রাহুল গান্ধী
ওড়িশার মুখ্যমন্ত্রী মোহনচরণ মাঝি
SIR: বিহারে ভোটারতালিকা থেকে প্রায় ৬৫ লক্ষ নাম বাদ! কমিশনের কাছে জবাব তলব সুপ্রিম কোর্টের

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in