Uttarakhand: যান্ত্রিক ত্রুটি সারিয়ে ফের আশার আলো, সুড়ঙ্গে আটকে থাকা ৪১ জন শ্রমিকের উদ্ধারকাজ শুরু

People's Reporter: গত ১২ নভেম্বর থেকে ৪১ জন শ্রমিক ওই সুড়ঙ্গে আটকে রয়েছেন। যার মধ্যে ৩ জন বাংলার শ্রমিক।
সুড়ঙ্গের মুখ
সুড়ঙ্গের মুখফাইল ছবি
Published on

এখনও উদ্ধার করা সম্ভব হয়নি উত্তরকাশীর সুড়ঙ্গে আটকে পড়া শ্রমিকদের। মাত্র কয়েক মিটার দূরেই কাজ থামিয়ে দিতে হয় উদ্ধারকারী দলকে। যে মেশিন দিয়ে উদ্ধার কাজ চালানো হচ্ছিল তাতে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ার কারণেই থমকে গেছে উদ্ধার কাজ। তবে যান্ত্রিক ত্রুটি সারিয়ে শুক্রবার বেলা থেকে ফের শুরু হয়েছে উদ্ধারকাজ।

সকলেই অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন যে এই বুঝি দীর্ঘ ১২ দিন পর মুক্তি পাবেন সুড়ঙ্গে আটকে থাকা শ্রমিকরা। প্রশাসনের তরফ থেকেও জানানো হয়েছিল যে মাত্র কিছুক্ষণের অপেক্ষা, তারপরই শ্রমিকদের কাছে পৌঁছনো যাবে। কিন্তু আচমকাই একটি যন্ত্র বিকল হয়ে যায়। আধিকারিকরা জানান, যান্ত্রিক ত্রুটির জন্যই মেশিনটি বন্ধ হয় যায়। অতি দ্রুততার সাথে কাজ করে শ্রমিকদের উদ্ধার করা হবেই।

উদ্ধারকারী আধিকারিকরা আরও জানান, কয়েক মিটার পাথর কাটার কাজ বাকি থাকলেও তা খুব সাবধানতার সাথে করতে হচ্ছে। বৃহস্পতিবার সকালেই সকলকে উদ্ধার করা সম্ভব হতো। কিন্তু পাথর কাটতে কাটতে একটি রড বেরিয়ে আসে। সেই রড কাটতেও বেগ পেতে হচ্ছে ইঞ্জিনিয়ারদের। তারপর বিকল হয় যন্ত্রটি। শুক্রবার সকাল ১০ টার পর ফের ড্রিলিং শুরু হয়েছে।

উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামীর প্রাক্তন পরামর্শদাতা শুক্রবার সকালে জানান, "গতকাল রাতে আমাদের দুটো জিনিসের ওপর কাজ করতে হতো। মেশিন খারাপ হওয়ার পর ফের ঠিক করা যেটা হয়ে গেছে। এছাড়া যে পাইপটি সুড়ঙ্গে ঢোকানো হয়েছে তার থেকে চাপ মুক্ত করার জন্য পাইপটি কাটা হচ্ছে। বিশেষজ্ঞরা জানাচ্ছেন সামনের ৫ মিটার পর্যন্ত পাথরে কোনো ধাতব জিনিস নেই। ফলে আমাদের ড্রিলিং বাধার মুখে পড়ার সম্ভাবনা খুবই কম"।

গত ১২ নভেম্বর থেকে উত্তরকাশী জেলায় ব্রহ্মকাল-যমুনোত্রী জাতীয় সড়কের উপর সিল্কিয়ারা থেকে ডন্ডালগাঁও পর্যন্ত নির্মীয়মাণ সুড়ঙ্গের মধ্যে ৪১ জন শ্রমিক আটকে রয়েছেন। যার মধ্যে ৩ জন বাংলার শ্রমিক। সকলেই জীবিত আছেন বলেই প্রশাসন সূত্রে খবর। ৪ ইঞ্চি একটি পাইপের মধ্য দিয়ে তাঁদের জন্য খাবার ও প্রয়োজনীয় দ্রব্য পাঠানো হচ্ছে।

সুড়ঙ্গের মুখ
জম্মু ও কাশ্মীরে সেনা-জঙ্গি সংঘর্ষে নিহত ২ অফিসার সহ ৫ সেনা, নিকেশ দুই পাক জঙ্গিও
সুড়ঙ্গের মুখ
কেজরিওয়ালের বিরুদ্ধে অবমাননাকর পোস্ট! ব্যাখ্যা চেয়ে দিল্লি বিজেপির প্রধানকে নোটিশ কমিশনের

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in