
দেশে জিডিপি বৃদ্ধির হার গত ৪ বছরে সবথেকে কম হতে চলেছে। এমনটাই জানা যাচ্ছে ন্যাশনাল স্ট্যাটিসটিক্যাল অফিসের তথ্যে। ২০২৪-২৫ অর্থ বর্ষে ভারতের জিডিপি বৃদ্ধির হার হতে চলেছে ৬.৪ শতাংশ।
২০২১-২২ অর্থ বর্ষে জিডিপি বৃদ্ধির হার ছিল ৬.৬ শতাংশ। ২০২২-২৩ অর্থ বর্ষে যা বৃদ্ধি পেয়ে হয়েছিল ৭ শতাংশ। ২০২৩-২৪ অর্থবর্ষে জিডিপি বৃদ্ধির হার ছিল ৮.২ শতাংশ। অর্থাৎ চলতি অর্থবর্ষে ১.৮ শতাংশ কমে যাবে জিডিপি বৃদ্ধির হার। যা শেষ ছাড় বছরে সর্বনিম্নও বটে। এটি ভারতীয় অর্থনীতির জন্য ভালো দৃশ্য নয়।
সরকারের তরফ থেকে জানানো হয়েছে, উৎপাদন ও পরিষেবা ক্ষেত্রে বৃদ্ধির হার কমায় সার্বিক ভাবে প্রভাব পড়েছে। গত অর্থবর্ষে উৎপাদন ক্ষেত্রে বৃদ্ধির হার ছিল ৯.৯ শতাংশ। কিন্তু এই অর্থ বর্ষে তা কমে ৫.৩ শতাংশ হয়েছে। পাশাপাশি পরিষেবা ক্ষেত্রে গত অর্থ বর্ষে জিডিপি বৃদ্ধির হার ছিল ৬.৪ শতাংশ। যা এই বছর কমে হতে পারে ৫.৮ শতাংশ। পরিষেবা ক্ষেত্রের মধ্যে ব্যবসা, হোটেল, পরিবহণ এবং যোগাযোগ ক্ষেত্র পড়ে।
অন্যদিকে কৃষিক্ষেত্রে উল্লেখযোগ্যভাবে বাড়তে পারে জিডিপি বৃদ্ধির হার। গত বছর এই ক্ষেত্রে জিডিপি বৃদ্ধির হার ছিল ১.৪ শতাংশ। যা এই বছর বেড়ে হতে পারে ৩.৮ শতাংশ। খনিজ শিল্পে জিডিপি ২.৯ শতাংশ বৃদ্ধি পেতে পারে।
কেন্দ্রীয় অর্থমন্ত্রক সূত্রে খবর, ২০২৪-২৫ অর্থবর্ষে যে জিডিপি বৃদ্ধির হার কমতে পারে তার অনুমান আগেই করা হয়েছিল। তবে এতটা কমতে পারে আশা করা হয়নি। অর্থনীতিবিদরা মনে করেছিলেন জিডিপি বৃদ্ধির হার ৬.৫ শতাংশ থেকে ৭ শতাংশের মধ্যে থাকবে। কিন্তু তার থেকেও কমতে চলেছে বলে অনুমান।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন