
পথ দুর্ঘটনায় আহতদের চিকিৎসার জন্য এবার ‘নগদহীন চিকিৎসা’ প্রকল্পের ঘোষণা করল কেন্দ্র। পথ দুর্ঘটনায় কেউ আহত হলে, এক সপ্তাহ তাঁর চিকিৎসা চালাবে কেন্দ্র। সাত দিনের চিকিৎসার জন্য সর্বোচ্চ দেড় লক্ষ টাকা পর্যন্ত খরচ বহন করবে সরকার। বুধবার কেন্দ্রীয় সড়ক ও পরিবহণমন্ত্রী নীতিন গডকড়ী একথা জানিয়েছেন। ন্যাশনাল হেলথ অথরিটি (NHA) এই প্রকল্প কার্যকর করবে। দুর্ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই পুলিশের কাছে পথ দুর্ঘটনার বিষয়ে জানাতে হবে। পুলিশ, হাসপাতাল এবং রাজ্যের স্বাস্থ্য বিভাগের সঙ্গে সমন্বয় রেখে কাজ করবে ন্যাশনাল হেলথ অথরিটি।
পথ দুর্ঘটনার কবলে পড়ে মৃত্যুর ঘটনা বেড়েই চলেছে দেশে। সেই কথা মাথায় রেখেই এই প্রকল্প বলে জানিয়েছেন মন্ত্রী। অসম, চণ্ডীগড়, পঞ্জাব, উত্তরাখণ্ড, পুদুচ্চেরী এবং হরিয়ানায় পরীক্ষামূলকভাবে প্রকল্পটি চালু হয়েছে। ৬ হাজার ৮৪০ জন মানুষ উপকৃত হয়েছেন। গোটা দেশ জুড়ে এই প্রকল্প বাস্তবায়ন হলে, তৎক্ষণাৎ চিকিৎসা পরিষেবার মাধ্যমে বছরে ৫০ হাজার মানুষের জীবন বাঁচানো সম্ভব হবে বলে আশাবাদী নীতিন। গোটা প্রকল্পটি প্রযুক্তির মাধ্যমে পরিচালনা করা হবে। সড়ক পরিবহণ মন্ত্রকের কাছে দুর্ঘটনার রিপোর্ট থাকবে, থাকবে চিকিৎসা খাতে লেনদেনের তথ্যও।
পথ দুর্ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করে কেন্দ্রীয় সড়ক ও পরিবহণমন্ত্রী এদিন আরও জানান, ধাক্কা মেরে পালানো বা হিট অ্যান্ড রানের ঘটনায় মৃতদের পরিবারের জন্যও ক্ষতিপূরণ দেবে সরকার। মন্ত্রী জানিয়েছেন, কেবল ২০২৪ সালেই পথ দুর্ঘটনায় দেশে মৃত্যু হয়েছে প্রায় এক লক্ষ ৮০ হাজার জনের। শুধু হেলমেট না পড়ার কারণে গত এক বছরে মৃত্যু হয়েছে ৩০ হাজার জনের। যার মধ্যে ১৮ থেকে ৩৪ বছর বয়সীদের সংখ্যা বেশি। এছাড়া, স্কুল ও কলেজের মতো শিক্ষা প্রতিষ্ঠানে প্রবেশ এবং প্রস্থানের জায়গাতেও অনেক দুর্ঘটনা ঘটেছে। কেন্দ্রীয় মন্ত্রীর দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, ১০ হাজার শিশুর মৃত্যু হয়েছে দুর্ঘটনায়।
পথ দুর্ঘটনা রুখতে একাধিক পদক্ষেপ করছে সরকার বলে জানিয়েছেন মন্ত্রী। গাড়ির চালকদের দিয়ে আট ঘণ্টার বেশি গাড়ি চালানো যাবে না। এর জন্য নীতি নির্ধারণ করার প্রক্রিয়া শুরু হয়েছে। আধার নম্বর সম্বলিত নয়া প্রযুক্তি আনা হবে, যাতে চালকরা কত ঘণ্টা গাড়ি চালাচ্ছেন, তা বোঝা সম্ভব হবে। দুর্ঘটনাগ্রস্তদের প্রাণ বাঁচানোর ক্ষেত্রে পুরস্কারের অঙ্কও বাড়ানো হবে বলে জানিয়েছেন নীতিন। বর্তমানে দুর্ঘটনাগ্রস্তদের প্রাণ বাঁচানো ব্যক্তিকে ৫০০০ টাকা পুরস্কার দেওয়া হয়।
মঙ্গলবার দিল্লির ভারত মণ্ডপমে রাজ্যগুলির সড়ক ও পরিবহণমন্ত্রীদের সঙ্গে বৈঠক করেন নীতিন গডকড়ী। সেই বৈঠকের পরেই এই নয়া প্রকল্পের কথা ঘোষণা করেন তিনি।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন