টাকার দামে লাগাতার পতনই বুঝিয়ে দিচ্ছে দেশের অর্থনৈতিক অবস্থা - খাড়গের নিশানায় প্রধানমন্ত্রী মোদী

People's Reporter: এদিনই মার্কিন ডলারের অনুপাতে ভারতীয় টাকার দাম সর্বকালের সর্বনিম্ন স্তরে পৌঁছেছে। এক সময় ভারতীয় টাকার দাম দাঁড়িয়েছিল ৯০ টাকা ৪৫ পয়সায়। যা এই লেখার সময় দাঁড়িয়ে আছে ৮৯ টাকা ৮৯ পয়সায়।
সাংবাদিকদের মুখোমুখি কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে
সাংবাদিকদের মুখোমুখি কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে ছবি মল্লিকার্জুন খাড়গের এক্স হ্যান্ডেল ভিডিও থেকে স্ক্রিনশট
Published on

ভারতীয় টাকার দামের পতনই বুঝিয়ে দিচ্ছে দেশের অর্থনৈতিক অবস্থা কোন জায়গায় আছে। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্দেশ্যে তির্যক ভঙ্গীতে একথা জানিয়েছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। গুজরাটের মুখ্যমন্ত্রী থাকাকালীন নরেন্দ্র মোদী বারবার টাকার দামে পতন নিয়ে সরব হয়েছিলেন।

এদিনই আমেরিকান ডলারের অনুপাতে ভারতীয় টাকার দাম সর্বকালের সর্বনিম্ন স্তরে পৌঁছেছে। বৃহস্পতিবার এক সময় ভারতীয় টাকার দাম দাঁড়িয়েছিল ৯০ টাকা ৪৫ পয়সায়। যা এই লেখার সময় দাঁড়িয়ে আছে ৮৯ টাকা ৮৯ পয়সায়।

নিজের এক্স হ্যান্ডেলে এক পোষ্টে এদিন বর্ষীয়ান কংগ্রেস সভাপতি খাড়গে বলেন, ভারতীয় টাকা ইতিমধ্যেই ৯০ টাকা ছাড়িয়ে গেছে। সরকার কতটা নিজের ঢাক পেটাবে তা দিয়ে কিছু যায় আসে না, কিন্তু টাকার দামের এই পতন দেখিয়ে দিচ্ছে ভারতের প্রকৃত অর্থনৈতিক অবস্থা ঠিক কোন জায়গায় আছে। যদি মোদী সরকারের নীতি ঠিক থাকতো তাহলে কোনোভাবেই টাকার এই অবমূল্যায়ন ঘটতো না।

ওই পোষ্টেই খাড়গে আরও জানিয়েছেন, ২০১৪ সালের আগে মোদীজী বলতেন, কী কারণে ভারতের টাকার দাম ক্রমাগত পড়েই যাচ্ছে? আপনাদের একথার উত্তর দিতে হবে। দেশ আপনাদের কাছ থেকে এই উত্তর জানতে চায়। এখন আমরা মোদীজীকে একই প্রশ্ন করতে চাইছি। তাঁকে এই প্রশ্নের উত্তর দিতে হবে।

এদিনই সংসদ ভবনের বাইরে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন কংগ্রেস সভাপতি। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি জানান, ওরা বলছে আমরা উন্নতি করছি এবং আমাদের অর্থনৈতিক অবস্থা ভালো। কিন্তু যখন টাকার দাম এভাবে নামছে তখন আমরা বুঝতে পারছি অর্থনৈতিক অবস্থা আসলে কোন জায়গায় আছে।

গতকাল বুধবার প্রথম ভারতীয় টাকা ৯০-এর গণ্ডী অতিক্রম করে। ৩ ডিসেম্বর সকালে ডলারের অনুপাতে টাকার দাম ছিল ৯০ টাকা ১৬ পয়সা। জানা গেছে, বিভিন্ন ব্যাঙ্ক উচ্চস্তরে মার্কিন ডলার কিনতে থাকা এবং বিদেশি বিনিয়োগকারীরা (Foreign Institutional Investor – FII) ক্রমাগত বিক্রি করতে থাকায় ভারতীয় টাকার দামে এই পতন ঘটেছে। মঙ্গলবার ৪৩ পয়সা কমে তা সর্বকালীন নিম্নস্তরে পৌঁছেছিল। সেদিনের ৮৯ টাকা ৯৬ তে দৌড় শুরু করে বুধবার ৯০ টাকা ০২ পয়সা থেকে কমতে কমতে একসময় ভারতীয় টাকার দাম দাঁড়ায় ৯০ টাকা ১৬ পয়সাতে।

এর আগেও চলতি বছরের ১৪ জানুয়ারি নিজের এক্স হ্যান্ডেলে (পূর্বতন ট্যুইটার) এক পোষ্টে মল্লিকার্জুন খাড়গে টাকার দামের পতন প্রসঙ্গে জানিয়েছিলেন, "আমাদের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ১০ মাসে সর্বনিম্নে নেমে এসেছে। ভারতীয় শেয়ার বাজার থেকে বিপুল পরিমাণে বিদেশী বিনিয়োগ প্রত্যাহার অত্যন্ত নেতিবাচক প্রভাব ফেলছে। লাগাতার বিদেশী বিনিয়োগ তুলে নেওয়া এবং টাকার দামে তীব্র পতনের কারণে এই পরিস্থিতি তৈরি হয়েছে"।

সাংবাদিকদের মুখোমুখি কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে
Sensex: সর্বকালের সর্বনিম্ন স্তরে ভারতীয় টাকার দাম, পতন সেনসেক্স ও নিফটিতেও
সাংবাদিকদের মুখোমুখি কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে
Mallikarjun Kharge: আপনার ধ্বংসাত্মক নীতি থেকে ভারতীয় অর্থনীতি রক্ষা পাক - খাড়গের নিশানায় মোদী

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in