Mallikarjun Kharge: আপনার ধ্বংসাত্মক নীতি থেকে ভারতীয় অর্থনীতি রক্ষা পাক - খাড়গের নিশানায় মোদী

People's Reporter: প্রধানমন্ত্রী মোদীকে উদ্দেশ্য করে খাড়গে বলেন, আপনার "ঝুঁকি নেওয়ার ক্ষমতা" থেকে মানুষ ইতিমধ্যেই যথেষ্ট ক্ষতিগ্রস্ত। তারা চায় ভারতীয় অর্থনীতি আপনার ধ্বংসাত্মক নীতি থেকে রক্ষা পাক!
কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে
কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গেফাইল ছবি সংগৃহীত
Published on

যত দিন যাচ্ছে ততই মার্কিন ডলারের অনুপাতে ভারতীয় টাকার দাম কমছে। যা নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যোগ্যতা নিয়ে প্রশ্ন তুললেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে।

অতীতের সমস্ত রেকর্ড ভেঙে ডলারের অনুপাতে ভারতীয় টাকার দাম ইতিমধ্যেই সর্বনিম্ন স্তরে পৌঁছেছে। প্রায় প্রতিদিনই আমেরিকান ডলারের অনুপাতে ভারতীয় টাকার অবমূল্যায়ন হচ্ছে। এই প্রতিবেদন লেখার সময় ডলারের তুলনায় ভারতীয় টাকার দাম আজ ৮৬.৫৯। গত নভেম্বর মাসের শেষে এই মূল্য ছিল ৮৪.৫৯। ২০১৪ সালের ৩১ মে যা ছিল ৫৮.৯০। টাকার দাম সর্বকালের সর্বনিম্ন স্তরে নেমে যাওয়া নিয়ে কেন্দ্র সরকারের তীব্র সমালোচনা করেন বর্ষীয়ান কংগ্রেস নেতা খাড়গে।

নিজের এক্স হ্যান্ডেলে (পূর্বতন ট্যুইটার) এক পোষ্টে মল্লিকার্জুন খাড়গে জানান, "আমাদের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ১০ মাসে সর্বনিম্নে নেমে এসেছে। ভারতীয় শেয়ার বাজার থেকে বিপুল পরিমাণে বিদেশী বিনিয়োগ প্রত্যাহার অত্যন্ত নেতিবাচক প্রভাব ফেলছে। লাগাতার বিদেশী বিনিয়োগ তুলে নেওয়া এবং টাকার দামে তীব্র পতনের কারণে এই পরিস্থিতি তৈরি হয়েছে"।

তিনি আরও বলেন, বাজার মন্দার ৪ দিনের মধ্যে বিনিয়োগকারীরা ২৪.৬৯ লক্ষ কোটি টাকা হারিয়েছেন। আমদানিতে ব্যয় বৃদ্ধি, বিশেষ করে অপরিশোধিত তেলের উৎপাদন খরচ বৃদ্ধিতে দরিদ্র ও মধ্যবিত্ত শ্রেণীর উপর প্রভাব পড়ছে। যা ভারতের অর্থনীতিকে আরও দুর্বল করছে।

পাশাপাশি খাড়গে জানান, মানুষের কাছে এক পয়সাও থাকছে না। সমস্ত পুঁজি বেরিয়ে যাচ্ছে। আপনি যতই সবকিছু ঢাকার চেষ্টা করুন না কেন আসল বাস্তবতাকে লুকিয়ে রাখতে পারবেন না। জনগণের জীবন দুর্বিষহ হয়ে উঠছে। ভারত সরকার এই পতন রোধ করতে অক্ষম এবং এই অযোগ্যতার ফল ভোগ করতে হচ্ছে দেশবাসীকে।

ওই পোষ্টে খাড়গে আরও লেখেন, আমদানি ব্যয় বৃদ্ধি এবং রপ্তানি থমকে যাবার কারণে ভারতের বাণিজ্য ঘাটতি বৃদ্ধি ভারসাম্যের উপর প্রভাব ফেলেছে এবং আমাদের অর্থনীতিকে দুর্বল করে দিচ্ছে।

তিনি বলেন, আপনার "ঝুঁকি নেওয়ার ক্ষমতা" থেকে মানুষ ইতিমধ্যেই যথেষ্ট ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তারা চায় ভারতীয় অর্থনীতি আপনার ধ্বংসাত্মক নীতি থেকে রক্ষা পাক!

কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে
Mohan Bhagwat: উনি ভুল বলছেন - ভারতের স্বাধীনতা নিয়ে মোহন ভাগবতের মন্তব্যের কড়া সমালোচনায় সঞ্জয় রাউথ
কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে
ব্যক্তিগত কৌতূহল নিবৃত্তি RTI-এর লক্ষ্য নয় - মোদীর ডিগ্রি বিতর্কে হাইকোর্টে বলল দিল্লি বিশ্ববিদ্যালয়

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in