
ভারত “প্রকৃত স্বাধীনতা” পেয়েছে অযোধ্যায় রাম মন্দির প্রাণ প্রতিষ্ঠার দিন। এই দিনটিকে ‘প্রতিষ্ঠা দ্বাদশী’ হিসেবে পালনের ডাক দিয়ে আরএসএস প্রধান মোহন ভাগবত বলেন, এই দিনটি শতাব্দীর ‘পরচক্র’ (বিদেশী আক্রমণ)-র পর ভারতের সার্বভৌমত্ব প্রতিষ্ঠার প্রতীক। ইন্দোরে এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে একথা বলেন মোহন ভাগবত। যে বক্তব্যের প্রতিবাদে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে শিবসেনা (ইউবিটি)। শিবসেনা সাংসদ সঞ্জয় রাউথ ভাগবতের মন্তব্যের কড়া সমালোচনা করে বলেন, ভাগবতও সংবিধান রচনা করেননি আর আরএসএস-ও রামলালার প্রতিষ্ঠা করেনি।
ভাগবতের মন্তব্যের বিরোধিতা করে শিবসেনা সাংসদ বলেন, ভাগবত দেশের সংবিধান রচনা করেননি। উনি যা বলছেন তা সম্পূর্ণ ভুল। রামলালা এখানে হাজার বছরের বেশি সময় ধরে ছিলেন। আমরা তাঁর জন্য লড়াই করেছি। কিন্তু সেই বিষয় নিয়ে কখনও কোনও রাজনীতি ছিলো না।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে সঞ্জয় রাউথ বলেন, “মোহন ভাগবত বলেছেন যে ভারত সেদিন স্বাধীনতা পেয়েছিল, যা সম্পূর্ণ ভুল। কারণ রাম লালা লক্ষ লক্ষ বছর ধরে এই দেশে আছেন। আমরা আগেও রাম লালার জন্য আন্দোলন চালিয়েছি এবং আমরা তা চালিয়ে যাব। রাম লালার নামে রাজনীতি করা উচিত নয়, তবেই দেশ প্রকৃত অর্থে স্বাধীন হবে।”
রাউথ আরও বলেন, আরএসএস প্রধান একজন সম্মানীয় ব্যক্তি। কিন্তু তিনি সংবিধান তৈরি করেননি। তিনি আইন তৈরি এবং তা বদল করতে পারেন না। রাম মন্দিরে প্রাণ প্রতিষ্ঠা জাতির জন্য গৌরবের। সকলের সেখানে অবদান ছিল।
সোমবার ইন্দোরের ওই অনুষ্ঠানে মোহন ভাগবত বলেন, ১৯৪৭ সালের ১৫ আগস্ট ভারত ব্রিটিশদের কাছ থেকে রাজনৈতিক স্বাধীনতা লাভের পর এক লিখিত সংবিধান তৈরি করা হয়েছিল…কিন্তু সেই সময়ের দর্শনের চেতনা অনুসারে এই দলিল তৈরি হয়নি।
এর পরেই ভাগবত বলেন, “বহু শতাব্দী ধরে নিপীড়ন সহ্য করে আসা ভারতের প্রকৃত স্বাধীনতা সেই দিনে (রাম মন্দিরের 'প্রাণ প্রতিষ্ঠার দিন') প্রতিষ্ঠিত হয়েছিল। ভারতের স্বাধীনতা ছিল, কিন্তু তা প্রতিষ্ঠিত হয়নি।”
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন