

সর্বকালের সর্বনিম্ন স্তরে পৌঁছে গেল ভারতীয় টাকার দাম। মার্কিন ডলারের অনুপাতে ভারতের টাকার দাম ৯০ ছাড়িয়ে গেল। বুধবার ৩ ডিসেম্বর সকালে ডলারের অনুপাতে টাকার দাম ছিল ৯০ টাকা ১৬ পয়সা। জানা গেছে, বিভিন্ন ব্যাঙ্ক উচ্চস্তরে মার্কিন ডলার কিনতে থাকা এবং বিদেশি বিনিয়োগকারীরা (Foreign Institutional Investor – FII) ক্রমাগত বিক্রি করতে থাকায় ভারতীয় টাকার দামে এই পতন ঘটেছে।
বুধবার সকালে বাজারে ভারতীয় টাকার দাম ছিল ৮৯ টাকা ৯৬ পয়সা। গতকাল মঙ্গলবার ৪৩ পয়সা কমে তা সর্বকালীন নিম্নস্তরে পৌঁছেছিল। গতকালের ৮৯ টাকা ৯৬ তে দৌড় শুরু করে এদিন ৯০ টাকা ০২ পয়সা থেকে কমতে কমতে একসময় ভারতীয় টাকার দাম দাঁড়ায় ৯০ টাকা ১৬ পয়সাতে।
সংবাদসংস্থার প্রতিবেদন অনুসারে ফিনরেক্স ট্রেজারি অ্যাডভাইসার্স এলএলপি-র প্রধান অনিল কুমার বনশালী জানিয়েছেন, বর্তমান পরিস্থিতিতে মার্কিন ডলারের অনুপাতে ভারতীয় টাকার দাম ৯১ টাকায় নামতে পারে।
ভারতীয় টাকার দাম সর্বকালের সর্বনিম্ন স্তরে পৌঁছে যাওয়ার পর বুধবার সকালে কংগ্রেসের এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এক পুরনো ভিডিও পোষ্ট করেছে কংগ্রেস। যদিও ওই ভিডিওর সঙ্গে কংগ্রেসের দলীয় কোনও বক্তব্য প্রকাশিত হয়নি। ভিডিওতে নরেন্দ্র মোদীকে বলতে শোনা গেছে - "ডলার শক্তিশালী হওয়া এবং টাকার দাম দুর্বল হওয়ায়, ভারত বিশ্ব বাণিজ্যে টিকে থাকতে পারবে না। আমাদের ব্যবসায়ীরা এই বোঝা বহন করতে পারবে না, কিন্তু দিল্লির সরকার সাড়া দিচ্ছে না।" প্রসঙ্গত ইউপিএ ২ সরকারের সমালোচনায় প্রধানমন্ত্রী হবার আগে এক সভায় একথা জানিয়েছিলেন নরেন্দ্র মোদী।
টাকার দামের পতনের প্রভাব পড়েছে শেয়ার বাজারেও। বুধবার সকালে এই খবর লেখার সময় সেনসেক্স ৩০৮.৯৯ পয়েন্ট নেমে ৮৪,৮২৯.২৮ পয়েন্টে দাঁড়িয়ে আছে। গতকাল বাজার বন্ধের সময় সেনসেক্স দাঁড়িয়ে ছিল ৮৫,১৩৮.২৭ পয়েন্টে।
অন্যদিকে গতকাল বাজার বন্ধের সময় নিফটি ৫০ ছিল ২৬,০৩২.২০ পয়েন্টে। যা বুধবার এই লেখার সময় ১২২.৩৫ পয়েন্ট নেমে ২৫,৯০৯.৮৫ পয়েন্টে দাঁড়িয়েছে।
বিশেষজ্ঞদের মতে, এই মুহূর্তে ভারতীয় শেয়ার বাজার প্রচণ্ড চাপের মধ্যে রয়েছে। কারণ নিফটি সূচক ১০০ পয়েন্টের বেশি কমে লেনদেন করছে, যা ২৫,৯৫০ পয়েন্টের নিচে নেমে গেছে। এইমুহূর্তে সেনসেক্সও ৩০০ পয়েন্টেরও বেশি নিচে নেমে সম্ভবত আরও বড়ো পতনের দিকে এগিয়ে যাচ্ছে। সেনসেক্স সূচক এখন ৮৫,০০০ এরও নীচে রয়েছে।
নিফটি ব্যাংকের ক্ষেত্রে, সূচক ১৫০ পয়েন্টেরও বেশি পড়েছে। মঙ্গলবার ৫৯,৫০০ এর নিচে ভেঙে যাওয়া এবং সর্বোচ্চ থেকে ৮০০ পয়েন্টেরও বেশি পতনের ফলে নিফটি ব্যাংক ৫৯,০০০ এ গুরুত্বপূর্ণ সাপোর্ট পাবে বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা।
এদিনের বাজারে এইচইউএল, বিইএল, টাইটান, টাটা মোটরস, এনটিপিসি এবং এসবিআই-এর শেয়ারের দাম সর্বাধিক পড়েছে। অন্যদিকে টিসিএস, ইনফোসিস, টেক মাহিন্দ্রা, আইসিআইসিআই ব্যাঙ্কের শেয়ারের দাম বেড়েছে।
বিভিন্ন বিদেশি বিনিয়োগকারী সংস্থা এখনও পর্যন্ত ৩,৬৪৩.৩০ কোটি টাকার শেয়ার বিক্রি করেছে।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন