
আচমকাই বাতিল হল দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার বাসভবন সংস্কারের টেন্ডার। দিল্লির সরকারকে এমনটাই জানিয়েছে বাসভবন সংস্কারের দায়িত্বে থাকা কেন্দ্রীয় সংস্থা পিডব্লিউডি (PWD)। টেন্ডার অনুযায়ী ৬০ লক্ষ টাকা ব্যয় হওয়ার কথা ছিল বাসভবন সংস্কারে।
PWD-র তরফ থেকে জানানো হয়েছে, ‘প্রশাসনিক কারণে’ রাজ নিবাস মার্গে অবস্থিত বাংলো নম্বর ১-এর উন্নয়নের টেন্ডারটি বাতিল করা হয়েছে। টেন্ডার পাওয়ার ৬০ দিনের মধ্যে বাসভবন সংস্কার করার পরিকল্পনা ছিল। যা নিয়ে তীব্র বিতর্ক শুরু হয়। আপাতত সেটি বাতিল করা হয়েছে।
টেন্ডার অনুযায়ী, বাংলোতে বসানোর কথা ছিল ৫টি টিভি, যার মোট মূল্য ৯.৩ লক্ষ টাকা, ৭.৭ লক্ষ টাকার ১৪টি এয়ার কন্ডিশনার এবং ৫.৭৪ লক্ষ টাকার ১৪টি সিসিটিভি ক্যামেরা। এছাড়াও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ (UPS) ব্যবস্থার জন্য বরাদ্দ হয় ২ লক্ষ টাকা।
গৃহস্থালী সরঞ্জামের মধ্যে ছিল, ২৩টি রিমোট কন্ট্রোল সিলিং ফ্যান (১.৮ লক্ষ টাকা), একটি OTG (৮৫,০০০ টাকা), একটি স্বয়ংক্রিয় ওয়াশিং মেশিন (৭৭,০০০ টাকা), একটি ডিশওয়াশার (৬০,০০০ টাকা), একটি গ্যাস স্টোভ (৬৩,০০০ টাকা), একটি মাইক্রোওয়েভ (৩২,০০০ টাকা) এবং ৬টি গিজার (৯১,০০০ টাকা)। এছাড়া প্রধান আলোকসজ্জার খাতে ৬.০৩ লক্ষ টাকা ব্যয় করে বসানোর কথা ছিল ১১৫টি ল্যাম্প, ওয়াল লাইট, ঝুলন্ত আলো এবং তিনটি ঝাড়বাতি।
বর্তমানে রেখা গুপ্তা শালিমার বাগে তাঁর ব্যক্তিগত বাড়িতে বসবাস করছেন। তিনি চলতি বছরের ফেব্রুয়ারিতে দিল্লির মুখ্যমন্ত্রী পদে শপথ নেন। শপথগ্রহণের সময় তিনি স্পষ্ট করে জানিয়েছিলেন, প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বিতর্কিত সরকারি বাসভবনে তিনি থাকবেন না।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন