
বিগত কয়েক বছরে দেশের রাজনীতির গতিপ্রকৃতি আমূল বদলে গেছে। মানুষের রুটি রুজি বাসস্থানের সমস্যার চেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে ধর্ম, সম্প্রদায়, জাতপাতের লড়াই। রাজনীতিতে যে সবের অনুপ্রবেশে ক্রমশ ক্রমশ গুরুত্ব হারাচ্ছে মানুষের জরুরি সমস্যাগুলোর কথা। আর এর সঙ্গেই পাল্লা দিয়ে শুরু হয়েছে মন্দির রাজনীতি।
লোকসভা ভোটের আগে দেশের মানুষ দেখেছে রাম মন্দির উদ্বোধন। তেমনই এ রাজ্যের মানুষ সম্প্রতি দেখেছে দীঘার জগন্নাথ মন্দির নির্মাণ। আর এবার ভোটমুখী বিহারে, নীতিশ কুমারের রাজ্যে আরও এক নতুন মন্দিরের ঘোষণা। বিহার পেতে চলেছে ‘জানকী মন্দির’। ভোটের মুখে মানুষের মন জয় করার আরও এক প্রয়াস নীতিশ সরকারের।
রবিবার বিহারের মুখ্যমন্ত্রী তথা এনডিএ জোটসঙ্গী নীতিশ কুমার এই মন্দিরের চূড়ান্ত নকশা প্রকাশ করেছেন এবং জানিয়েছেন সীতামারি জেলার পুনাউরাধামে তৈরি হবে এই জানকী মন্দির। বিহার সরকারের পক্ষ থেকে এই মন্দির দেখভালের জন্য তৈরি করা হয়েছে এক ট্রাষ্ট।
রবিবার নিজের এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী নীতিশ কুমার লেখেন, “আমি আপনাদের জানাতে পেরে খুবই আনন্দিত যে জগৎ জননী মা জানকীর জন্মস্থান, সীতামারির পুনাউরধামের পুনর্নির্মাণের জন্য বিশাল মন্দির এবং অন্যান্য কাঠামোর নকশা এখন প্রস্তুত। নির্মাণ কাজ ত্বরান্বিত করতে একটি ট্রাস্টও গঠন করা হয়েছে।” একই সঙ্গে প্রস্তাবিত মন্দিরের বেশ কয়েকটি ছবিও তিনি পোস্ট করেছেন।
তিনি আরও বলেন, আমরা অতি দ্রুত সীতামারির পুনাউরধামের এই মন্দিরের নির্মাণকাজ শেষ করার জন্য দৃঢ়প্রতিজ্ঞ।
প্রসঙ্গত, সীতামারির মন্দিরের চূড়ান্ত নকশা এবং স্থাপত্য বিষয়ক কাজের জন্য নয়ডার এক সংস্থাকে দায়িত্ব দেওয়া হয়েছে। এই সংস্থাই অযোধ্যার রাম মন্দিরের নকশা প্রস্তুত করেছে। অতি সম্প্রতি বিহার মন্ত্রীসভা জানকী মন্দির নির্মাণের জন্য এই সংস্থাকে নিয়োগ করার প্রশ্নে সম্মতি জানিয়েছে। এর আগে এই মন্দিরের পুনর্নির্মাণের জন্য বিহার সরকারের পক্ষ থেকে ১২০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল।
২০২৩ সালের ১৩ ডিসেম্বর পুনাউরা মন্দিরের উন্নয়ন প্রকল্পের শিলান্যাস করেছিলেন মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। তারপর থেকে এই বিষয়ে সেরকম কোনও অগ্রগতি না হলেও ভোটের মুখে এই মন্দিরের প্রস্তাবিত নকশা প্রকাশ করলেন নীতিশ কুমার। রাজনৈতিক বিশ্লেষকদের মতে মূলত হিন্দু ভোটের দিকে লক্ষ্য রেখেই এই কাজে হাত দিয়েছেন মুখ্যমন্ত্রী।
Keywords: Bihar elections, Nitish Kumar, Janaki Mandir, temple politics, Bihar temple design, Nitish Kumar temple announcement, Bihar politics 2025.
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন