PM Modi: বিহারে প্রধানমন্ত্রীর সভার খরচ ২০ হাজার কোটি টাকা! চাঞ্চল্যকর অভিযোগ তেজস্বী যাদবের

People's Reporter: তেজস্বী লেখেন, প্রধানমন্ত্রীর একটি সমাবেশের খরচ ১০০ কোটি টাকা। যা সরকারি টাকায় হয় অর্থাৎ সাধারণ মানুষের টাকায়।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তেজস্বী যাদব
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তেজস্বী যাদব
Published on

বিহারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (PM Narendra Modi) সভা নিয়ে তীব্র কটাক্ষ করলেন আরজেডি নেতা তথা লালুপুত্র তেজস্বী যাদব (Tejashwi Yadav)। তাঁর অভিযোগ, সাধারণ মানুষের টাকায় প্রধানমন্ত্রী জনসভা করে বেড়াচ্ছেন। এই জনসভার আড়ালে বিহারের জনগণের কোটি কোটি টাকা লুট করা হচ্ছে।

চলতি বছরের শেষের দিকে বিহারে বিধানসভা নির্বাচন (Bihar Election)। তার আগে ঘর গোছাতে ব্যস্ত এনডিএ শিবির। শেষ ৫ মাসে বিহারে ৫টি জনসভা করেছেন প্রধানমন্ত্রী (PM Modi In Bihar)। এনডিএ-র পাখির চোখ যে এবার বিহার তা প্রধানমন্ত্রীর জনসভার সংখ্যা দেখেই বোঝা যাচ্ছে। আর এই সভা পিছু খরচ নাকি ১০০ কোটি টাকা। এমনই বিস্ফোরক অভিযোগ করেছেন তেজস্বী যাদব।

এক্স মাধ্যমে তেজস্বী লেখেন, "প্রধানমন্ত্রীর একটি সমাবেশের খরচ ১০০ কোটি টাকা। যা সরকারি টাকায় হয় অর্থাৎ সাধারণ মানুষের টাকায়। গত ৫টি নির্বাচনে প্রধানমন্ত্রী বিহারে ২০০টিরও বেশি সমাবেশ এবং জনসভা করেছেন। অতএব, জনগণের পকেট থেকে মোট খরচ :- সমাবেশ/জনসভা - ২০০টি এবং সমাবেশে খরচ ১০০ কোটি টাকা। তাহলে ২০০টি সমাবেশে মোট খরচ ২০,০০০ কোটি টাকা।"

আরজেডি বিধায়ক আরও বলেন, "এই সমাবেশকে সরকারি অনুষ্ঠান হিসেবে দেখানো হলেও এর মূল উদ্দেশ্য হল নির্বাচনী প্রচার। সরকারি কর্মসূচির নামে প্রধানমন্ত্রী কেবল বিরোধীদের অপমান করার জন্য বিহারে আসেন এবং সভা পিছু জনগণের পকেট থেকে ১০০ কোটি টাকা ব্যয় করেন। কেন্দ্রীয় সরকারের ১১ বছর এবং বিহার সরকারের ২০ বছরের সাফল্য বা ত্রুটিগুলি উল্লেখ করেন না।"

প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে তেজস্বী প্রশ্ন করেন, "যারা নিজেদের প্রচারের জন্য চালাকি করে মানুষের পকেট থেকে হাজার হাজার কোটি টাকা হাতিয়ে নিচ্ছেন, তাঁদের আপনি কী বলবেন? বিহারের মতো দরিদ্র রাজ্যকে যদি আপনি কিছু দিতে না পারেন, তাহলে কেন আপনি এখান থেকে নিচ্ছেন? মনে রাখবেন, সাধারণ মানুষের পকেট যারা মারেন তাদের পকেটমারই বলা হয়, সাহায্যকারী নয়।"

উল্লেখ্য, গত শুক্রবার বিহারে গিয়েছিলেন প্রধানমন্ত্রী। সেখানে পরিবারতন্ত্র নিয়ে বিরোধী আরজেডি এবং কংগ্রেসকে খোঁচা দিয়েছেন তিনি। আরজেডি এবং কংগ্রেসের শাসনকালকে 'জঙ্গলরাজ' বলে কটাক্ষ করেন তিনি।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তেজস্বী যাদব
PM Modi: বিহারে গিয়ে ফের পরিবারতন্ত্র নিয়ে সরব মোদী! RJD-কংগ্রেস শাসনকালকে 'জঙ্গলরাজ' বলে কটাক্ষ
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তেজস্বী যাদব
Bihar: 'মিথ্যা প্রতিশ্রুতির বৃষ্টি হচ্ছে' - প্রধানমন্ত্রীর বিহার সফর নিয়ে কটাক্ষ লালু প্রসাদ যাদবের!

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in