Bihar: বিহারে খসড়া ভোটার তালিকায় নাম নেই তেজস্বীর! লালু-পুত্রের অভিযোগে কী বলল কমিশন?

People's Reporter: লালু পুত্র জানিয়েছেন, নির্বাচন কমিশনের অ্যাপে ভোটার কার্ডে থাকা এপিক নম্বর দিয়ে নিজের নাম খোঁজার চেষ্টা করেছিলেন তিনি। কিন্তু বারবার লাল কালির লেখা স্ক্রিনে ভেসে উঠে উঠছিল।
সাংবাদিক বৈঠকে তেজস্বী যাদব
সাংবাদিক বৈঠকে তেজস্বী যাদবছবি - সংগৃহীত
Published on

বিহারের খসড়া ভোটার তালিকায় নাম নেই সে রাজ্যের বিরোধী দলনেতা তেজস্বী যাদবের! শনিবার সাংবাদিক বৈঠক করে লালু-পুত্র জানিয়েছেন, নির্বাচন কমিশনের অ্যাপে নিজের এপিক নম্বর দিয়ে নাম খোঁজার চেষ্টা করেছিলেন তিনি। কিন্তু বারবার লাল কালির লেখা স্ক্রিনে ভেসে উঠে উঠছিল। এরপরেই তিনি দাবি করেন, "ভোটার তালিকায় আমার নিজেরই নাম নেই। এই পরিস্থিতিতে আমি ভোটে লড়ব কী ভাবে?"

যদিও নির্বাচন কমিশনের তরফ থেকে তেজস্বীর এই অভিযোগ অস্বীকার করা হয়েছে। কমিশনের তরফ থেকে জানানো হয়েছে, ক্রমিক নম্বর ৪১৬-তে তেজস্বীর নাম রয়েছে। কমিশনের দেওয়া তালিকায় তেজস্বীর এপিক নম্বর আরএবি০৪৫৬২২৮। এদিকে সাংবাদিক বৈঠকে তেজস্বী জানিয়েছিলেন, তাঁর ভোটার কার্ডে থাকা এপিক নম্বর আরএবি২৯১৬১২০। অর্থাৎ কমিশনের দেওয়া এপিক নম্বর আর তেজস্বীর জানানো এপিক নম্বর দু'টো আলাদা।

যদিও কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছিল, সংশোধিত খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। কারও নাম যদি খসড়া তালিকা থেকে বাদ পড়ে গিয়ে থাকে, তাঁর নাম যুক্ত করার জন্য আবেদন জানানো যাবে। ১ আগস্ট থেকে ১ সেপ্টেম্বরের মধ্যে অভিযোগ বা দাবিদাওয়া জানানো যাবে। তার পর সংশোধিত চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে কমিশন।

বিহার বিধানসভা নির্বাচনের আগে ‘বিশেষ নিবিড় সমীক্ষা’ (স্পেশ্যাল ইনটেনসিভ রিভিশন বা এসআইআর) চালাচ্ছে জাতীয় নির্বাচন কমিশন। শুক্রবার দুপুরে সংশোধিত খসড়া প্রকাশ করেছে কমিশন। যেখানে ৬৫ লক্ষের বেশি নাম বাদ পড়েছে। কমিশনের দাবি, বাদ পড়ার মধ্যে মৃত, স্থানান্তরিত এবং ভোটার তালিকায় থাকা একাধিক ঠিকানার ব্যক্তিদের নাম রয়েছে।

উল্লেখ্য, ২০২৪ সালে লোকসভার আগে বিহারে ভোটার তালিকায় প্রায় সাত কোটি ৯০ লক্ষ নাম ছিল। কিন্তু এসআইআর পর্বের পরে তা কমে সাত কোটি ২৪ লক্ষে নেমে এসেছে । কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী, পাটনায় বাদ পড়েছে সর্বোচ্চ — ৩ লক্ষ ৯৫ হাজার। এ ছাড়া মধুবনীতে ৩ লক্ষ ৫২ হাজার, পূর্ব চম্পারণে ৩ লক্ষ ১৬ হাজার এবং গোপালগঞ্জ জেলায় ৩ লক্ষ ১০ হাজার নাম বাদ পড়েছে। তবে এই সমীক্ষা নিয়ে বিতর্কও থেমে নেই।

কমিশনের এই এসআইআর নিয়ে প্রথম থেকেই অভিযোগ তুলেছে বিরোধীরা। তাদের বক্তব্য, বিধানসভা নির্বাচনে কারচুপির জন্যই বিজেপির কথায় এই কাজ করছে কমিশন। এছাড়া, কমিশন ভোটাধিকার যাচাইয়ের জন্য যে সমস্ত নথি চেয়েছে, সেই তালিকায় ভোটার কার্ড, আধার কার্ড বা রেশন কার্ডের মতো সহজলভ্য নথি রাখা হয়নি। এর বিরুদ্ধেও আওয়াজ তুলেছেন বিরোধীরা। যা নিয়ে মামলা চলছে সুপ্রিম কোর্টে।

এনিয়ে এবার কমিশনকে নিশানা করেছেন আরজেডি সাংসদ তেজস্বী। তিনি বলেন, “কমিশন ৬৫ লক্ষ মানুষের নাম বাদ দিয়েছে। কমিশন কি বাদ পড়া মানুষদের নোটিস দিয়েছিল? তাঁদের সময় দেওয়া হয়েছিল? খসড়া তালিকা থেকে স্পষ্ট, কমিশন নির্দিষ্ট লক্ষ্যে কাজ করছে। আমি কমিশনের কাছে জানতে চাই কেন তারা স্বচ্ছতার সঙ্গে কাজ করতে পারছে না?”

সাংবাদিক বৈঠকে তেজস্বী যাদব
Rahul Gandhi: 'ভারতের নির্বাচন ব্যবস্থা মৃত' - গত লোকসভা নির্বাচনের উদাহরণ টেনে অভিযোগ রাহুল গান্ধীর
সাংবাদিক বৈঠকে তেজস্বী যাদব
ধ*র্ষণে দোষী সাব্যস্ত প্রাক্তন প্রধানমন্ত্রী দেবেগৌড়ার নাতি প্রজ্বল রেভান্নার যাবজ্জীবন কারাদণ্ড

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in