
বিহারে নির্বাচনের আগে বড় প্রতিশ্রুতি দিলেন বিরোধী দলনেতা তেজস্বী যাদব। তিনি জানান, বিরোধী জোট ক্ষমতায় এলে প্রত্যেক পরিবারের অন্তত একজনকে সরকারি চাকরি দেওয়া হবে।
বিহারে পরিবর্তন আনতে মরিয়া বিরোধী জোট। আগামী ৬ নভেম্বর এবং ১১ নভেম্বর দু'দফায় হবে বিহারে বিধানসভা নির্বাচন। বৃহস্পতিবার তেজস্বী বলেন, সরকার গঠনের ২০ দিনের মধ্যে এই প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য নতুন আইন আনা হবে। বিহারে এমন কোনো বাড়ি থাকবে না যেখানে সরকারি চাকরি থাকবে না।
তেজস্বী বলেন, “আজ আমরা একটি ঐতিহাসিক ঘোষণা করতে যাচ্ছি। বহু মানুষ জানতে চাইছিলেন আমরা কীভাবে বিহারকে এগিয়ে নিয়ে যেতে চাই। গত ২০ বছরে এই ভেঙে পড়া সরকার কখনো বুঝতে পারেনি যে বেকারত্বই সবচেয়ে বড় সমস্যা এখানের।”
তিনি এনডিএ শিবিরকে আক্রমণ করে বলেন, “এনডিএ সরকার চাকরি নয়, শুধু বেকার ভাতা দিচ্ছে। কোনো পরিবারে যদি সরকারি চাকরি না থাকে, তবে নতুন আইনের মাধ্যমে সেই পরিবারে একজনকে চাকরি দেওয়া হবে।”
তেজস্বীর বক্তব্য, "বিহারের মানুষ এবার পরিবর্তন চায়। সামাজিক ন্যায়বিচারের পাশাপাশি আমরা অর্থনৈতিক ন্যায়বিচারও নিশ্চিত করব। ইচ্ছাশক্তি থাকলেই এটি সম্ভব।"
উল্লেখ্য, গত নির্বাচনে নীতিশ কুমারের জেডিইউ ১১৫ আসনে প্রতিদ্বন্দ্বিতা করে ৪৩ এবং বিজেপি ১১০ আসনে প্রতিদ্বন্দ্বিতা করে ৭৪ আসনে জয়ী হয়। এছাড়াও হিন্দুস্তান আওয়ামী মোর্চা ৭ আসনে লড়াই করে ৪ এবং বিকাশশীল ইনসান পার্টি ১১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করে ৪ আসনে জয়ী হয়। অর্থাৎ এনডিএ জোট মোট ১২৫ আসনে জয়ী হয়েছিল। বিহারে সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ১২২ আসন। অন্যদিকে বিরোধী মহাজোটের মোট আসন ছিল ১১০।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন