Bihar Polls 25: ২৫ আসনে নাম চূড়ান্ত কংগ্রেসের, জোট শরিকদের সঙ্গে কথা বলেই প্রকাশিত হবে তালিকা

People's Reporter: ঐতিহ্যগতভাবে কংগ্রেসের ঘাঁটি হিসেবে চিহ্নিত কেন্দ্রগুলিতেই নাম চূড়ান্ত করেছে কংগ্রেস। তবে ২৫ প্রার্থীর নাম চূড়ান্ত করলেও এখনই তা প্রকাশ করা হবেনা।
রাহুল গান্ধী
রাহুল গান্ধীফাইল ছবি - রাহুল গান্ধীর ফেসবুক পেজ
Published on

আরজেডি-র সঙ্গে আসন রফা নিয়ে এখনও পর্যন্ত কোনও চূড়ান্ত সিদ্ধান্ত না হলেও বিহার বিধানসভা নির্বাচনের জন্য নিজেদের ২৫ জন প্রার্থীর নাম চূড়ান্ত করলো কংগ্রেস। বুধবার কংগ্রেসের বৈঠক থেকে এই নাম চূড়ান্ত করা হয়েছে। মূলত ঐতিহ্যগতভাবে কংগ্রেসের ঘাঁটি হিসেবে চিহ্নিত কেন্দ্রগুলিতেই এই নাম চূড়ান্ত করেছে কংগ্রেস। তবে ২৫ প্রার্থীর নাম চূড়ান্ত করলেও এদিনও খুব স্পষ্ট ভাবে কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়েছে দল আসন্ন বিহার বিধানসভা নির্বাচনে মহাজোটের (Mahagathbandhan) অংশ হিসেবেই লড়াই করবে।

বুধবার কংগ্রেসের কেন্দ্রীয় নির্বাচন কমিটি (Central Election Committee – CEC)-র বৈঠকে এই নাম চূড়ান্ত করা হয়েছে। নয়াদিল্লীর ইন্দিরা ভবনে অনুষ্ঠিত এই বৈঠকে উপস্থিত ছিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, সাংসদ সোনিয়া গান্ধী, লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী, কে সি বেণুগোপাল, অজয় মাকেন সহ অন্যান্য শীর্ষ কংগ্রেস নেতৃত্ব।

দলীয় স্তরে ২৫ কেন্দ্রে প্রার্থীর নাম চূড়ান্ত করা হলেও এখনই সেই নাম প্রকাশ করা হবেনা বলে জানিয়েছে কংগ্রেস নেতৃত্ব। মহাজোটের নেতৃত্ব – অর্থাৎ আরজেডি এবং বাম দলগুলির সঙ্গে আলোচনা চূড়ান্ত হলে তারপরেই এই তালিকা প্রকাশিত হবে। চলতি সপ্তাহেই জোট শরিকদের সঙ্গে আলোচনা শেষ হয়ে যাবে বলে আশা প্রকাশ করেছেন কংগ্রেস নেতৃত্ব।

বিহার কংগ্রেস সভাপতি রাজেশ রাম জানিয়েছেন, ঐতিহ্যগতভাবে যেসব কেন্দ্র কংগ্রেসের দুর্গ হিসেবে পরিচিত শুধুমাত্র সেইসব কেন্দ্রেই প্রার্থীদের নাম চূড়ান্ত করা হয়েছে। মহাজোটের অন্যান্য শরিকদের কাছে বিষয়টি জানিয়েও দেওয়া হয়েছে। পাশাপাশি, মহাজোটের মধ্যে কোনও দ্বন্দ্বের কথাও তিনি অস্বীকার করে জানিয়েছেন, আসন সমঝোতার আলোচনা শেষ হবার পরেই আমরা ঐক্যবদ্ধভাবে মহাজোটের প্রার্থী তালিকা প্রকাশ করব।

কংগ্রেস সূত্র অনুসারে, গত বিধানসভা নির্বাচনে ৭০ আসনে প্রতিদ্বন্দ্বিতা করলেও এবার কংগ্রেস ৫৫ থেকে ৬০ আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে। মহাজোটের অন্যান্য শরিকদের মতামতকে গুরুত্ব দিয়ে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

সিইসি সদস্য তারিক আনোয়ার জানিয়েছেন, দলীয় স্তরে আমাদের আলোচনা শেষ হয়েছে। সেখানে কোনও মতদ্বৈধতা নেই। বাকি আসনের নামও দ্রুত চূড়ান্ত করে ফেলা হবে। এরপর মহাজোটের শরিকদের সঙ্গে আলোচনা শেষ হলেই যৌথভাবে প্রার্থী তালিকা প্রকাশিত হবে।

আগামী ৬ এবং ১১ নভেম্বর বিহার বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ভোট গণনা এবং ফলাফল ঘোষিত হবে ১৪ নভেম্বর।

রাহুল গান্ধী
Bihar Polls 25: প্রসঙ্গ বিহার - কার জিত? কার হার?
রাহুল গান্ধী
Bihar Polls 25: সরকারে এলে উপ-মুখ্যমন্ত্রীত্ব চাই! বিরোধী জোটের আসন জটের মাঝেই দাবি মুকেশ সাহানির

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in