Bihar: বিহারে ভোটের মুখে নতুন দল-প্রতীক ঘোষণা লালু-পুত্রের, নির্বাচনেও লড়বেন

People's Reporter: ‘দায়িত্বজ্ঞানহীন আচরণ’ এবং ‘পারিবারিক মূল্যবোধ ক্ষুণ্ণ’ করার কারণে গত মে মাসে ছেলে তেজপ্রতাপকে আরজেডি থেকে বহিষ্কৃত করেছিলেন লালু।
শুক্রবার নতুন দলের নাম এবং প্রতীক ঘোষণা করলেন তেজপ্রতাপ যাদব
শুক্রবার নতুন দলের নাম এবং প্রতীক ঘোষণা করলেন তেজপ্রতাপ যাদবছবি - তেজপ্রতাপের এক্স হ্যান্ডেল
Published on

হাতে গোনা আর কয়েকমাস পরই বিহার বিধানসভা নির্বাচন। গত মে মাসে দল আরজেডি এবং পরিবার থেকে বিতাড়িত হয়েছিলেন লালু প্রসাদ যাদবের জ্যেষ্ঠ পুত্র তেজ প্রতাপ যাদব। এরপর গত ১৩ সেপ্টেম্বর নয়া দল তৈরির ঘোষণা করেছিলেন। শুক্রবার নতুন দলের নাম এবং প্রতীক ঘোষণা করলেন তেজপ্রতাপ। তাঁর নতুন দলের নাম ‘জনশক্তি জনতা দল’ (জেজেডি)। নির্বাচনী প্রতীক - ‘ব্ল্যাকবোর্ড’। তেজপ্রতাপ জানিয়েছেন, বিহারের আসন্ন বিধানসভা ভোটে লড়বে তাঁর দল।

নিজের এক্স অ্যাকাউন্টে দলের পোস্টার শেয়ার করে তেজ প্রতাপ লিখেছেন, “আমরা সম্পূর্ণভাবে বিহারের সামগ্রিক উন্নয়নে নিবেদিত। নতুন ব্যবস্থা গড়ে তুলতে পরিবর্তনের লড়াইয়ে প্রস্তুত আছি। দীর্ঘমেয়াদী সংগ্রামের জন্য তৈরি আছি আমরা।”

দলের পোস্টারে মহাত্মা গান্ধী, ড. ভীমরাও আম্বেদকর, রাম মনোহর লোহিয়া, জয়প্রকাশ নারায়ণ ও কার্পুরি ঠাকুরের ছবি ব্যবহার করা হয়েছে। তাঁর দাবি, এই মনীষীদের আদর্শকে সামনে রেখে বিহারের রূপান্তরের লড়াই চালিয়ে যাবে জনশক্তি জনতা দল।

উল্লেখযোগ্যভাবে, এর আগে গত ৫ আগস্ট তেজ প্রতাপ পাঁচটি ক্ষুদ্র আঞ্চলিক দলের জোটের কথাও ঘোষণা করেছিলেন। সেগুলি হল— বিকাশ বঞ্চিত ইনসান পার্টি (ভিভিআইপি), ভোজপুরিয়া জন মোর্চা (বিজেএম), প্রগতিশীল জনতা পার্টি (পিজেপি), ওয়াজিব অধিকার পার্টি (ডাব্লিউএপি) এবং যৌথ কৃষক বিকাশ পার্টি (এসকেভিপি)।

‘দায়িত্বজ্ঞানহীন আচরণ’ এবং ‘পারিবারিক মূল্যবোধ ক্ষুণ্ণ’ করার কারণে গত মে মাসে ছেলে তেজপ্রতাপকে আরজেডি থেকে বহিষ্কৃত করেছিলেন লালু প্রসাদ। এমনকি তাঁকে পরিবার থেকেও বের করে দিয়েছিলেন লালু প্রসাদ।

বিহারের বিধানসভা ভোটের সঠিক দিনক্ষণ এখনও ঘোষণা করেনি নির্বাচন কমিশন, তবে বছরের শেষের দিকে অর্থাৎ নভেম্বরে ভোট হওয়ার সম্ভাবনা। এই প্রেক্ষাপটে তেজ প্রতাপ যাদবের নতুন রাজনৈতিক অভিযান নিঃসন্দেহে রাজ্যের রাজনীতিতে বাড়তি আলোচনার জন্ম দিচ্ছে।

শুক্রবার নতুন দলের নাম এবং প্রতীক ঘোষণা করলেন তেজপ্রতাপ যাদব
লাদাখে অশান্তির জেরে গ্রেফতার সোনম ওয়াংচুক! 'র‌্যাঞ্চো'র বিরুদ্ধে জাতীয় নিরাপত্তা আইনে অভিযোগ
শুক্রবার নতুন দলের নাম এবং প্রতীক ঘোষণা করলেন তেজপ্রতাপ যাদব
Rahul Gandhi: 'ভোটচুরি ধরেছি, এবার ভোটচোরদের ধরবো' - নির্বাচন কমিশনকে হুঁশিয়ারি রাহুল গান্ধীর!

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in