Tamil Nadu: তামিলনাড়ুতে থালাপতি বিজয়ের টিভিকে-র সঙ্গে জোট বাঁধার পরিকল্পনায় এগোচ্ছে বিজেপি?

People's Reporter: সূত্র অনুসারে, বিজেপি অভিনয় জগত থেকে রাজনীতিতে আসা থালাপতি বিজয়ের সদ্যগঠিত রাজনৈতিক দলের সঙ্গে জোট করার চেষ্টা চালাচ্ছে। ২০২১ বা ২০২৪ - কোনো নির্বাচনেই মাথা তুলতে পারেনি বিজেপি।
কারুরে থালাপতি বিজয়ের জনসভা
কারুরে থালাপতি বিজয়ের জনসভাগ্রাফিক্স - আকাশ
Published on

তামিলনাড়ুতে আসন্ন বিধানসভা নির্বাচনে সদ্যগঠিত টিভিকে-র সঙ্গে কি জোট বাঁধতে চলেছে বিজেপি? রাজ্যে জমি খুঁজে পেতে সম্ভবত সেই পথেই চলছে বিজেপি বলে খবর রাজনৈতিক মহলের। সূত্র অনুসারে, বিজেপি সবরকম ভাবে অভিনয় জগত থেকে রাজনীতিতে আসা থালাপতি বিজয়ের (Thalapathy Vijay) সদ্যগঠিত রাজনৈতিক দলের সঙ্গে জোট করার চেষ্টা চালাচ্ছে। ২০২১-এর বিধানসভা নির্বাচন অথবা ২০২৪-এর লোকসভা নির্বাচনের কোনোটাতেই আশানুরূপ ফল করতে না পেরে দক্ষিণের এই রাজ্যে এবার ভালো ফল করতে বদ্ধপরিকর বিজেপি।

জানা যাচ্ছে, তামিলনাড়ু বিজেপির পক্ষ থেকে লাগাতার চেষ্টা চালানো হচ্ছে বিজয়ের রাজনৈতিক দল তামিলিগা ভেত্তরি কাজাঘাম-এর (Tamilaga Vettri Kazhagam - TVK) সঙ্গে জোট করার। যে জোট করা সম্ভব হলে আসন্ন নির্বাচনে বিকল্প শক্তি হিসেবে উঠে আসতে পারবে বিজেপি। থালাপতি বিজয়ের বিপুল জনপ্রিয়তায় ভর দিয়ে বিজেপির পক্ষে অনায়াসেই তা করা সম্ভব।

প্রসঙ্গত, গত সপ্তাহেই থালাপতি বিজয়ের দলের মুখপাত্র ফেলিক্স গেরারড কংগ্রেসের ধর্মনিরপেক্ষ রাজনীতির প্রশংসা করে জানিয়েছিলেন, কংগ্রেস তাদের ‘স্বাভাবিক মিত্র’ (Natural Ally)। বিজয়ের এই উক্তির পরেই যে কোনও মূল্যে তাঁর সঙ্গে জোটের চেষ্টা আরও জোরদার করেছে বিজেপি। সম্প্রতি তামিলনাড়ু সফরের সময় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দলীয় কর্মীদের জয়ের জন্য ভাববার নির্দেশ দিয়েছেন। তিনি জানিয়েছেন, বিধানসভা নির্বাচনে শুধু লড়াই করা নয়, জয়ের কথা ভাবতে হবে।

তবে কংগ্রেসকে ‘স্বাভাবিক মিত্র’ বললেও টিভিকে মুখপাত্র ফেলিক্স জানিয়েছিলেন, “ধর্মনিরপেক্ষতা এবং সাম্প্রদায়িকতার বিরুদ্ধে অবস্থানের দিক থেকে কংগ্রেস ও টিভিকে স্বাভাবিক মিত্র। সেই অর্থে, আমরা সবসময়ই স্বাভাবিক অংশীদার। রাহুল গান্ধী এবং আমাদের নেতাও বন্ধু। কংগ্রেস ও টিভিকে-র মধ্যে জোট গঠনের অনেক সম্ভাবনা রয়েছে। যদিও, আমরা যেমনটা দেখছি, তামিলনাড়ু কংগ্রেস কমিটির বর্তমান নেতৃত্বের ব্যক্তিগত স্বার্থ, সম্ভবত ব্যবসায়িক বা আর্থিক স্বার্থ, তাদের টিভিকে-র সাথে আলোচনা শুরু করা থেকে বিরত রাখছে।”

উল্লেখযোগ্যভাবে, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সাম্প্রতিক তামিলনাড়ু সফরের সময় রাজ্যের বিরোধী দল এআইএডিএমকে নেতা ই পালানিস্বামীর দেখা করেননি বা তাঁকে সময় দেননি। যা নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা বেড়েছে।

২০২১ তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে ২৩৪ আসনের মধ্যে ২০ আসনে প্রতিদ্বন্দ্বিতা করে বিজেপি জয়ী হয়েছিল মাত্র ৪ আসনে। ২০২৪ লোকসভা নির্বাচনে তামিলনাড়ুর ৩৯ আসনের মধ্যে ১৯ আসনে প্রতিদ্বন্দ্বিতা করে কোনও আসনেই জয়ী হয়নি বিজেপি।   

কারুরে থালাপতি বিজয়ের জনসভা
Tamil Nadu: ২৬-এর তামিলনাড়ু বিধানসভা ভোটে এআইএডিএমকে-র সঙ্গে জোট বেঁধে লড়বে বিজেপি - অমিত শাহ
কারুরে থালাপতি বিজয়ের জনসভা
Thalapathy Vijay: তামিলনাড়ুতে ক্ষমতাসীন এবং বিরোধীদের মাথাব্যথার কারণ হতে চলেছেন থালাপতি বিজয়

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in