Tamil Nadu: ২৬-এর তামিলনাড়ু বিধানসভা ভোটে এআইএডিএমকে-র সঙ্গে জোট বেঁধে লড়বে বিজেপি - অমিত শাহ

People's Reporter: ২০২১ বিধানসভা নির্বাচনে এআইএডিএমকের সঙ্গে জোট করে ২০ আসনে প্রতিদ্বন্দ্বিতা করে বিজেপি জয়ী হয় ৪ আসনে। প্রাপ্ত ভোটের হার ছিল ২.৬২%। সেবার এআইএডিএমকে ভোট পায় ৩৩.২৯% এবং আসন পায় ৬৬।
তামিলনাড়ুর চেন্নাইতে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সাংবাদিক সম্মেলন
তামিলনাড়ুর চেন্নাইতে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সাংবাদিক সম্মেলন ছবি বিজেপি তামিলনাড়ু এক্স হ্যান্ডেল ভিডিও থেকে স্ক্রিনশট
Published on

তামিলনাড়ু বিধানসভা নির্বাচনের এখনও একবছর দেরি। তবুও এখন থেকেই ঘর গোছাতে নেমে পড়লো বিজেপি এবং এআইএডিএমকে। শুক্রবার চেন্নাইতে এআইএডিএমকে নেতৃত্বের সঙ্গে এক বৈঠকের পর আগামী নির্বাচনে জোট বেঁধে লড়াই করবার কথা ঘোষণা করলেন বিজেপি নেতা ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ২০২৬ তামিলনাড়ু বিধানসভা নির্বাচনের আগে এটাকেই বড়ো চমক বলে মনে করছে রাজনৈতিক মহল।

দীর্ঘসময় ধরে তামিলনাড়ুতে প্রভাব বিস্তারের চেষ্টা করলেও এখনও তাতে সফল হয়নি বিজেপি। ২০২৪ লোকসভা নির্বাচনেও তামিলনাড়ুতে কোনও আসনে জয়ী হয়নি বিজেপি। মোট ২৩ আসনে প্রতিদ্বন্দ্বিতা করে বিজেপির প্রাপ্ত ভোট ছিল ১১.২৪ শতাংশ। ২০২১ বিধানসভা নির্বাচনে এআইএডিএমকে সঙ্গে নিয়ে জোট করে ২০ আসনে প্রতিদ্বন্দ্বিতা করে বিজেপি জয়ী হয় ৪ আসনে। প্রাপ্ত ভোটের হার ছিল ২.৬২ শতাংশ। সেবার এআইএডিএমকে ভোট পায় ৩৩.২৯ শতাংশ এবং আসন পায় ৬৬।

শুক্রবার অমিত শাহ বলেন, এআইএডিএমকে এবং বিজেপি নেতৃত্ব ঠিক করেছে যে এনডিএ-র অন্যান্য সহযোগী দলকে সঙ্গে নিয়ে একজোট হয়ে ২০২৬-এর তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা হবে। এদিন তিনি চেন্নাইতে বিজেপির কে আন্নামালাই এবং এআইএডিএমকে-র ই কে পালানিস্বামীকে সঙ্গে নিয়ে এক সাংবাদিক বৈঠক করেন।

অমিত শাহ বলেন, আগামী নির্বাচনগুলিতে এনডিএ জাতীয় স্তরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে লড়াই করবে এবং তামিলনাড়ুতে লড়াই করবে ই কে পালানিস্বামীর নেতৃত্বে।

এদিন অমিত শাহ আরও বলেন, এআইএডিএমকে-র অভ্যন্তরীণ বিষয়ে বিজেপি কোনও হস্তক্ষেপ করবে না। তিনি বলেন, এআইএডিএমকের পক্ষ থেকে এই জোটের জন্য কোনও শর্ত রাখা হয়নি বা কোনও দাবি করা হয়নি। আমাদের এই জোট বিজেপি এবং এআইএডিএমকে – দুই দলের জন্যেই লাভদায়ক হবে।  এদিন স্বরাষ্ট্রমন্ত্রী দাবি করেন, তামিলনাড়ুর আগামী বিধানসভা নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করবে এনডিএ।

২০১৬ সালে জে জয়ললিতার মৃত্যুর পর বিজেপির সঙ্গে প্রথম জোট বাধে এআইএডিএমকে। ২০২১ বিধানসভা নির্বাচনে দুই দল জোট বেঁধে লড়াই করলেও ২০২৩ সালে বিজেপির সঙ্গে জোট ভেঙে দেয় এআইএডিএমকে। এবার আরও একবার বিজেপির সঙ্গে জোট বাধলো ই কে পালানিস্বামীর দল।

তামিলনাড়ুর চেন্নাইতে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সাংবাদিক সম্মেলন
Tamil Nadu: হিন্দি ভাষা বিতর্কে বিজেপি ছাড়লেন তামিল অভিনেত্রী রঞ্জনা নাচিয়ার
তামিলনাড়ুর চেন্নাইতে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সাংবাদিক সম্মেলন
Tamil Nadu: কোটি কোটি টাকা আত্মসাৎ করার জন্যই 'NEET শিল্প' চালু হয়েছে! DMK-র নিশানায় বিজেপি

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in