
তামিলনাড়ুতে হিন্দি ভাষা বিতর্ক ক্রমশ জোরালো হচ্ছে। এই নিয়ে বিজেপির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে মঙ্গলবার দল ছেড়েছেন বিখ্যাত অভিনেত্রী রঞ্জনা নাচিয়ার। অভিনেত্রী দীর্ঘদিন ধরে তামিলনাড়ু বিজেপির শিল্প ও সংস্কৃতি বিভাগের দায়িত্বে ছিলেন। বিজেপি ছাড়ার পর অভিনেত্রী অভিযোগ তুলেছিলেন, রাজনৈতিক ফায়দা তোলার জন্য 'জাতীয়তাবাদ'কে ব্যবহার করছে বিজেপি। বুধবার সেই অভিনেত্রী যোগ দিলেন অভিনেতা বিজয়ের দল টিভিকে (TVK) -তে।
বুধবার সকালে চেন্নাইয়ে টিভিকে-র বার্ষিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেত্রী রঞ্জনা নাচিয়ার। সেই অনুষ্ঠানে বক্তৃতা দিতে গিয়ে বিজয়কে পরবর্তী ‘এমজি’ বলে অভিহিত করেন তিনি। উল্লেখ্য, প্রয়াত অভিনেতা তথা বর্তমানে রাজ্যের বিরোধী দল সর্বভারতীয় আন্না দ্রাবিড় মুনেত্র কাজগম প্রতিষ্ঠাতা এমজি রামচন্দ্রন ১৯৭০-৮০ সাল পর্যন্ত তামিল নাড়ুর মুখ্যমন্ত্রী ছিলেন। বিজয়কে তাঁর সাথে তুলনা করেছেন রঞ্জনা।
রঞ্জনা নিজের বক্তৃতায় এদিন দাবি করেন বিজয়ের মধ্যে ‘জাতীয়তাবাদ এবং দ্রাবিড় নীতির’ সংমিশ্রণ রয়েছে। অভিনেত্রীর দাবি, “তামিলনাড়ুবাসীর সবথেকে বড় আশা বিজয়”।
মঙ্গলবার নিজের পদত্যাগপত্র এক্স হ্যান্ডেলে শেয়ার করেছিলেন রঞ্জনা। পদত্যাগ পত্রে তিনি লিখেছেন, “গত আট বছর ধরে বিজেপিতে নানা ভূমিকায় কাজ করেছি। তবে এবার বিদায়। লোকে ভাবে বিজেপি জাতীয়তাবাদী দল, যারা দেশের স্বার্থকে সবচেয়ে বেশি গুরুত্ব দেয়, যারা ধর্মকে রক্ষা করে। কিন্তু আমি দেখতে পাচ্ছি কীভাবে রাজনৈতিক ফায়দা তোলার জন্য জাতীয় পরিচয় এবং ধর্মীয় মতাদর্শকে ব্যবহার করা হচ্ছে। সেটার সঙ্গে মানিয়ে নেওয়া আর সম্ভব নয়”।
এরপরেই নিজের তামিল পরিচয় উল্লেখ করে রঞ্জনা বলেন, “তামিল ভাষার গরিমা, তামিল সংস্কৃতির ঐতিহ্য আর তামিল অস্মিতার সঙ্গে আপোষ করা সম্ভব নয়। যারা এটা বোঝে না, তাদের সঙ্গে থাকা যায় না”।
উল্লেখ্য, সম্প্রতি তামিলনাড়ুতে শুরু হয়েছে হিন্দি ভাষা বিরোধী যুদ্ধ। ত্রিভাষা নীতিকে তোপ দেগে কেন্দ্রের বিজেপি সরকারকে আক্রমণ করে তামিলনাড়ুর উপমুখ্যমন্ত্রী উদয়নিধি স্ট্যালিন অভিযোগ এনেছিলেন, হিন্দি ভাষা দেশে বহু আঞ্চলিক ভাষাকে ধ্বংস করে দিয়েছে। হিন্দির বিরুদ্ধে কার্যত যুদ্ধের ঘোষণা করেছিলেন তালিমনাড়ুর মুখ্যমন্ত্রী পুত্র।
স্ট্যালিন-পুত্র কেন্দ্রের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের বিরুদ্ধে অভিযোগ তুলেছিলেন, রাজ্যে চলমান সমগ্র শিক্ষা মিশনের প্রায় ২৪০০ কোটি টাকা আটকে দেওয়া হয়েছে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান সম্প্রতি বলেছেন, রাজ্যজুড়ে জাতীয় শিক্ষা নীতি সম্পূর্ণরূপে বাস্তবায়ন না করা পর্যন্ত কেন্দ্র রাজ্যকে তহবিল দেবে না।
এই নিয়ে সরব হয়েছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিনও। বৃহস্পতিবার এক্স হ্যান্ডেলে স্ট্যালিন লেখেন, "কখনও ভেবেছেন কত ভারতীয় ভাষাকে হিন্দি গ্রাস করেছে? ভোজপুরি, মৈথিলি, অওয়াধি, ব্রজ, বুন্দেলি, গঢ়ওয়ালি, কুমায়ুনি, মগহী, মাড়ওয়ারি, মালভী, ছত্তীসগঢ়ী, সাঁওতালি, অঙ্গিকা, হো, খড়িয়া, খোরঠা, কুড়মালী, কুরুখ, মুন্ডারী এবং আরও অনেক ভাষা এখন ধুঁকছে। একচেটিয়া হিন্দি চালুর উদ্দেশ্য প্রাচীন মাতৃভাষাকে হত্যা করা। উত্তরপ্রদেশ এবং বিহার কখনওই শুধু ‘হিন্দি হৃদয়পুর’ ছিল না। তাদের আসল ভাষা এখন অতীতের ধ্বংসাবশেষ।"
তাঁর ঘোষণা— ‘‘তামিলনাড়ুতে প্রতিরোধ হবে। কারণ, আমরা জানি এর শেষ কোথায়।’’
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন