Preity Zinta: ১৮ কোটির ঋণ মকুব বিতর্কে প্রীতির দাবির পাল্টা তথ্যপ্রমাণ চাইল কেরল কংগ্রেস

People's Reporter: এক্স হ্যান্ডেলে কেরল কংগ্রেস লেখে, “জেনে ভালো লাগছে আপনার অ্যাকাউন্ট আপনিই নিয়ন্ত্রণ করেন। বাকিদের মতো নন, যাঁরা তাঁদের অ্যাকাউন্ট ‘দুষ্টু’ আইটি সেলকে দিয়ে দিয়েছেন"।
প্রীতি জিন্টা
প্রীতি জিন্টাছবি - সংগৃহীত
Published on

১৮ কোটি ঋণ বিতর্ক যেন পিছু ছাড়ছে না বলিউড অভিনেত্রী তথা আইপিএল টিম পাঞ্জাব কিংস-এর সহ-মালকিন প্রীতি জিন্টার। কেরল কংগ্রেসের অভিযোগ, বিজেপির সহায়তায় অভিনেত্রীর সমস্ত ঋণ মকুব করে দিয়েছে ব্যাংক। এই অভিযোগ অস্বীকার করে প্রীতির দাবি, নিজের উপার্জনের টাকায় সমস্ত ঋণ শোধ করেছেন তিনি। তাঁর নামে অপপ্রচার করার জন্য কংগ্রেসকেও আক্রমণ করেছেন তিনি। তবে এতে দমেনি কংগ্রেস। তারা পাল্টা অভিনেত্রীর এই দাবির প্রেক্ষিতে প্রমাণ চেয়ে সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছে।

সম্প্রতি নিউ ইন্ডিয়া কোঅপারেটিভ ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি করে রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া। ১২২ কোটি টাকা জালিয়াতির অভিযোগে গ্রেফতার করা হয় ব্যাঙ্কের সিইও অভিমন্যু ভোয়ানকে। আর এর পরেই এই মামলায় নাম জড়ায় প্রীতি জিন্টার। অভিযোগ ওঠে, ওই সমবায় ব্যাঙ্ক থেকে প্রীতি ১৮ কোটি টাকার ঋণ নিয়েছিলেন। সেটা মকুব করে দেওয়া হয়েছে।

কেরল কংগ্রেস তাদের এক্স হ্যান্ডেলে এই সংক্রান্ত একটি খবরের স্ক্রিনশট শেয়ার করে লেখে, “বিজেপিকে নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট হস্তান্তরিত করেছেন প্রীতি। বিনিময়ে ১৮ কোটি টাকার ঋণ মকুব করে দেওয়া হয়েছে তাঁর। গত সপ্তাহেই সেই ব্যাঙ্ক ভেঙে পড়েছে। নিজেদের সঞ্চয় ফিরে পেতে এখন রাস্তায় সাধারণ মানুষ”।

যদিও এই পুরো বিষয়টিকে মিথ্যে বলে দাবি করেন প্রীতি। নিজের এক্স হ্যান্ডেলে কেরল কংগ্রেসের বিরুদ্ধে তোপ দেগে অভিনেত্রী লেখেন, “নিজের অ্যাকাউন্ট নিজেই চালাই আমি। ভুয়ো খবর প্রচার করার জন্য লজ্জিত হোন। কেউ আমার ঋণ মকুব করে দেননি। আমি স্তম্ভিত যে একটি রাজনৈতিক দল এবং তার প্রতিনিধিরা ভুয়ো খবর ছড়াচ্ছেন, গুজবে অংশ নিচ্ছেন। আমার নাম ও ছবি ব্যবহার করেই এসব গুজব ছড়াচ্ছেন। যে টাকা ঋণ নেওয়া হয়েছিল তার পুরোটাই শোধ করা হয়েছিল ১০ বছর আগে। আশাকরি জবাব পেয়ে গিয়েছেন। ভবিষ্যতে কোনও ভুল বোঝাবুঝি হবে না”।

অভিনেত্রীর এই দাবির স্বপক্ষে তথ্যপ্রমাণ চায় কেরল কংগ্রেস। এক্স হ্যান্ডেলে প্রীতির পোষ্টটি শেয়ার করে ফের তারা লেখে, “জেনে ভালো লাগছে আপনার অ্যাকাউন্ট আপনিই নিয়ন্ত্রণ করেন। বাকিদের মতো নন, যাঁরা তাঁদের অ্যাকাউন্ট ‘দুষ্টু’ আইটি সেলকে দিয়ে দিয়েছেন। বিষয়টা পরিষ্কার করে দেওয়ার জন্য ধন্যবাদ। যদি আদৌ আমরা কোনও দোষ করে থাকি, তাহলে ভুল স্বীকার করে নেব। সংবাদমাধ্যমে প্রকাশিত সংবাদই আমরা শেয়ার করেছি। এই প্রতিবেদনে দাবি করা হয়েছে, নিউ ইন্ডিয়া কোঅপারেটিভ ব্যাংকের প্রাক্তন কর্মচারীরা ২০২০ সালের জানুয়ারিতে ব্যাংকে চলমান দুর্নীতির বিষয়ে আরবিআইকে সতর্ক করে চিঠি লিখেছিলেন। প্রতিবেদনে আপনার সহ আরও অনেকের ঋণ নেওয়া এবং মকুব করার কথা উল্লেখ করা হয়েছে। তবে আরবিআই সময়মতো ব্যাংকের বিরুদ্ধে সুনির্দিষ্ট ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে।"

কেরল কংগ্রেস জানিয়েছে, "জীবনের সমস্ত সঞ্চয় হারিয়েছেন এমন আমানতকারীদের পাশে দাঁড়িয়েছি আমরা। যদি এই প্রতিবেদনগুলি ভুল হয়, তাহলে আমরা আপনাকে অনুরোধ করছি প্রমাণ সহ বিষয়টি পরিষ্কার করুন এবং আমানতকারীদের স্বার্থে আপনার আওয়াজ তুলুন।"

প্রতিবেদনে বলা হয়েছে, বলিউড অভিনেত্রী প্রীতি জিন্টার ১৮ কোটি টাকার ঋণ যথাযথ আদায় প্রক্রিয়া ছাড়াই মকুব করা হয়েছে। রাজহংস গ্রুপ ৯৫ কোটি টাকার ঋণ পেয়েছিল। ওমকারা অ্যাসেটস রিকনস্ট্রাকশন প্রাইভেট লিমিটেড (এআরসি)-এর কাছে আরও ২১০ কোটি টাকার এনপিএ বিক্রি করা হয়েছে, যদিও সেই রাইট অফ প্রক্রিয়া জালিয়াতিপূর্ণ বলে সন্দেহ আছে।

প্রীতি জিন্টা
দু’টি ইন্টার্নশিপ পদে আবেদনকারী ১২০০! ভারতের বেকারত্ব নিয়ে উদ্বেগ প্রকাশ আন্তর্জাতিক সংস্থার সিইও

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in