সুইগি ও জোমাটো - দুই ফুড ডেলিভারি সংস্থাকে ৫০০ কোটি টাকা করে জিএসটি-র নোটিশ

People's Reporter: সুইগি ও জোমাটো, উভয় সংস্থার কাছেই এই বিষয়ে জানতে চাওয়া হলে তারা মুখ খুলতে চায়নি।
সুইগি ও জোমাটো - দুই ফুড ডেলিভারি সংস্থাকে ৫০০ কোটি টাকা করে জিএসটি-র নোটিশ
ফাইল ছবি
Published on

অনলাইন ফুড ডেলিভারি প্ল্যাটফর্ম সুইগি ও জোমাটো খাবারের ডেলিভারি চার্জের জন্য ৫০০ কোটি টাকার জিএসটি নির্দেশিকা পেয়েছে। বুধবার এমনটাই প্রকাশ পেয়েছে একাধিক সংবাদ রিপোর্টে। দুটি সংস্থাই খাবার পৌঁছে দেওয়ার জন্য যে ডেলিভারি চার্জ নেয়, সেই 'বাড়তি' চার্জের জন্যই ওই নির্দেশিকা পেয়েছে বলে জানা গিয়েছে। সুইগি ও জোমাটো, উভয় সংস্থার কাছেই এই বিষয়ে জানতে চাওয়া হলে তারা মুখ খুলতে চায়নি।

অনলাইন প্ল্যাটফর্ম হিসেবে দুটি সংস্থাই খাবারের ডেলিভারি করার জন্য কাস্টমারদের থেকে নূন্যতম মূল্য আদায় করে। কর আধিকারিক ও ফুড ডেলিভারি সংস্থাগুলির মধ্যে প্রায়শই এই ডেলিভারি চার্জ নিয়ে বিবাদ বাধে। রিপোর্ট বলছে, এই বিবাদের মূলে রয়েছে প্রায় ১০০০ কোটি টাকার গরমিল। সুইগি ও জোমাটো কর্তৃপক্ষের মতে, কাস্টমারদের থেকে নেওয়া সেই ডেলিভারি চার্জ আসলে সেইসব ডেলিভারি পার্টনারদের জন্যই, যারা বাড়ি-বাড়ি গিয়ে কাস্টমারদের খাবার পৌঁছে দেয়।

কোম্পানির বক্তব্য, অনলাইন অ্যাপের মাধ্যমে অর্ডার নেওয়ার সময়ই কাস্টমারদের থেকে কোম্পানি সেই ডেলিভারি চার্জ নিয়ে নেয়। এরপর তা ডেলিভারি পার্টনারদের পাঠিয়ে দেওয়া হয়। কিন্তু কর আধিকারিকরা দুই কোম্পানির এই বক্তব্যের সঙ্গে সহমত নয়। গত এপ্রিল মাসে, সুইগি প্রতিটি অর্ডারে ২ টাকা করে ‘প্ল্যাটফর্ম ফি’ নেওয়া শুরু করে। গতমাসেই, সেই মূল্য বাড়িয়ে ৩ টাকা করা হয়।

অন্যদিকে জোমাটো অনেকদিন ধরেই কাস্টমারদের থেকে ২ টাকা করে প্ল্যাটফর্ম ফি নিত। গত আগস্টে, সেটা ৩ টাকা করা হয়।

এই নিয়ে সুইগির এক মুখপাত্র এক সর্বভারতীয় সংবাদসংস্থাকে জানিয়েছেন, “প্ল্যাটফর্ম ফি-তে কোনোরকম উল্লেখযোগ্য বদল হয়নি। এই অনলাইন ফুড ডেলিভারি সেক্টরে কাস্টমারদের থেকে নেওয়া এই মূল্য খুব সাধারণ একটি ব্যাপার, অধিকাংশ কোম্পানিই কাস্টমারদের থেকে এই টাকা চার্জ করে থাকে।”

-With IANS Inputs

সুইগি ও জোমাটো - দুই ফুড ডেলিভারি সংস্থাকে ৫০০ কোটি টাকা করে জিএসটি-র নোটিশ
সমাজবিজ্ঞানের পাঠ্যবইয়ে রামায়ণ-মহাভারত! NCERT-র সুপারিশের তীব্র সমালোচনায় বিরোধী দল ও শিক্ষাবিদরা
সুইগি ও জোমাটো - দুই ফুড ডেলিভারি সংস্থাকে ৫০০ কোটি টাকা করে জিএসটি-র নোটিশ
Ramdev: ভুয়ো, বিভ্রান্তিকর বিজ্ঞাপন বন্ধ করতে হবে! রামদেবের পতঞ্জলিকে হুঁশিয়ারি শীর্ষ আদালতের

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in