
ফের বিপাকে রামদেবের পতঞ্জলি। যদিও রামদেবের সাথে এই সংস্থার যৌথ মালিকানা রয়েছে তাঁর সহযোগী বালকৃষ্ণের। এবার এই সংস্থার বিরুদ্ধে সন্দেহজনক লেনদেনের অভিযোগে নোটিশ পাঠালো কেন্দ্রীয় সরকারের কর্পোরেট বিষয়ক মন্ত্রক (MCA)।
পতঞ্জলির বিরুদ্ধে একাধিক সন্দেহজনক লেনদেন নজরে পড়েছে গোয়েন্দাদের। সেই সমস্ত লেনদেনের বিষয়ে বিস্তারিত তথ্য পেতেই পতঞ্জলিকে নোটিশ পাঠানো হয়েছে।
সূত্রের খবর অনুযায়ী, সন্দেহজনক লেনদেনগুলিকে ‘অস্বাভাবিক’ বলে বিবেচনা করা হয়েছে। যদিও তদন্ত এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। তবে পতঞ্জলিকে এ বিষয়ে ব্যাখ্যা দেওয়ার জন্য প্রায় দু মাস সময় দেওয়া হয়েছে।
বর্তমানে রীতিমতো চাপে রয়েছে পতঞ্জলি। কর ফাঁকি, ভুল জিএসটি ফেরতের দাবি এবং বিতর্কিত এবং ভুয়ো বিজ্ঞাপন সংক্রান্ত একাধিক মামলায় জর্জরিত কোম্পানি। গত বছর কোম্পানির একটি ইউনিট ট্যাক্স ডিপার্টমেন্ট থেকে শোকজ নোটিশও পেয়েছিল। বিতর্কিত এবং ভুয়ো বিজ্ঞাপন নিয়ে সুপ্রিম কোর্টে একাধিকবার ভর্ৎসিত হয়েছেন রামদেব। ক্ষমা প্রার্থনাও করতে হয়েছে তাঁকে। এবার সন্দেহজনক লেনদেনের অভিযোগে নোটিশ পাঠানো হল সংস্থাকে।
এই খবর প্রকাশ্যে আসার পর শেয়ার বাজারেও ধাক্কা খেয়েছে পতঞ্জলি। বাজার খোলার পরই পতঞ্জলি ফুডস লিমিটেডের শেয়ারের দাম কমে দাঁড়ায় ১,৬৭১ টাকা। শুক্রবার কার্যত ৫ শতাংশ পড়ে শেয়ার দাম।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন