'অপারেশন সিঁদুর'-এ নিহত পাকিস্তানিদের প্রতি সমবেদনা! কলম্বিয়াতে গিয়ে হতাশ ভারতীয় প্রতিনিধি দল

People's Reporter: শশী থারুর বলেন, ‘‘কলম্বিয়া সরকারের প্রতিক্রিয়ায় আমরা একটু হতাশ। তারা ভারতের হামলায় নিহত পাকিস্তানের জন্য আন্তরিক সমবেদনা জানালেন। সন্ত্রাসবাদের বলি হয়েছেন যাঁরা, তাঁদের জন্য নয়"।
কলম্বিয়ায় ভারতের প্রতিনিধি দল
কলম্বিয়ায় ভারতের প্রতিনিধি দলছবি - সংগৃহীত
Published on

পহেলগাঁও জঙ্গি হামলার প্রত্যাঘাতে ভারতের 'অপারেশন সিঁদুর' অভিযানের ফলে নিহত পাকিস্তানিদের প্রতি সমবেদনা প্রকাশ করেছে দক্ষিণ আমেরিকার কলম্বিয়া সরকার। যা নিয়ে এবার প্রকাশ্যে হতাশা প্রকাশ করলেন শশী থারুর।

'অপারেশন সিঁদুর' এবং পাকিস্তানী সন্ত্রাসবাদের বিরুদ্ধে বার্তা দিতে দেশে দেশে প্রতিনিধি দল পাঠিয়েছে ভারত। দেশের সব দলের রাজনৈতিক দলের প্রতিনিধিদের নিয়ে গঠন করা হয়েছে সেই দল। যেখানে একটি দলের নেতৃত্ব দিচ্ছেন কংগ্রেস সাংসদ শশী থারুর।

থারুরের নেতৃত্বে সেই দলে আছেন জেএমএম সাংসদ সরফরাজ আহমেদ, টিডিপি সাংসদ জিএম হরিশ বালযোগী, বিজেপি সাংসদ শশাঙ্ক মানি ত্রিপাঠী, ভুবনেশ্বর কলিতা ও তেজস্বী সূর্য, শিবসেনার মিলিন্দ মুরলী দেওরা, এলজেপি সাংসদ শাম্ভবী এবং কূটনীতিক তরণজিৎ সিংহ সান্ধু।

সেই দলের গন্তব্য ছিল আমেরিকা, পানামা, গুয়ানা, ব্রাজিল এবং কলম্বিয়া। সম্প্রতি দলটি কলম্বিয়ার রাজধানী বোগোতায় গিয়েছিল। যেখানে সাংবাদিক বৈঠকে শশী থারুর বলেন, ‘‘কলম্বিয়া সরকারের প্রতিক্রিয়ায় আমরা একটু হতাশ। তারা ভারতের হামলায় নিহত পাকিস্তানীদের জন্য আন্তরিক সমবেদনা জানালেন। সন্ত্রাসবাদের বলি হয়েছেন যাঁরা, তাঁদের জন্য নয়"।

কংগ্রেস সাংসদ আরও জানিয়েছেন, "আমরা কলম্বিয়ার বন্ধুদের বলতে চাই, সন্ত্রাসবাদ এবং তার প্রতিরোধকারীদের কোনও ভাবেই এক করে দেওয়া যায় না। কেউ আক্রমণ করে, কেউ রক্ষা করে— এদের মধ্যে কোনও সমতা নেই। আমরা আমাদের আত্মরক্ষার অধিকার প্রয়োগ করছি মাত্র। যদি কোথাও কোনও ভুল বোঝাবুঝি হয়ে থাকে, তার মীমাংসার জন্য আমরা আছি"।

এমনকি কলম্বিয়া সরকারের সামনে 'অপারেশন সিঁদুর'-এর পর পাকিস্তান যে তাদের জাতীয় পতাকা দিয়ে নিহত সন্ত্রাসবাদীদের শ্রদ্ধা জানিয়েছে, সে ছবিও তুলে ধরে ভারত সরকার। পাশাপাশি, সেই অনুষ্ঠানে পাকিস্তানী সেনা ও সরকারের উচ্চপদস্থ ব্যক্তিদের উপস্থিতির ছবিও প্রকাশ করা হয়েছে। থারুরের পাশাপাশি তেজস্বী, মিলিন্দরাও ভারতের নীতি ব্যাখ্যা করেছে সরকারের সামনে।

কলম্বিয়ায় ভারতের প্রতিনিধি দল
PM Modi: 'আপনাদেরই গুরুত্ব কমে যাবে', বিহারে গিয়ে 'পাল্টুরাম'দের কড়া বার্তা মোদীর! নিশানায় নীতিশ?

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in