কেন্দ্রের DDLJ নীতি - রাহুলের চিন মন্তব্যে সুপ্রিম ভর্ৎসনার পরই মোদী সরকারকে কটাক্ষ কংগ্রেসের

People's Reporter: জয়রাম রমেশ দাবি করেন, পূর্ব লাদাখের অন্তত ১,০০০ বর্গকিমি জমি, যার মধ্যে ৯০০ বর্গকিমি ডেপসাং অঞ্চলে, চীনের দখলে চলে গেছে বলে ২০২০ সালে রিপোর্ট ছিল।
Published on

চীনের সাথে সীমান্ত সংঘাত মন্তব্যে সুপ্রিম কোর্টে ভর্ৎসিত হয়েছেন রাহুল গান্ধী। তারপরই চীনের সীমান্ত পরিস্থিতি নিয়ে মোদী সরকারের ভূমিকার তীব্র সমালোচনা করলেন কংগ্রেস নেতা জয়রাম রমেশ।

সোমবার জয়রাম রমেশ অভিযোগ করেন, সরকার "DDLJ" - "Deny (অস্বীকার), Distract (বিভ্রান্ত করা), Lie (মিথ্যা বলা) এবং Justify (যথার্থতা প্রমাণ)" - নীতির আশ্রয় নিচ্ছে যাতে জবাবদিহি এড়ানো যায়।

২০২০ সালের ১৫ জুন গালওয়ানে ভারত-চীন সংঘর্ষে ২০ জন ভারতীয় জওয়ান শহিদ হন। সেই ঘটনার পর থেকেই দেশের প্রতিটি দেশপ্রেমিক নাগরিক উত্তর খুঁজছেন বলে মন্তব্য করেন কয়রাম রমেশ। কিন্তু, তাঁর অভিযোগ, “মোদি সরকার সত্য গোপন করে চলেছে।”

জয়রাম রমেশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ১৯ জুন, ২০২০ তারিখে দেওয়া বক্তব্য -“না কেউ আমাদের সীমান্তে ঢুকেছে, না কেউ ঢুকে আছে” - নিয়ে প্রশ্ন তোলেন। তিনি বলেন, এই বক্তব্যের সঙ্গে পরে সীমান্তে সেনা মোতায়েন, কূটনৈতিক আলোচনা ও ‘ডিসএঙ্গেজমেন্ট অ্যাগ্রিমেন্ট’-এর কোন সামঞ্জস্য নেই।

তিনি আরও প্রশ্ন করেন, ২১ অক্টোবর, ২০২৪-এ স্বাক্ষরিত চীনের সঙ্গে ‘ডিসএঙ্গেজমেন্ট অ্যাগ্রিমেন্ট’কি আদৌ ২০২০ সালের এপ্রিলের আগের সীমান্ত পরিস্থিতি ফিরিয়ে এনেছে, যেমনটা দাবি করেছেন সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী?

জয়রাম রমেশ দাবি করেন, পূর্ব লাদাখের অন্তত ১,০০০ বর্গকিমি জমি, যার মধ্যে ৯০০ বর্গকিমি ডেপসাং অঞ্চলে, চীনের দখলে চলে গেছে বলে ২০২০ সালে রিপোর্ট ছিল। কংগ্রেস নেতার প্রশ্ন – “এই জমি দখলের জন্য দায়ী কে?”

তিনি আরও অভিযোগ করেন, ভারত সরকার চীনের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে চাইলেও সেই দেশ পাকিস্তানের সঙ্গে সামরিক সহযোগিতা করছে। “৪ জুলাই, ২০২৫ তারিখে উপসেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল রাহুল আর সিং-র বক্তব্য অনুযায়ী, চীন পাকিস্তানকে J-10C ফাইটার, PL-15 মিসাইল সরবরাহ করেছে এবং ভারতীয় সেনা অভিযান সংক্রান্ত লাইভ ইনপুট দিয়েছে। তাহলে কেন চীনের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করা হচ্ছে?” — জিজ্ঞাসা রমেশের।

প্রসঙ্গত, জয়রাম রমেশের এই মন্তব্যের আগেই, সুপ্রিম কোর্ট কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর "চীন ভারতের ২০০০ বর্গকিমি এলাকা দখল করেছে" মন্তব্যকে ঘিরে ভর্ৎসনা করেছে। আদালত রাহুলের কাছে জানতে চায়, “আপনি কীভাবে জানলেন ২০০০ বর্গকিমি দখল হয়েছে? যদি আপনি একজন প্রকৃত ভারতীয় হন, আপনি এমন মন্তব্য করতেন না।”তবে, আদালত তাঁর বিরুদ্ধে করা মানহানির মামলার উপর স্থগিতাদেশ দিয়েছে।

সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পরই কংগ্রেস ও রাহুল গান্ধীর বিরুদ্ধে তীব্র আক্রমণ শানায় বিজেপি। বিজেপি মুখপাত্র গৌরব ভাটিয়া বলেন, যখন আমাদের সেনা বীরত্ব দেখিয়ে চীনাদের ঠেকায় তখন রাহুল গান্ধী বলেন ২০০০ বর্গকিমি জমি চলে গেছে, ২০ জন জওয়ান নিহত হয়েছে। সুপ্রিম কোর্ট বলেছে, একজন প্রকৃত ভারতীয় এমন কথা বলবে না।

কেন্দ্রের DDLJ নীতি - রাহুলের চিন মন্তব্যে সুপ্রিম ভর্ৎসনার পরই মোদী সরকারকে কটাক্ষ কংগ্রেসের
চিঠিতে বাংলাকে 'বাংলাদেশী ভাষা' উল্লেখ! 'নিরক্ষর' দিল্লি পুলিশকে সংবিধান পাঠের পরামর্শ CPIM-তৃণমূলের
কেন্দ্রের DDLJ নীতি - রাহুলের চিন মন্তব্যে সুপ্রিম ভর্ৎসনার পরই মোদী সরকারকে কটাক্ষ কংগ্রেসের
DA Case: কেন নির্দেশমতো বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দেওয়া হল না? রাজ্যকে প্রশ্ন সুপ্রিম কোর্টের

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in