কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছিল শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এফআইআর দায়ের করতে পারবে পুলিশ। শুক্রবার সেই নির্দেশ খারিজ করে দিল দেশের সর্বোচ্চ আদালত। ফলে আপাতত স্বস্তিতে রাজ্যের বিরোধী দলনেতা।
সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়, বিচারপতি মনোজ মিশ্র এবং বিচারপতি জেবি পারদিওয়ালার বেঞ্চ শুক্রবার জানায়, কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বরূপ চৌধুরী ও বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায়-র ডিভিশন বেঞ্চ শুভেন্দু অধিকারীকে নিয়ে যে নির্দেশ দিয়েছিল তা খারিজ করা হলো। পাশাপাশি কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকে মামলাটি নিয়ে পুনরায় সিদ্ধান্ত নেওয়ার জন্য নির্দেশ দেওয়া হচ্ছে।
প্রসঙ্গত, জনৈক সুমন সিংহের দায়ের করা একটি জনস্বার্থ মামলায় হাইকোর্টের পর্যবেক্ষণ ছিল রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে যদি কোনও অভিযোগ থাকে তাহলে তা প্রথমে খতিয়ে দেখবে পুলিশ। যদি অভিযোগ গ্রহণযোগ্য হয়, সেক্ষেত্রে পুলিশ এফআইআর দায়ের করতে পারবে। এর জন্য আদালতের অনুমতি নেওয়ার কোনও প্রয়োজন নেই। তবে গ্রেফতার বা অন্য কোনও কড়া পদক্ষেপ নেওয়ার আগে আদালতের অনুমতি নিতে হবে।
হাইকোর্টের এই নির্দেশের পরই পশ্চিম মেদিনীপুরের মোহনপুর জেলায় শুভেন্দুর নামে দায়ের হয় এফআইআর। পঞ্চায়েত ভোটের দিন মোহনপুর থানার অন্তর্গত রামপুরা এলাকার ব্যালট বাক্স পুকুরে ফেলে দেওয়ার ঘটনায় নন্দীগ্রামের বিধায়ক তথা রাজ্যের বিরোধী দলনেতার প্ররোচনা রয়েছে বলেই দাবি করা হয় ওই এফআইআর-এ।
হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে গত ২৭ জুলাই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন শুভেন্দু অধিকারী। আজ সেই মামলার শুনানিতে হাইকোর্টের নির্দেশ খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন