
ডেরা সচ্চা সৌদার প্রাক্তন ম্যানেজার রণজিৎ সিং হত্যা মামলায় ডেরা প্রধান গুরমিত রাম রহিম সহ অন্যান্য অভিযুক্তদের নোটিশ জারি করেছে সুপ্রিম কোর্ট। পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সিবিআই দেশের শীর্ষ আদালতের দ্বারস্থ হয়। সেই মামলায় নোটিশ জারি করল শীর্ষ আদালত।
২০২৪ সালের মে মাসে সৌদার প্রাক্তন ম্যানেজার রণজিৎ সিং খুনের মামলায় গুরমিত রাম রহিম সিং সহ মোট ৫ জনকে বেকসুর খালাসের নির্দেশ দেয় পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্ট। হাইকোর্টের এই নির্দেশের বিরুদ্ধে শীর্ষ আদালতের দ্বারস্থ হয় সিবিআই। শুক্রবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের নেতৃত্বাধীন বেঞ্চ জানায়, মামলাটি ইতিমধ্যে বিচারপতি বেলা এম ত্রিবেদীর বেঞ্চে বিচারাধীন রয়েছে। বিষয়টি এখন তাঁর বেঞ্চেই উঠবে।
প্রসঙ্গত, ২০০২ সালের ১০ জুলাই হরিয়ানার সিরসা জেলায় অবস্থিত ডেরা সচ্চা সৌদার প্রাক্তন ম্যানেজার রণজিৎ সিং-কে খুন করা হয়েছিল। ২০০৩ সালে এই ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। ২০২১ সালের ৮ অক্টোবর গুরমীত রাম রহিম সহ যশবীর, শাবদিল, অবতার, কিষাণ লাল এবং প্রয়াত ইন্দার সেনকে দোষী সাব্যস্ত করেছিল পঞ্চকুলার সিবিআই আদালত।
সিবিআই চার্জশিটে জানিয়েছিল, রঞ্জিত সিং ডেরার গোপন তথ্য বাইরে বেনামি চিঠির মাধ্যমে ফাঁস করেছিলেন বলেই তাঁকে খুন করা হয়। চিঠিতে তিনি ডেরায় কীভাবে মহিলাদের ওপর প্রতারণা ও যৌন নির্যাতন চালানো হয় তা ফাঁস করে দিয়েছিলেন। এই ঘটনার পরেই ২০০২ সালে রঞ্জিত সিং ডেরায় জিজ্ঞাসাবাদের সম্মুখীন হন এবং তাঁকে হুমকি দেওয়া হয়। যদিও রঞ্জিত সিং ক্ষমা চাইতে অস্বীকার করেন এবং জানিয়ে দেন তিনি কোনো ভুল করেননি। তারপরই তাঁকে খুন করা হয় বলে অভিযোগ।
যাবজ্জীবন কারাদণ্ড ছাড়াও রাম রহিমকে ৩১ লক্ষ টাকা জরিমানার নির্দেশ দিয়েছিল আদালত। অন্য দোষীদের মধ্যে আবদিলকে ১.৫ লক্ষ টাকা এবং কিষাণ ও যশবীরকে ১.২৫ লক্ষ টাকা করে জরিমানার নির্দেশ দেয়। অবতারকে জরিমানা করা হয় ৭৫ হাজার টাকার। এই টাকার অর্ধেক রঞ্জিত সিং-এর পরিবারের সদস্যদের দেওয়ার নির্দেশ দেয় আদালত।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন