Ram Rahim: ২০০২ সালে ডেরার প্রাক্তন ম্যানেজার হত্যাকাণ্ডে রাম রহিমকে নোটিশ সুপ্রিম কোর্টের

People's Reporter: প্রসঙ্গত, ২০০২ সালের ১০ জুলাই হরিয়ানার সিরসা জেলায় অবস্থিত ডেরা সচ্চা সৌদার প্রাক্তন ম্যানেজার রণজিৎ সিং-কে খুন করা হয়েছিল।
রাম রহিম সিং
রাম রহিম সিংফাইল ছবি
Published on

ডেরা সচ্চা সৌদার প্রাক্তন ম্যানেজার রণজিৎ সিং হত্যা মামলায় ডেরা প্রধান গুরমিত রাম রহিম সহ অন্যান্য অভিযুক্তদের নোটিশ জারি করেছে সুপ্রিম কোর্ট। পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সিবিআই দেশের শীর্ষ আদালতের দ্বারস্থ হয়। সেই মামলায় নোটিশ জারি করল শীর্ষ আদালত।

২০২৪ সালের মে মাসে সৌদার প্রাক্তন ম্যানেজার রণজিৎ সিং খুনের মামলায় গুরমিত রাম রহিম সিং সহ মোট ৫ জনকে বেকসুর খালাসের নির্দেশ দেয় পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্ট। হাইকোর্টের এই নির্দেশের বিরুদ্ধে শীর্ষ আদালতের দ্বারস্থ হয় সিবিআই। শুক্রবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের নেতৃত্বাধীন বেঞ্চ জানায়, মামলাটি ইতিমধ্যে বিচারপতি বেলা এম ত্রিবেদীর বেঞ্চে বিচারাধীন রয়েছে। বিষয়টি এখন তাঁর বেঞ্চেই উঠবে।

প্রসঙ্গত, ২০০২ সালের ১০ জুলাই হরিয়ানার সিরসা জেলায় অবস্থিত ডেরা সচ্চা সৌদার প্রাক্তন ম্যানেজার রণজিৎ সিং-কে খুন করা হয়েছিল। ২০০৩ সালে এই ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। ২০২১ সালের ৮ অক্টোবর গুরমীত রাম রহিম সহ যশবীর, শাবদিল, অবতার, কিষাণ লাল এবং প্রয়াত ইন্দার সেনকে দোষী সাব্যস্ত করেছিল পঞ্চকুলার সিবিআই আদালত।

সিবিআই চার্জশিটে জানিয়েছিল, রঞ্জিত সিং ডেরার গোপন তথ্য বাইরে বেনামি চিঠির মাধ্যমে ফাঁস করেছিলেন বলেই তাঁকে খুন করা হয়। চিঠিতে তিনি ডেরায় কীভাবে মহিলাদের ওপর প্রতারণা ও যৌন নির্যাতন চালানো হয় তা ফাঁস করে দিয়েছিলেন। এই ঘটনার পরেই ২০০২ সালে রঞ্জিত সিং ডেরায় জিজ্ঞাসাবাদের সম্মুখীন হন এবং তাঁকে হুমকি দেওয়া হয়। যদিও রঞ্জিত সিং ক্ষমা চাইতে অস্বীকার করেন এবং জানিয়ে দেন তিনি কোনো ভুল করেননি। তারপরই তাঁকে খুন করা হয় বলে অভিযোগ।

যাবজ্জীবন কারাদণ্ড ছাড়াও রাম রহিমকে ৩১ লক্ষ টাকা জরিমানার নির্দেশ দিয়েছিল আদালত। অন্য দোষীদের মধ্যে আবদিলকে ১.৫ লক্ষ টাকা এবং কিষাণ ও যশবীরকে ১.২৫ লক্ষ টাকা করে জরিমানার নির্দেশ দেয়। অবতারকে জরিমানা করা হয় ৭৫ হাজার টাকার। এই টাকার অর্ধেক রঞ্জিত সিং-এর পরিবারের সদস্যদের দেওয়ার নির্দেশ দেয় আদালত।

রাম রহিম সিং
Ketan Parekh: আবারও কেতন পারেখের বিরুদ্ধে সেবির নিষেধাজ্ঞা - কে এই পারেখ? কী তাঁর অতীত?
রাম রহিম সিং
Bihar: নীতিশের জন্য 'দরজা খোলা'! বিহারের রাজনীতিতে ফের নয়া সমীকরণ? লালুর মন্তব্যে জল্পনা তুঙ্গে

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in