Ketan Parekh: আবারও কেতন পারেখের বিরুদ্ধে সেবির নিষেধাজ্ঞা - কে এই পারেখ? কী তাঁর অতীত?

People's Reporter: সেবির তথ্য অনুসারে, কেতন পারেখ এবং রোহিত সালগাঁওকার আমেরিকা ভিত্তিক এক সংস্থা তৈরি করেন এবং এই সংস্থার মাধ্যমে অন্যান্য সংস্থার তথ্য আগাম জেনে নিয়ে শেয়ার বাজারে কেনাবেচা করতেন।
ছবি প্রতীকী
ছবি প্রতীকী গ্রাফিক্স আকাশ
Published on

আরও একবার শেয়ার বাজার থেকে নিষিদ্ধ করা হল কেতন পারেখকে। এবার তাঁর সঙ্গে নিষিদ্ধ হয়েছেন আরও দু’জন। তাঁদের বিরুদ্ধে এই নির্দেশ দিয়েছে শেয়ার বাজার নিয়ন্ত্রণকারী সংস্থা ‘সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া (SEBI)। সেবি জানিয়েছে, কেতন পারেখের সঙ্গে সিঙ্গাপুরের এক লগ্নিকারী রোহিত সালগাঁওকারও এই বেনিয়মের সঙ্গে যুক্ত ছিলেন। এই বিষয়ে ১৮৮ পাতার অন্তর্বর্তী নির্দেশ দিয়েছে সেবি।

২ জানুয়ারি অন্তর্বর্তী এক নির্দেশে এই সম্পর্কে জানিয়েছেন সেবির সর্বক্ষণের সদস্য কমলেশ ভারশ্নে। যে নির্দেশে ২২ সংস্থার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। সেবির তথ্য অনুসারে মোট ২০ টি বিভিন্ন জায়গা থেকে এই জালিয়াতি করে অনৈতিকভাবে ৬৫.৭৭ কোটি টাকা লাভ করেছেন এঁরা। মানিকন্ট্রোল ডট কম-এ প্রকাশিত এক প্রতিবেদন অনুসারে এই তিনজনের নাম যথাক্রমে কেতন পারেখ, রোহিত সালগাঁওকার এবং অশোক কুমার পোদ্দার।

সেবির তথ্য অনুসারে, অভিযুক্ত কেতন পারেখ এবং রোহিত সালগাঁওকার আমেরিকা ভিত্তিক এক সংস্থা তৈরি করেন এবং এই সংস্থার মাধ্যমে অন্যান্য সংস্থার তথ্য আগাম জেনে নিয়ে শেয়ার বাজারে কেনাবেচা করতেন। এইভাবে শেয়ার কেনাবেচা করে তাঁরা অনৈতিকভাবে ৬৫.৭৭ কোটি টাকা লাভ করেছেন। যে টাকা বাজেয়াপ্ত করা হবে জানিয়েছে সেবি। বিশ্ব জুড়ে এই সংস্থা প্রায় আড়াই লক্ষ কোটি ডলারের বেশি অঙ্কের লেনদেনের সঙ্গে যুক্ত।

জানা গেছে, বড়ো বিনিয়োগকারীরা ভারতীয় শেয়ার বাজারে বিনিয়োগ করার আগে রোহিত সালগাঁওকারের সঙ্গে আলোচনা করতেন।

এর আগে ২০০০ সালে শেয়ার জালিয়াতির অভিযোগে অভিযুক্ত হয়েছিলেন কেতন পারেখ। সেবার তাঁকে গ্রেফতারির পাশাপাশি ১৪ বছরের জন্য শেয়ার বাজার থেকে নিষিদ্ধ করা হয়েছিল। ওই সময় কেতন পারেখের বিরুদ্ধে স্টক এক্সচেঞ্জ বিধি লঙ্ঘনের জন্য সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া (SEBI) আইনের অধীনে অসংখ্য অভিযোগ আনা হয়েছিল, যার মধ্যে ট্রেডিং বিধি লঙ্ঘন এবং জরিমানা পরিশোধ না করার মত বিষয় ছিল। ২০০৩ সালে, সেবি তাকে ১৪ বছরের জন্য বাজার থেকে নিষিদ্ধ করে এবং ২০১৪ সালে, এক বিশেষ CBI আদালত তাকে দোষী সাব্যস্ত করে দুই বছরের কারাদণ্ড দেয়।

কেতন পারেখ, পেশায় একজন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট। ১৯৯৯ থেকে ২০০১ সাল পর্যন্ত তিনি শেয়ার বাজারে ব্যাপকভাবে যুক্ত ছিলেন। এই সময়ে, তিনি সার্কুলার ট্রেডিংয়ে জড়িত হয়ে তথ্য, যোগাযোগ এবং বিনোদন (ICE) কোম্পানিগুলির শেয়ারের দাম নিয়ন্ত্রণ করেছিলেন বলেও অভিযোগ। ওই সময় তিনি পরিকল্পনামাফিক গুজরাট-ভিত্তিক মাধবপুরা মার্কেন্টাইল কোঅপারেটিভ ব্যাংক এবং কলকাতা স্টক এক্সচেঞ্জকেও ব্যবহার করেছিলেন বলেও অভিযোগ।

ছবি প্রতীকী
Sensex & Nifty: ২০২৫-এ শেয়ার বাজার বন্ধ ১৪ দিন - একনজরে কোন কোন দিন বন্ধ থাকবে কেনাবেচা
ছবি প্রতীকী
Gautam Adani: আদানির বিরুদ্ধে একসাথেই চলবে ফৌজদারি ও দেওয়ানি মামলা! নির্দেশ মার্কিন আদালতের

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in