Sensex & Nifty: ২০২৫-এ শেয়ার বাজার বন্ধ ১৪ দিন - একনজরে কোন কোন দিন বন্ধ থাকবে কেনাবেচা

People's Reporter: ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ ইন্ডিয়া (NSE) কর্তৃক প্রকাশিত ছুটির তালিকা অনুসারে ২০২৫ সালে বাজার বন্ধ থাকবে ১৪ দিন। যার মধ্যে ১ জানুয়ারি নেই। ১ জানুয়ারি অন্যান্য দিনের মতই কেনাবেচা চলবে।
ছবি প্রতীকী
ছবি প্রতীকী গ্রাফিক্স আকাশ
Published on

১ জানুয়ারি ২০২৫ বন্ধ থাকছে না শেয়ার বাজার। অন্যান্য দিনের মতই এদিনও খোলা থাকবে সেনসেক্স ও নিফটি। ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ ইন্ডিয়া (NSE) কর্তৃক প্রকাশিত ছুটির তালিকা অনুসারে ২০২৫ সালে বাজার বন্ধ থাকবে ১৪ দিন। যার মধ্যে ১ জানুয়ারি নেই।

অন্যান্য দিনের মতই ১ জানুয়ারি ২০২৫ শেয়ার বাজারে সকাল ৯টায় শুরু হবে প্রি ওপেন ট্রেডিং। যা চলবে সকাল ৯.১৫ পর্যন্ত। এরপর শুরু হবে দৈনিক ট্রেডিং। যা চলবে বিকেল ৩.৩০ মিনিট পর্যন্ত। প্রতি সপ্তাহের শনিবার এবং রবিবার বাজার বন্ধ থাকে।

২০২৫ সালের যে যে দিনে শেয়ার বাজারে কেনাবেচা বন্ধ থাকবে তার তালিকা এক নজরে –

  • ২৬ ফেব্রুয়ারি, বুধবার (শিবরাত্রি)

  • ১৪ মার্চ, শুক্রবার (হোলি)

  • ৩১ মার্চ, সোমবার (ঈদ উল ফিতর)

  • ১০ এপ্রিল, বৃহস্পতিবার (মহাবীর জয়ন্তী)

  • ১৪ এপ্রিল, সোমবার (ডঃ বাবাসাহেব আম্বেদকর জয়ন্তী)

  • ১৮ এপ্রিল, শুক্রবার (গুড ফ্রাইডে)

  • ১ মে, বৃহস্পতিবার (মহারাষ্ট্র ডে)

  • ১৫ আগস্ট, শুক্রবার (স্বাধীনতা দিবস)

  • ২৭ আগস্ট, বুধবার (গণেশ চতুর্থী)

  • ২ অক্টোবর, বৃহস্পতিবার (গান্ধী জয়ন্তী/দশেরা)

  • ২১ অক্টোবর, মঙ্গলবার (দিওয়ালী লক্ষ্মী পূজা)

  • ২২ অক্টোবর, বুধবার (দিওয়ালী-বালিপ্রতিপদ)

  • ৫ নভেম্বর, বুধবার (গুরু নানক জয়ন্তী)

  • ২৫ ডিসেম্বর, বৃহস্পতিবার (বড়োদিন)   

২০২৪ সালে সেনসেক্স মোট বেড়েছে ৮,৮০৯ পয়েন্ট এবং লাভ করেছে ৮.০২%। পাশাপাশি নিফটির ক্ষেত্রে ২০২৪-এ মোট লাভ হয়েছে ৮.৮%। এদিন বছরের শেষ কেনাবেচার দিনে সেনসেক্স নেমেছে ১০৯ পয়েন্ট (৭৮,১৩৯.০১) এবং নিফটি কমেছে -০.১ পয়েন্ট (২৩,৬৪৪.৮০)।

সেনসেক্সে ৫২ সপ্তাহের সর্বোচ্চ স্তর ৮৫,৯৭৮.২৫ এবং সর্বনিম্ন স্তর ৭০,০০১.৬০।  নিফটি ৫০-র ক্ষেত্রে ৫২ সপ্তাহের সর্বোচ্চ স্তর ২৬,২৭৭.৩৫ এবং সর্বনিম্ন স্তর ২১,১৩৭.২০।

ছবি প্রতীকী
Sensex & Nifty: শেয়ার বাজারে ফের ধস, সেনসেক্স নামলো ১,০৬৪ পয়েন্ট, নিফটি ৩৩২ পয়েন্ট, কমলো টাকার দাম
ছবি প্রতীকী
Sensex: ডলারের অনুপাতে সর্বনিম্ন ভারতীয় টাকার দর - ডোনাল্ড ট্রাম্পের জয়ে সেনসেক্স, নিফটিতে বৃদ্ধি

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in