Sensex & Nifty: শেয়ার বাজারে ফের ধস, সেনসেক্স নামলো ১,০৬৪ পয়েন্ট, নিফটি ৩৩২ পয়েন্ট, কমলো টাকার দাম

People's Reporter: এই নিয়ে পরপর দু’দিন শেয়ার বাজারে পতন ঘটলো। এদিনের সেনসেক্সের পতনে বাজারের মোট মূলধন (Market Capitalization) ২.৩৩ লক্ষ কোটি টাকা কমে দাঁড়িয়েছে ২৫৭.৭২ লক্ষ কোটি টাকায়।
ছবি প্রতীকী
ছবি প্রতীকীগ্রাফিক্স আকাশ
Published on

আবারও জোর ধাক্কা ভারতীয় শেয়ার বাজারে। মঙ্গলবার একসঙ্গে ধস নেমেছে সেনসেক্স ও নিফটিতে। দিনের শেষে ১,০৬৪.১২ পয়েন্ট নেমে সেনসেক্স বন্ধ হয়েছে ৮০,৮৬৪.৪৫ পয়েন্টে। নিফটির ক্ষেত্রে দিনের শেষে ৩৩২.২৫ পয়েন্ট নেমে নিফটি বন্ধ হয়েছে ২৪,৩৩৬ পয়েন্টে। এদিনই আমেরিকান ডলারের অনুপাতে আরও নেমে ভারতীয় টাকার দাম একসময় পৌঁছে যায় ৮৫.৯১ পয়সায়।

বাজার বিশেষজ্ঞদের মতে এদিন নিফটি ২১-ইএমএ (21-day Exponential Moving Average)-র নিচে নেমে গেছে। যা আদপে ‘বেয়ারিশ ট্রেন্ড’-এর ইঙ্গিত দিচ্ছে। তাঁরা আরও জানাচ্ছেন, নিফটি এরপর ২৪,২০০-র দিকে যেতে পারে। যদি নিফটি ২৪,২০০ ভেঙে আরও নেমে না যায় সেক্ষেত্রে তার ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা বলেই তাঁরা মনে করছেন।

এই নিয়ে পরপর দু’দিন শেয়ার বাজারে পতন ঘটলো। এদিনের সেনসেক্সের পতনে বাজারের মোট মূলধন (Market Capitalization) ২.৩৩ লক্ষ কোটি টাকা কমে দাঁড়িয়েছে ২৫৭.৭২ লক্ষ কোটি টাকায়। সেনসেক্সে সবথেকে বেশি দাম পড়েছে জেএস ডব্লু স্টিল ও ভারতী এয়ারটেলের দাম। এছাড়াও দাম পড়েছে ইন্ডাসইন্ড ব্যাঙ্ক ও টিসিএস-এর দাম। দাম পড়েছে আইসিআইসিআই ব্যাঙ্ক, টাইটান, এনটিপিসি, টাটা স্টিল, মারুতি, এইচডিএফসি ব্যাঙ্ক, রিলায়েন্স,  টিসিএস, বাজাজ ফিনান্স প্রভৃতি শেয়ারের দাম। ব্যতিক্রম একমাত্র আইটিসি।

সোমবার সেনসেক্স বন্ধ হয়েছিল ৮১,৭৪৮.৫৭ পয়েন্টে। যা মঙ্গলবার খোলে ৮১,৫১১.৮১ পয়েন্টে। একসময় ৮১,৬১৩.৬৪ পয়েন্টে (ডে হাই) পরে সেনসেক্স নেমে যায় ৮০,৬১২.২০ পয়েন্টে। যা এদিনের ডে লো। দিনের শেষে বাজার বন্ধের সময় সেনসেক্স দাঁড়ায় ৮০,৬৮৪.৪৫ পয়েন্টে।

নিফটি গতকাল বন্ধ হয়েছিল ২৪,৬৬৮.২৫ পয়েন্টে। এদিন নিফটি বেশ কিছুটা নেমে খোলে ২৪,৫৮৪.৮০ পয়েন্টে। এদিন নিফটির ডে হাই ২৪,৬২৪.১০ এবং ডে লো ২৪,৩০৩.৪৫ পয়েন্ট। দিনের শেষে নিফটি বন্ধ হয়েছে ২৪,৩৩৬ পয়েন্টে।

এদিন সকালে আমেরিকান ডলারের অনুপাতে অনেকটাই নেমে ভারতীয় টাকার দাম পৌঁছায় ৮৪.৯১ পয়সায়।

ছবি প্রতীকী
Sensex & Nifty: ৮৪.৩৭ - আমেরিকান ডলারের অনুপাতে সর্বকালীন সর্বনিম্ন স্তরে ভারতীয় টাকার দর
ছবি প্রতীকী
Sensex: ডলারের অনুপাতে সর্বনিম্ন ভারতীয় টাকার দর - ডোনাল্ড ট্রাম্পের জয়ে সেনসেক্স, নিফটিতে বৃদ্ধি

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in