'অপারেশন সিঁদুর' নিয়ে বিতর্কিত পোস্ট করা অধ্যাপককে জামিন সুপ্রিম কোর্টের, করা হল তিরস্কারও

People's Reporter: বিচারপতি সূর্যকান্ত বলেন, "সকলের বাকস্বাধীনতা আছে। কিন্তু তার মানে এই নয় সস্তার জনপ্রিয়তা পেতে অপারেশন সিঁদুরকে ব্যবহার করা হবে। বহিরাগত শক্তি আক্রমণ করলে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।"
অশোকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আলি খান মাহমুদাবাদ
অশোকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আলি খান মাহমুদাবাদছবি - সংগৃহীত
Published on

'অপারেশন সিঁদুর' নিয়ে সোশ্যাল মিডিয়ায় 'বিতর্কিত' পোস্ট করে গ্রেফতার হওয়া অশোকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আলি খান মাহমুদাবাদকে অন্তর্বর্তী জামিন দিল সুপ্রিম কোর্ট। পাশাপাশি ওই অধ্যাপকের পোস্ট নিয়ে সমালোচনাও করে দেশের শীর্ষ আদালত।

বিচারপতি সূর্য কান্ত ও বিচারপতি এন. কে. সিং-এর বেঞ্চে বুধবার জামিনের আবেদনের শুনানি হয়। অধ্যাপকের অন্তর্বর্তী জামিন মঞ্জুর করা হয়। জামিনের পাশাপাশি অধ্যাপকের কাজের তীব্র সমালোচনা করে সুপ্রিম কোর্ট। বিচারপতি সূর্যকান্ত বলেন, "সকলেরই বাকস্বাধীনতা আছে। কিন্তু তার মানে এই নয় সস্তার জনপ্রিয়তা পেতে অপারেশন সিঁদুরকে ব্যবহার করা হবে। যখন বহিরাগত শক্তি আমাদের দেশকে আক্রমণ করছে তখন সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।"

আলি খান মাহমুদাবাদের হয়ে শীর্ষ আদালতে সওয়াল করেছিলেন সিনিয়র আইনজীবী কপিল সিব্বল। তিনি আদালতে বলেন, দেশবিরোধিতার উদ্দেশ্যে ওই পোস্ট করা হয়নি। এটাতে কোনও অপরাধ নেই। পাল্টা বিচারপতি সূর্য কান্ত তাঁকে বলেন, "আপনার জানা উচিত কী ঘটছে। বাকস্বাধীনতা ইত্যাদির অধিকার আছে, ঠিক আছে,... কিন্তু আপনাদের কোনও দায়িত্ববোধ নেই? যে সমাজে বাকস্বাধীনতা আছে, তাদের জন্য এটা খুবই দুর্ভাগ্যজনক, যেখানে ইচ্ছাকৃতভাবে অন্য পক্ষকে অপমান করা এবং অস্বস্তিতে ফেলার জন্য শব্দ নির্বাচন করা হয়। এই ধরণের ভাষা প্রয়োগ করা ঠিক নয় যেখানে অন্যের ভাবাভেগে আঘাত লাগে। নিরপেক্ষ ভাষা ব্যবহার করুন।"

প্রসঙ্গত, ‘অপারেশান সিঁদুর’ সম্পর্কিত এক সোশ্যাল মিডিয়া পোষ্টের পর দুটি এফআইআর-এর ভিত্তিতে গত রবিবার গ্রেপ্তার করা হয় অধ্যাপক আলি খান মাহমুদাবাদকে। যার মধ্যে একটি এফআইআর দায়ের করেছিলেন হরিয়ানা মহিলা কমিশনের চেয়ারপার্সন রেণু ভাটিয়া এবং অন্য এফআইআরটি করেন স্থানীয় এক গ্রামের সরপঞ্চ ও বিজেপি যুব মোর্চার সাধারণ সম্পাদক জোগেশ জাঠেদি।

হরিয়ানা মহিলা রাজ্য কমিশনের পক্ষ থেকেও ওই অধ্যাপককে নোটিশ পাঠানো হয়েছিল। যে নোটিশ প্রসঙ্গে অধ্যাপক জানিয়েছিলেন, তাঁর বক্তব্যের ‘ভুল ব্যাখ্যা’ করা হয়েছে।

অধ্যাপক মাহমুদাবাদ লিখেছিলেন, "আমি খুব খুশি যে এত দক্ষিণপন্থী ভাষ্যকার কর্নেল সোফিয়া কুরেশীর প্রশংসা করছেন, কিন্তু পাশাপাশি তারা তো একইভাবে গণপিটুনি, নির্বিচারে বুলডোজার চালানোর শিকার এবং বিজেপির ঘৃণা ছড়ানোর শিকার হওয়া ব্যক্তিদের ভারতীয় নাগরিক হিসেবে সুরক্ষিত রাখা হোক - এরকম দাবিও তো করতে পারেন। দুই মহিলা সৈনিকের তথ্য উপস্থাপনের দৃষ্টিভঙ্গি গুরুত্বপূর্ণ, তবে এই দৃষ্টিভঙ্গিকে বাস্তবে রূপান্তরিত করতে হবে, অন্যথায় এটি কেবল ভণ্ডামি হবে।"

অশোকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আলি খান মাহমুদাবাদ
Congress: যে কোনও বিরুদ্ধ মতকে বিজেপি ভয় পায় - অধ্যাপকের গ্রেপ্তারির প্রতিবাদে সরব কংগ্রেস
অশোকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আলি খান মাহমুদাবাদ
Congress: কংগ্রেসের নামে ভুয়ো প্রচার - অমিত মালব্য, অর্ণব গোস্বামীর বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় FIR

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in