ম্যানহোল সাফাইকর্মীদের মৃত্যুতে অবিলম্বে ৩০ লক্ষ টাকা ক্ষতিপূরণের নির্দেশ সুপ্রিম কোর্টের

People's Reporter: কলকাতা, দিল্লি, হায়দ্রাবাদের মতো শহরগুলিতে সাম্প্রতিককালে বেড়েছে সাফাইকর্মী নামিয়ে ম্যানহোল পরিস্কার। এই কাজ বন্ধের আবেদন জানিয়ে সুপ্রিম কোর্টে দায়ের করা হয় মামলা।
ছবি - প্রতীকী
ছবি - প্রতীকী ছবি সৌজন্যে - সবরঙ ইন্ডিয়া
Published on
Summary

* ম্যানুয়াল স্ক্যাভেঞ্জিং বন্ধ করতে কড়া নির্দেশ সুপ্রিম কোর্টের।

* গত ৩ মাসে যেসব ম্যানহোল সাফাইকর্মীদের মৃত্যু হয়েছে তাদের পরিবারপিছু ৩০ লক্ষ টাকা ক্ষতিপূরণের নির্দেশ।

* ২০১৩ সালের আইন অনুযায়ী সাফাইকর্মীদের পরিবার পিছু ক্ষতিপূরণ দিতেই হবে।

কলকাতা-সহ দেশের মেট্রো শহরগুলিতে শ্রমিক নামিয়ে ম্যানহোল সাফাই করতে গিয়ে সাম্প্রতিক সময়ে একাধিক মৃত্যুর ঘটনা ঘটেছে। এবার এই নিয়ে কড়া নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। কলকাতা, দিল্লি, হায়দ্রাবাদে গত তিন মাসে ম্যানহোল সাফাইয়ে নেমে যে সাফাইকর্মীদের মৃত্যু হয়েছে, আগামী চার সপ্তাহের মধ্যে তাঁদের পরিবার পিছু ৩০ লক্ষ টাকা ক্ষতিপূরণের নির্দেশ দিল শীর্ষ আদালত।

বৃহস্পতিবার এই সংক্রান্ত মামলার শুনানি ছিল বিচারপতি সুধাংশু ধুলিয়া এবং বিচারপতি অরবিন্দ কুমারের ডিভিশন বেঞ্চে। লাইভ ল-র প্রতিবেদন অনুযায়ী, বেঞ্চ জানিয়েছে, ২০১৩ সালের আইন অনুযায়ী সাফাইকর্মীদের পরিবার পিছু ক্ষতিপূরণ দিতেই হবে। পাশাপাশি, শীর্ষ আদালত ফের একবার স্পষ্ট করেছে, "ম্যানহোলে মানুষ নামিয়ে কাজ করানোর প্রক্রিয়া বন্ধ হওয়া উচিত"।

কলকাতা, দিল্লি, হায়দ্রাবাদের মতো শহরগুলিতে সাম্প্রতিককালে বেড়েছে সাফাইকর্মী নামিয়ে ম্যানহোল পরিস্কার। যার ফলে মৃত্যু হয়েছে বেশ কয়েকজনের। এই কাজ বন্ধের আবেদন জানিয়ে সুপ্রিম কোর্টে দায়ের করা হয় মামলা। যার প্রেক্ষিতে সরাসরি আধিকারিকদের সমন পাঠিয়ে হলফনামা তলব করেছিল সুপ্রিম কোর্ট। 'দিল্লি জল বোর্ড', 'কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন' এবং 'হায়দ্রাবাদ মেট্রোপলিটন ওয়াটার এবং সুয়ারেজ বোর্ড' -এর জবাবে সন্তুষ্ট নয় আদালত। বৃহস্পতিবার শুনানিতে সেই নিয়ে ক্ষোভ উগরে বিচারপতিদের মন্তব্য, "আগামী শুনানিতে যদি সঠিক জবাব না মেলে, তাহলে স্বতঃপ্রণোদিতভাবে আদালত অবমাননার বিচার প্রক্রিয়া শুরু হবে"।

উল্লেখ্য, ২ ফেব্রুয়ারি কলকাতার বানতলা লেদার কমপ্লেক্স এলাকায় ম্যানহোল সাফাই করতে নেমে মৃত্যু হয় তিন শ্রমিকের। এই ঘটনায় এফআইআর করা হয়। যার ভিত্তিতে সুপ্রিম কোর্টের নিষেধ সত্ত্বেও কলকাতা পুরসভা সহ কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি এলাকায় কী করে এখনও লোক নামিয়ে ম্যানহোল সাফাই ও নর্দমা পরিষ্কার করাচ্ছে, তার ব্যাখ্যা রাজ্যের মুখ্যসচিবকে পেশ করতে বলেছিল আদালত।

মুখ্যসচিবের পক্ষ থেকে আদালতে জানানো হয়েছে, "তিনজনের মৃত্যুর প্রেক্ষিতে এফআইআর দায়ের করা হয়েছে। যে ঠিকাদারের অধীনে সাফাইকর্মীরা কাজ করছিলেন, তিনি দশ লক্ষ টাকা ক্ষতিপূরণ দিয়েছেন।"

ছবি - প্রতীকী
কলকাতা-সহ ছয় শহরে মানুষ দিয়ে নর্দমা পরিস্কার পুরোপুরি নিষিদ্ধ, কড়া বার্তা সুপ্রিম কোর্টের
ছবি - প্রতীকী
নর্দমা সাফ করতে নেমে মৃত্যু হলে পরিবারকে ৩০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে হবে, কড়া নির্দেশ শীর্ষ আদালতের

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in