'স্টার্টআপ মানে চিপস বা আইসক্রিম তৈরি নয়' - ভারতের সঙ্গে চীনের প্রযুক্তির তুলনা কেন্দ্রীয় মন্ত্রীর

People's Reporter: পীযূষ গোয়েল বলেন, "ভারতীয় স্টার্টআপদের উচিত সেমিকন্ডাক্টর, মেশিন লার্নিং, রোবোটিক্স এবং কৃত্রিম বুদ্ধিমত্তার মতো খাতে নিজেদের অবস্থান গড়ে তোলা।”
পীযূষ গোয়াল
পীযূষ গোয়ালফাইল ছবি- সংগৃহীত
Published on

স্টার্টাআপ মানেই ডেলিভারি বয় বা গার্ল নয়। এই ধারণা থেকে ভারতের যুবসমাজকে বেরিয়ে আসার পরামর্শ দিলেন দেশের বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল। তাঁর মতে প্রযুক্তির দিকে অধিক গুরুত্ব দেওয়া দরকার সকলের।

স্টার্টআপ মহাকুম্ভে বক্তব্য রাখতে গিয়ে পীযূষ গোয়েল ভারতের স্টার্টআপের প্রকৃতির সঙ্গে চীনের তুলনা করে প্রশ্ন তোলেন, “আমরা কি ডেলিভারি বয় বা গার্ল হয়ে খুশি থাকতে চাই? এটাই কি ভারতের ভবিষ্যৎ? এটা স্টার্টআপ নয়, বরং উদ্যোক্তাবৃত্তি।”

তিনি বলেন, “মুদিখানার ডেলিভারি কিংবা আইসক্রিম তৈরির মতো কাজের পরিবর্তে ভারতীয় স্টার্টআপদের উচিত সেমিকন্ডাক্টর, মেশিন লার্নিং, রোবোটিক্স এবং কৃত্রিম বুদ্ধিমত্তার মতো খাতে নিজেদের অবস্থান গড়ে তোলা।”

তিনি স্টার্টআপ ইকোসিস্টেমে আরও বেশি দেশীয় বিনিয়োগকারীদের অংশগ্রহণের আহ্বান জানান। পীযূষ গোয়েল বলেন, “আমাদের দেশের ভবিষ্যতের জন্য প্রস্তুতি নিতে হবে। শুধু আইসক্রিম কিংবা চিপস তৈরি করলেই হবে না। আমাদের লক্ষ্য প্রযুক্তিনির্ভর উন্নয়নের দিকে হওয়া উচিত।”

পীযূষ গোয়েল স্টার্টআপদের সরকারের সহায়তার আশ্বাস দিয়ে বলেন, "যাঁরা নতুন কিছু করার চেষ্টা করছেন, সরকার তাঁদের পাশে থাকবে। আমরা তাঁদের প্রতিটি পদক্ষেপকে উৎসাহ দেবে।"

তিনি আরও বলেন, "ভারতের দীর্ঘমেয়াদী আর্থিক স্থিতিশীলতা নিশ্চিত করতে দেশীয় মূলধন বিনিয়োগ বাড়ানো প্রয়োজন। আমাদের বিদেশি মূলধনের উপর নির্ভরতা কমাতে হবে এবং আত্মনির্ভর ভারতের স্বপ্নপূরণে দেশীয় বিনিয়োগকেই হাতিয়ার করতে হবে।"

পীযূষ গোয়াল
কেন্দ্রের ওয়াকফ বিল সমর্থন, দল ছাড়ছেন মুসলিম নেতারা! ভোটের আগে ভাঙনের মুখে নীতিশের জেডিইউ
পীযূষ গোয়াল
রাজ্যসভাতেও গভীর রাতে ওয়াকফ বিল পাস, 'এক অভূতপূর্ব মুহূর্ত' - দেশবাসীকে বার্তা প্রধানমন্ত্রীর

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in