Puri: পুরীতে রথ দেখতে গিয়ে পদপিষ্ট হয়ে মৃত ৩, আহত ৫০ - 'দায়িত্বজ্ঞানহীন প্রশাসন', অভিযোগ নবীনের

People's Reporter: এই ঘটনায় পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছে ৩ জনের। সংবাদসংস্থা জানিয়েছে, আহতের সংখ্যা প্রায় ৫০। এই ঘটনার কড়া সমালোচনা করেছেন ওড়িশার প্রাক্তন মুখ্যমন্ত্রী ও বিজেডি প্রধান নবীন পট্টনায়ক।
পুরীর গুন্ডিচা মন্দিরের কাছে পদপিষ্ট হয়ে মৃত ৩
পুরীর গুন্ডিচা মন্দিরের কাছে পদপিষ্ট হয়ে মৃত ৩ছবি - এক্স হ্যান্ডেলে প্রকাশিত ঘটনার ভিডিও থেকে স্ক্রীনশট
Published on

রবিবার ভোরে মর্মান্তিক দুর্ঘটনা ঘটলো পুরীর গুন্ডিচা মন্দিরের কাছে। এদিন ভোর ৪টে নাগাদ বহু মানুষ রথযাত্রা দেখতে ভিড় জমিয়েছিলেন। তখনই ভিড়ের চাপে এই দুর্ঘটনা ঘটে, যাতে পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছে ৩ জনের। সংবাদসংস্থা জানিয়েছে, আহতের সংখ্যা প্রায় ৫০। এই ঘটনার কড়া সমালোচনা করেছেন ওড়িশার প্রাক্তন মুখ্যমন্ত্রী ও বিজেডি প্রধান নবীন পট্টনায়ক।

স্থানীয় সূত্র অনুসারে, রবিবার ভোরে বহু মানুষ পুরীর গুন্ডিচা মন্দিরের কাছে রথযাত্রা দেখার জন্য ভিড় জমিয়েছিলেন। এইসময়েই দেবতার সামগ্রী নিয়ে আসা দুটি ট্রাক ভিড়ের মধ্যে ঢুকে পড়ে এবং পুণ্যার্থীদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। এতেই পদপিষ্ট হয়ে মৃত্যু হয় ৩ জনের এবং বহু মানুষ আহত হন।

আহতদের দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। স্থানীয় পুলিশ আধিকারিকদের সূত্র অনুসারে আহতদের মধ্যে ৬ জনের অবস্থা আশঙ্কাজনক। এর আগে রথযাত্রার দিনেও পুরীতে পদপিষ্ট হবার মত পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। যে ঘটনায় ৭৫০ জন মত আহত হয়েছিলেন।

এদিনের ঘটনায় যাদের মৃত্যু হয়েছে তাঁরা হলেন বোলাগড়ের বাসন্তী সাহু এবং বালিপাটনার প্রেমকান্ত মহান্তি ও পার্বতী দাস। মৃতদের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ওই অঞ্চলে একাধিক সরকারি আধিকারিক ও পুলিশের উচ্চপদস্থ কর্তারা আছেন।

এই ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন ওড়িশার প্রাক্তন মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক। নিজের এক্স হ্যান্ডেলে (পূর্বতন ট্যুইটার) এক বিবৃতিতে তিনি জানিয়েছেন, “#পুরীর সারধাবলীতে মর্মান্তিকভাবে পদদলিত হয়ে প্রাণ হারানো তিন ভক্তের পরিবারের প্রতি আমি আন্তরিক সমবেদনা জানাচ্ছি এবং এই ভয়াবহ ঘটনায় আহত ভক্তদের দ্রুত আরোগ্যের জন্য মহাপ্রভু জগন্নাথের কাছে প্রার্থনা করছি।”

তিনি আরও বলেন, “#রথযাত্রার দিন ভিড় নিয়ন্ত্রণে ভয়াবহ ব্যর্থতার মাত্র একদিন পর আজকের পদদলিত হওয়ার ঘটনা, যা শত শত আহতের ঘটনায়, ভক্তদের জন্য শান্তিপূর্ণ উৎসব নিশ্চিত করতে সরকারের স্পষ্ট অক্ষমতা প্রকাশ করে।”

পট্টনায়ক জানান, “প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন যে এই ভয়াবহ দুর্ঘটনার প্রাথমিক প্রতিক্রিয়া ভক্তদের আত্মীয়দের কাছ থেকে এসেছিল, যেখানে ভীড় সামলানোর জন্য কোনও পর্যাপ্ত সরকারি ব্যবস্থাপনা ছিল না, যা আসলে আশ্চর্যজনকভাবে কর্তব্যে অবহেলার দিকটি তুলে ধরে।”

তাঁর অভিযোগ, “রথযাত্রার দিন নন্দীঘোষ রথ টানতে অযৌক্তিক দেরিকে "মহাপ্রভুর ইচ্ছা" বলে অভিহিত করা হয়েছিল, যা প্রশাসনের সম্পূর্ণ দায়িত্বজ্ঞানহীনতা ঢেকে রাখার এক আশ্চর্যজনক অজুহাত।”

রাজ্যের বিজেপি সরকারের প্রতি উদাসীনতার অভিযোগ তুলে তিনি বলেন, যদিও আমি সরকারের বিরুদ্ধে অপরাধমূলক অবহেলার অভিযোগ করা থেকে বিরত থাকি, তাহলেও এটা স্পষ্ট যে তাদের উদাসীনতা নিঃসন্দেহে এই ট্র্যাজেডিতে বড়ো অবদান রেখেছে। আডাপা বিজে, বাহুদা, সুনা বেশা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ #রথযাত্রা রীতি সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য আমি সরকারের কাছে জরুরি সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণের আহ্বান জানাচ্ছি।

অন্যদিকে নবীন পট্টনায়েকের নাম না করে তাঁর মন্তব্যের সমালোচনা করেছেন ওড়িশার আইনমন্ত্রী পৃথ্বীরাজ হরিচন্দন। প্রাক্তন মুখ্যমন্ত্রীর মন্তব্যকে "রাজনৈতিক বক্তব্য" হিসেবে অভিহিত করে তিনি বলেন, "অতীতে, বিজেডি সরকার ভুল করেছে এবং ভগবান জগন্নাথকে অপমান করেছে। ১৯৭৭ সাল থেকে, রথগুলি সর্বদা দ্বিতীয় দিনে গুন্ডিচা মন্দিরে পৌঁছেছে।"

Keywords: Puri Rath Yatra, stampede, Rath Yatra 2025, Puri tragedy, Naveen Patnaik, Odisha news

পুরীর গুন্ডিচা মন্দিরের কাছে পদপিষ্ট হয়ে মৃত ৩
Puri Rath Yatra: পুরীর ঐতিহ্যবাহী রথযাত্রায় পদপিষ্টের মতো পরিস্থিতি! আহত ৭৫০, আইসিউতে ১২
পুরীর গুন্ডিচা মন্দিরের কাছে পদপিষ্ট হয়ে মৃত ৩
Puri Jagannath Temple: পুরীর জগন্নাথ মন্দিরে ড্রেসকোড - হাফপ্যান্ট, ছেঁড়া জিন্স, স্লিভলেস জামা বাতিল

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in