Special Intensive Revision: ১২ রাজ্যে SIR-এর সূচী ঘোষণা করলেন মুখ্য নির্বাচন কমিশনার - দেখুন এক নজরে

People's Reporter: সোমবার বিকেলে নয়াদিল্লিতে এক সাংবাদিক সম্মেলনে একথা জানান মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। এদিন তিনি জানান, বিহারের এসআইআর প্রক্রিয়া সফলভাবে শেষ হয়েছে।
নয়াদিল্লিতে সাংবাদিক সম্মেলনে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার
নয়াদিল্লিতে সাংবাদিক সম্মেলনে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারছবি সাংবাদিক সম্মেলনের ভিডিও থেকে স্ক্রিনশট
Published on

দ্বিতীয় দফায় ১২ রাজ্যে এসআইআর হবে। সোমবার বিকেলে নয়াদিল্লিতে এক সাংবাদিক সম্মেলনে একথা জানান মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। এদিন তিনি জানান, বিহারের এসআইআর প্রক্রিয়া সফলভাবে শেষ হয়েছে। বিহারের পর এবার দ্বিতীয় দফায় ১২ রাজ্যে এসআইআর অনুষ্ঠিত হবে। আজ রাত ১২ টার পর থেকে এই ১২ রাজ্যের ভোটার তালিকা 'ফ্রিজ' করে দেওয়া হবে।

মুখ্য নির্বাচন কমিশনার জানিয়েছেন -

● আগামীকাল অর্থাৎ ২৮ অক্টোবর মঙ্গলবার থেকে শুরু হবে এনুমরেশন ফর্ম ছাপার কাজ। পাশাপাশি শুরু হবে বিএলওদের প্রশিক্ষণের কাজ।

● ৪ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত বাড়ি বাড়ি গিয়ে এনুমরেশন ফর্ম দেবার কাজ শুরু হবে।

● খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে ৯ ডিসেম্বর।

● তালিকা নিয়ে অভিযোগ থাকলে তা জানাতে হবে ৯ ডিসেম্বর থেকে ৮ জানুয়ারির মধ্যে।

● সব অভিযোগ খতিয়ে দেখা হবে ৯ ডিসেম্বর, ২০২৫ থেকে ৩১ জানুয়ারি, ২০২৬।

● চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে ৭ ফেব্রুয়ারি, ২০২৬।

আপাতত যে ১২ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর হবে তার মধ্যে আছে -

● পশ্চিমবঙ্গ

● তামিলনাড়ু

● উত্তরপ্রদেশ

● কেরালা

● গুজরাট

● রাজস্থান

● গোয়া

● ছত্তিশগড়

● মধ্যপ্রদেশ

● আন্দামান ও নিকোবর

● লাক্ষাদ্বীপ।

● পুদুচেরী

এই ১২ রাজ্যের মোট ৫১ কোটি ভোটারের তালিকার এসআইআর হবে।

এছাড়াও মুখ্য নির্বাচন কমিশনার জানিয়েছেন –

● বিএলও রা তিন বার এক জন ভোটদাতার বাড়িতে যাবেন।

● প্রত্যেক বাড়িতে বিএলও যাবেন।

● কোনও ভোটার রাজ্যের বাইরে থাকলে তিনি অনলাইনে ফর্ম ভরতে পারবেন।

● ২০০৩ সালের ভোটার তালিকায় যাদের নাম আছে তাদের কোনও কাগজ দিতে হবেনা।

● নিজের নাম না থেকে যদি বাবা ও মায়ের নাম থাকে তাহলেও কোনও কাগজ দিতে হবে না।

● কমিশনের সাইটে গিয়ে ভোটাররা চাইলে নিজেরাই এই ম্যাচিং করে নিতে পারবেন।

নয়াদিল্লিতে সাংবাদিক সম্মেলনে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার
SIR-এর নামে মানুষকে আতঙ্কিত করতে চাইছে বিজেপি-তৃণমূল, কমিশনকে হুঁশিয়ারি দিতে জমায়েতের ডাক বামেদের
নয়াদিল্লিতে সাংবাদিক সম্মেলনে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার
অবৈধ কিছু দেখলেই গোটা প্রক্রিয়া বাতিল হতে পারে - SIR নিয়ে কমিশনকে হুঁশিয়ারি সুপ্রিম কোর্টের

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in