
‘দক্ষিণ ভারতীয়রা যোগ্য নয় এই পদের জন্য’ - সম্প্রতি এক চাকরির বিজ্ঞাপনে এমনই শর্ত দিয়েছে উত্তরপ্রদেশের নয়ডার এক কনসাল্টিং সংস্থা। সমাজ মাধ্যমে পোষ্টটি ব্যাপকভাবে ভাইরাল হয়েছে। ওই সংস্থার বিরুদ্ধে তীব্র ক্ষোভ দেখাচ্ছেন নেটিজেনরা। বৈষম্যমূলক এবং আঞ্চলিক পক্ষপাতের অভিযোগ তুলে নিন্দা জানিয়েছেন তাঁরা। তবে সমর্থনও জানিয়েছে অনেকে।
সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘লিঙ্কডিন’ –এ এক কনসাল্টিং সংস্থা ডেটা বিশ্লেষক পদে নিয়োগের জন্য বিজ্ঞাপন দেয়। যেখানে শর্ত ছিল – প্রার্থীর ৪ বছরের বেশি কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এছাড়া, অন্যান্য দায়িত্ব যেমন – ক্রস-ফাংশনাল টিমের সঙ্গে কাজ করা, স্টেকহোল্ডারদের সাথে সহযোগিতা করা এবং উচ্চ-মানের ডেটা সমাধান ইত্যাদি অভিজ্ঞতা থাকা প্রয়োজন।
তবে সেই বিজ্ঞাপনে উল্লেখ ছিল, ‘দক্ষিণ ভারতীয় প্রার্থীরা এই পদের জন্য যোগ্য নয়’। পোষ্টটি সামনে আসার পর থেকে তীব্র বিতর্ক শুরু হয়েছে। এক্স হ্যান্ডেলে এক ব্যবহারকারী পোষ্টটির স্ক্রিনশট শেয়ার করে ক্যাপশনে লেখেন, ‘দক্ষিণ ভারতীয়রা চাকরীতে আবেদনের জন্য অনুমোদিত নন’। যার তীব্র নিন্দা করে অন্য এক ব্যবহারকারী ওই পোষ্টের কমেন্টে লিখেছেন, ‘জঘন্য! রিপোর্ট করুন’।
তবে পোস্টকে সমর্থন করে পাল্টা যুক্তিও দিচ্ছেন অনেকে। এক ব্যবহারকারীর বক্তব্য, 'দক্ষিণ ভারতীয়রা হিন্দি ভাষায় অতটা স্বচ্ছল নয়। সেকারণে তারা এই চাকরির তালিকা থেকে বাদ পড়েছে। এই কাজের জন্য হিন্দি ভাষায় স্বচ্ছন্দ থাকা প্রয়োজন।'
এই যুক্তির বিপক্ষে আবার এক ব্যবহারকারী বলেন, 'সংস্থার শেষ শর্তটি দেওয়া উচিত হয়নি। কারণ অনেক দক্ষিণ ভারতীয় খুব ভালো হিন্দি বলতে এবং লিখতে পারেন।' অন্য এক ব্যবহারকারীও এই মন্তব্য সমর্থন করে বলেন, ‘দক্ষিণ ভারতীয়রা পদের জন্য যোগ্য নয়, এটা সরাসরি বলাটা কোনও উপায় নয়। বহু দক্ষিণ ভারতীয়, বিশেষ করে কেরালার মানুষ, যাঁরা হিন্দি বলতে এবং লিখতে পারদর্শী।'
আর এক ব্যবহারকারীর মন্তব্য, ‘এটাও কি ন্যায্য? আমাদের বেশিরভাগ মানুষ চাকরির জন্য অন্য রাজ্য বা দেশে চলে যায়। কিন্তু আমরা যখন আঞ্চলিক সংরক্ষণের দাবি করি তখন আমরা বিরোধিতা করি’।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন