Umar Khalid: একাধিক শর্ত সাপেক্ষে মাত্র ৭ দিনের জামিন পেলেন উমর খালিদ

People's Reporter: বোনের বিয়ের জন্য ১৪ দিনের জামিনের আবেদন জানিয়েছিলেন জেএনইউ-র প্রাক্তন ছাত্র। কিন্তু আদালত শর্ত সাপেক্ষে সাত দিনের জামিন মঞ্জুর করেছে।
উমর খালিদ
উমর খালিদফাইল ছবি
Published on

মাত্র ৭ দিনের জন্য উমর খালিদের জামিন মঞ্জুর করল দিল্লির এক আদালত। একটি পারিবারিক বিবাহ অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য ২৮ ডিসেম্বর থেকে ৩ জানুয়ারি পর্যন্ত তাঁকে অন্তর্বর্তী জামিন দিয়েছে আদালত। বোনের বিয়ের জন্য ১৪ দিনের জামিনের আবেদন জানিয়েছিলেন জেএনইউ-র প্রাক্তন ছাত্র। কিন্তু আদালত শর্ত সাপেক্ষে সাত দিনের জামিন মঞ্জুর করেছে।

জামিনে মুক্তি থাকাকালীন সাক্ষী বা মামলার সাথে যুক্ত কারও সাথে যোগাযোগ করতে পারবেন না খালিদ। সোশ্যাল মিডিয়াও ব্যবহার করতে পারবেন না। শুধুমাত্র পরিবারের সদস্য, আত্মীয়স্বজন এবং বন্ধুদের সাথে দেখা করতে পারবেন তিনি। তাঁকে অবশ্যই সবসময় নিজের বাড়িতে বা বিবাহ অনুষ্ঠানের জায়গায় থাকতে হবে। অন্য কোথাও যাওয়া যাবে না।

২০২০ সালের ফেব্রুয়ারি মাসে হওয়া দিল্লি দাঙ্গার ঘটনায় অন্যতম ষড়যন্ত্রকারী অভিযোগে ওই বছরের সেপ্টেম্বর মাসে খালিদকে গ্রেফতার করে দিল্লি পুলিশ। তাঁর বিরুদ্ধে ইউএপিএ সহ তৎকালীন ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় মামলা দায়ের করা হয়। ২০২২ সালের শুরুর দিকে নিম্ন আদালত তাঁর জামিনের আবেদন খারিজ করে দিলে হাইকোর্টের দ্বারস্থ হন তিনি। কিন্তু হাইকোর্ট খালিদের জামিন নামঞ্জুর করে দেয়। হাইকোর্টের এই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন তিনি। কিন্তু ২০ বারেরও বেশি তাঁর জামিনের শুনানি মুলতুবি করে দেওয়া হয়। এরপর ২০২৪ সালের শুরুর দিকে জামিনের আবেদনই প্রত্যাহার করে নেন তিনি। আবার ট্রায়াল কোর্টে আবেদন করেন খালিদ। কিন্তু গত ২৮ মে, ট্রায়াল কোর্ট তাঁর দ্বিতীয় জামিনও নাকচ করে দেয়।

অবশেষে চার বছরেরও বেশি সময় পর মাত্র সাত দিনের জন্য জেল থেকে বাইরে বেরোচ্ছেন প্রাক্তন জেএনইউ স্কলার।

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in