
দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের সাম্প্রতিক রাজনৈতিক অবস্থা তুলে ধরে বিতর্কে জড়ালেন কংগ্রেস নেতা মনীশ তেওয়ারি। বিজেপির দাবি, কংগ্রেস নেতার পোস্ট আসলে রাহুল গান্ধীকে উদ্দেশ্য করেই লেখা। যদিও বিজেপির দাবিতে গুরুত্ব দিতে নারাজ মনীশ তিওয়ারি।
বিতর্কের সূত্রপাত মনীশ তেওয়ারি করা একটি পোস্ট নিয়ে। নিজের এক্স মাধ্যমে কংগ্রেস নেতা শ্রীলঙ্কা, বাংলাদেশ, নেপাল এবং ফিলিপিন্সে সাম্প্রতিক গণআন্দোলনের প্রসঙ্গ টেনে লেখেন, “২০২৩ সালের জুলাইয়ে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপক্ষের পতন, ২০২৪ সালের জুলাইয়ে বাংলাদেশের শেখ হাসিনা, ২০২৫ সালের সেপ্টেম্বরে নেপালের কেপি শর্মা অলি–র পদত্যাগ এবং এখন ফিলিপিন্সে ফের্দিনান্দ মার্কোস জুনিয়রের বিরুদ্ধে আন্দোলন - সবকিছুর উপরেই একটি কথা স্পষ্ট, এন্টাইটেলমেন্ট জেনারেশন এক্স, ওয়াই, জেড-এর কাছে আর গ্রহণযোগ্য নয়।”
তাঁর মতে, “ডাইনাস্টিক রাজনীতি ভাঙার পেছনে সোশ্যাল মিডিয়ার ভূমিকা” নিয়ে তাঁর একটি বিশ্লেষণমূলক লেখা রয়েছে, সেটি সকলের দেখা উচিত।
কংগ্রেস নেতার এই পোস্টের পরই আক্রমণে নামে গেরুয়া শিবির। বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য এক্স-এ লেখেন, “জি-২৩ বিদ্রোহী গোষ্ঠীর সদস্য মানীশ তিওয়ারি আসলে ভারতীয় রাজনীতির চূড়ান্ত 'নেপো কিড' রাহুল গান্ধীকে নিশানা করেছেন। জেন-জি’কে ছেড়ে দিন, কংগ্রেসের প্রবীণ নেতারাও রাহুল গান্ধীর পিছিয়ে পড়া রাজনীতিতে বিরক্ত। কংগ্রেসের অভ্যন্তরেও তাঁকে নিয়ে ক্ষোভ বাড়ছে।”
অমিত মালব্যকে পাল্টা জবাব দিয়েছেন মনীশ তেওয়ারি। কটাক্ষের সুরে তিনি জানান, "ঈশ্বর, আমি শুধু চাই যে কিছু মানুষ জীবনে বড় হোক। সবকিছু কংগ্রেস-বিজেপির মধ্যে বোকার মতো সীমাবদ্ধ করে রাখার দরকার নেই। দক্ষিণ এশিয়া এবং পূর্ব এশিয়ায় যা ঘটছে তার জাতীয় নিরাপত্তার উপর গুরুতর প্রভাব রয়েছে এবং কেন এটি ঘটছে তা সঠিক দৃষ্টিকোণ থেকে বোঝা দরকার”।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন