
সরকারের বিরুদ্ধে মামলা দায়ের করতে পারবে এমন ব্যক্তিই প্রয়োজন সমাজে। একটি অনুষ্ঠানে এমনই দাবি করলেন কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গডকড়ি (Nitin Gadkari)। তাঁর মতে সরকারের বিরুদ্ধে মামলা হলে রাজনীতিবিদরা আরও শৃঙ্খলাবদ্ধ হবেন।
প্রকাশ দেশপাণ্ডে স্মৃতি ‘কুশল সংগঠক’ পুরস্কার অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে গডকড়ি বলেন, “সমাজে এমন কিছু লোক থাকা উচিত যাঁরা আদালতে সরকারের বিরুদ্ধে মামলা দায়ের করতে পারবেন। এটা যত বেশি হবে রাজনীতিবিদরা তত বেশি শৃঙ্খলাবদ্ধ হবেন। কারণ সরকারের মন্ত্রীরাও এমন কাজ করতে পারেন না যা একটা আদালতের নির্দেশে হয়ে যায়”।
‘কুশল সংগঠক’ পুরস্কার প্রাপকদের উদ্দেশ্যে কেন্দ্রীয় মন্ত্রী বলেন, এই পুরস্কার প্রাপকরা হলেন সমাজকর্মী যাঁরা সময়ে সময়ে আদালতে সরকারি সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করেছেন। এই ধরণের চ্যালেঞ্জ আরও বেশি করে করা উচিত। এতে সমাজ স্বচ্ছ থাকে।
নাগপুরের সাংসদ আরও বলেন, এই কুশল সংগঠকরা শিক্ষাক্ষেত্রে একাধিক ‘ভুল’ সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতে বহু মামলা দায়ের করেছেন। এমনকি মামলা দায়েরের কারণে বহুক্ষেত্রে সরকার নিজের সিদ্ধান্ত প্রত্যাহার করতেও বাধ্য হয়েছে। তিনি আরও উল্লেখ করেন, একটি সুস্থ গণতন্ত্রের জন্য সরকারের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তোলা এবং প্রয়োজনে বিচার বিভাগের সামনে চ্যালেঞ্জ জানানো গুরুত্বপূর্ণ।
নীতিন গডকড়ি কেন্দ্রের একজন গুরুত্বপূর্ণ মন্ত্রী হয়েও একাধিকবার এই ধরণের মন্তব্য করে রাজনৈতিক মহলে আলোড়ন সৃষ্টি করেছেন। গত সপ্তাহে নাগপুরে এক অনুষ্ঠানে তিনি বলেছিলেন, “ধীরে ধীরে দরিদ্র মানুষের সংখ্যা বাড়ছে দেশে এবং দেশের যাবতীয় সম্পদ কিছু ধনী ব্যক্তির হাতে কেন্দ্রীভূত হচ্ছে। এটা হওয়া উচিত নয়।”
দলের অন্যান্য সদস্যদের থেকে তিনি যে একটু পৃথক দৃষ্টিকোণ-এ বিশ্বাসী তা ফের একবার তাঁর কথায় প্রমাণ হল। বিজেপির তরফ থেকে অবশ্য কেন্দ্রীয় মন্ত্রীর বক্তব্যের কোনও প্রতিক্রিয়া মেলেনি।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন