Medha Patkar: ২৪ বছরের পুরানো মানহানির মামলায় গ্রেফতার সমাজকর্মী মেধা পাটেকর

People's Reporter: মেধার 'মিথ্যে' দাবির জেরে সাক্সেনার সম্মানহানি হয়েছে বলে গত বছর জুলাইতে তাঁকে গ্রেফতারির নির্দেশ দিয়েছিল দিল্লির সাকেত আদালত। কিন্তু তারপরেই শর্তসাপেক্ষে জামিন মঞ্জুর হয় মেধার।
মেধা পাটেকর এবং বিনয় কুমার সাক্সেনা
মেধা পাটেকর এবং বিনয় কুমার সাক্সেনা ছবি - সংগৃহীত
Published on

২৪ বছরের পুরানো একটি মানহানির মামলায় বিশিষ্ট সমাজকর্মী মেধা পাটেকরকে গ্রেফতার করল দিল্লি পুলিশ। এই মামলায় গত বছর জামিনে মুক্তি পেয়েছিলেন মেধা। অভিযোগ, প্রবেশন বন্ড জমা দেননি। যার জেরে বুধবার তাঁর বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি করে আদালত। সেই নির্দেশের ভিত্তিতেই শুক্রবার দিল্লি পুলিশ গ্রেফতার করেছে মেধাকে।

উল্লেখ্য, গুজরাটের নর্মদা বাঁচাও আন্দোলন নিয়ে বিজ্ঞাপন প্রকাশের জন্য ২০০০ সালে দিল্লির বর্তমান লেফটেন্যান্ট গভর্নর বিনয় কুমার সাক্সেনার বিরুদ্ধে মামলা দায়ের করেন মেধা পাটকর। এরপর ২০০১ সালের জানুয়ারি মাসে পাল্টা মেধা পাটকরের বিরুদ্ধে মামলা দায়ের করেন বিনয় কুমার সাক্সেনা।

মেধার 'মিথ্যে' দাবির জেরে সাক্সেনার সম্মানহানি হয়েছে বলে গত বছর জুলাইতে তাঁকে গ্রেফতারির নির্দেশ দিয়েছিল দিল্লির সাকেত আদালত। পাঁচ মাসের জেল হেফাজতের পাশাপাশি ১০ লক্ষ টাকা জরিমানা করেছিল আদালত। কিন্তু তারপরেই শর্তসাপেক্ষে জামিন মঞ্জুর হয় মেধার।

কিন্তু অভিযোগ ওঠে, আদালতের সেই শর্ত মানেননি মেধা পাটকর। যার জেরে গত বুধবার মেধার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন সাকেত আদালতের অতিরিক্ত দায়রা জজ বিশাল সিং। আদালত আরও জানিয়েছিল, আগামী শুনানির দিনের মধ্যে উল্লেখিত নির্দেশ পালন না করা হলে অবিলম্বে সাজা কার্যকর হবে।

উল্লেখ্য, সেই সময় (২০০০ সালে) বিনয় কুমার সাক্সেনা আহমেদাবাদ-ভিত্তিক এনজিও ন্যাশনাল কাউন্সিল ফর সিভিল লিবার্টিজ-এর প্রধান ছিলেন। একটি টিভি চ্যানেলে সাক্সেনার বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য করা এবং মানহানিকর বিবৃতি দেওয়ার জন্য তিনি মেধা পাটকরের বিরুদ্ধে দুটি মামলা দায়ের করেছিলেন।

মূল মামলা ছিল, ভিকে সাক্সেনাকে ‘কাপুরুষ’ অ্যাখ্যা দিয়েছিলেন মেধা পাটকার। সেটা নিয়ে। তাছাড়া মেধা আরও অভিযোগ তুলেছিলেন, হাওলা লেনদেনে সাক্সেনার যোগ রয়েছে। এই অভিযোগ ঘিরে মেধার বিরুদ্ধে মানহানির মামলা করেন ভিকে সাক্সেনা। 

মেধা পাটেকর এবং বিনয় কুমার সাক্সেনা
Pahalgam: পহেলগাঁওয়ে নিরাপত্তায় গাফিলতি ছিল, সর্বদলীয় বৈঠকে মেনে নিল কেন্দ্র!
মেধা পাটেকর এবং বিনয় কুমার সাক্সেনা
কাশ্মীরি, সংখ্যালঘুদের নিয়ে সামাজিক মাধ্যমে জঘন্য প্রচার সন্ত্রাসীদের এজেন্ডাকেই সহায়তা করছে - CPIM

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in