India Pakistan Tension: যখন তখন বাজানো যাবে না সাইরেন! টিভি চ্যানেলগুলিকে কড়া নির্দেশ কেন্দ্রের
জনসচেতনতামূলক অনুষ্ঠান ছাড়া অন্য সময় বাজানো যাবে না সাইরেন। টিভি চ্যানেলগুলিকে যখন তখন অযথা সাইরেন না বাজানোর পরামর্শ কেন্দ্রের। সরকারের দাবি, যখন তখন সাইরেন বাজালে সাধারণ মানুষের মধ্যে এই আওয়াজের আর কোনও গুরুত্ব থাকবে না। ফলে মোক্ষম সময় বিপদ বুঝতে পারবে না।
সাম্প্রতিক আবহে ভারতের সংবাদ মাধ্যমগুলি সাইরেনের শব্দ ব্যবহার করছে। শনিবারের বিবৃতিতে সাইরেন না বাজানোর পরামর্শ দেওয়া হয়েছে কেন্দ্রের তরফ থেকে। এদিন দমকল বিভাগ, সিভিক ডিফেন্স এবং হোম গার্ড এবিষয়ে ১৯৬৮ সালের সিভিল ডিফেন্স আইনের কথা উল্লেখ করেছে।
বিবৃতিতে বলা হয়েছে, ‘‘সংবাদমাধ্যমের সকল চ্যানেলকে অনুরোধ করা হচ্ছে, আপনারা যে কোনও অনুষ্ঠানে সিভিল ডিফেন্স এয়ার রেড সাইরেনের শব্দ ব্যবহার করবেন না। এই শব্দ শুধু সাধারণ মানুষকে সচেতন করার কোনও অনুষ্ঠানে ব্যবহার করতে পারেন”।
আরও বলা হয়েছে, ‘‘সাইরেনের শব্দের নিয়মিত ব্যবহার এই বিশেষ শব্দের প্রতি নাগরিকদের সংবেদনশীলতা কমিয়ে দিতে পারে। তাঁরা ভাবতে পারেন, সাইরেন খুব স্বাভাবিক নিত্যনৈমিত্তিক বিষয়”।
সরকারের দাবি, যখন তখন সাইরেন বাজানোর ফলে এর গুরুত্ব কমে যেতে পারে। ফলে যদিও কোনও মোক্ষম সময়েও সাইরেন বাজানো হয়, মানুষ তার গুরত্ব বুঝতে পারবে না। তাতে দুর্ঘটনা ঘটে যেতে পারে।
SUPPORT PEOPLE'S REPORTER
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

